একযোগে পাঁচ মহাদেশে মুক্তি পাচ্ছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’

একযোগে পাঁচ মহাদেশে

‘ঢাকা অ্যাটাক’ এবং ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ঢালিউড নির্মাতা দীপঙ্কর দীপন। এবার তিনি হাজির হচ্ছেন দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’ নিয়ে। আসন্ন ঈদুল আযহায় সাইবার জগত এবং এর অপরাধের গল্প নিয়ে ‘অন্তর্জাল’ সিনেমার মুক্তি চূড়ান্ত করেছেন নির্মাতারা। ফার্স্টলুক পোষ্টার প্রকাশ সহ ইতিমধ্যে সিনেমাটির প্রচারণাও শুরু করেছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি জানা গেছে একযোগে পাঁচ মহাদেশে মুক্তি পাচ্ছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটি। নতুন একটি গ্লোবাল পোস্টার প্রকাশের মাধ্যমে এমন ঘোষণা দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি ‘অন্তর্জাল’ মুক্তি পাচ্ছে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, দেশের বাইরে আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন চেইনের মাধ্যমে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। দেশের প্রেক্ষাগৃহে ‘অন্তর্জাল’ পরিবেশনায় থাকছে দি অভি কথাচিত্র। আর আমেরিকা-কানাডায় স্বপ্ন স্কেয়ার ক্রো, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে পথ প্রোডাকশন – দেশী ইভেন্টস, ইউএইতে মিডিয়ামেজ এবং ইউরোপের বিভিন্ন দেশে কয়েকটি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে একযোগে পাঁচ মহাদেশে মুক্তি পাচ্ছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা দীপঙ্কর দীপন বলেন, ‘ইন্টারনেট দুনিয়ার নানান অবিশ্বাস্য ঘটনার ঝলক নিয়েই এই সিনেমা। সিনেমার অ্যাকশন আর থ্রিলারকে সবার কাছে ছড়িয়ে দিতেই সিনেমাটি পাঁচ মহাদেশের বাংলা সিনেমাপ্রেমীদের দেখার সুযোগ তৈরি করছি আমরা। কারিগরি প্রযুক্তির সর্বশেষ সংযুক্তি আর সিনেমার গল্পের টান টান উত্তেজনা পরতে পরতে ছড়িয়ে আছে অন্তর্জাল সিনেমায়।’ সিনেমাটিকে সবার ছবি হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এটা সবার ছবি। সাধারণ মানুষ যেন আইটি বা হ্যাকিং বিষয়টা সহজে বুঝতে পারে, সেভাবেই গল্পটি সাজানো হয়েছে।‘

এছাড়া সিনেমাটির প্রসঙ্গে এর অন্যতম প্রধান তারকা সিয়াম বলেন, ‘দীপংকার দাদার নির্মাণ নিয়ে নতুন করে বলার কিছু নেই। আগামী ১০-১৫ বছর পর যে ছবি নির্মাণ হওয়ার কথা। তিনি এই সময়েই সেই ছবি বানিয়ে ফেললেন। এতে আমার চরিত্রের নাম লুমিন। সিনেমায় লুমিন একজন প্রোগ্রামার। লুমিনের মত সবগুলো চরিত্রই এই ছবির গুরুত্বপূর্ণ। ভালো লাগছে ছবিটি একসঙ্গে পাঁচ মহাদেশে মুক্তি পাচ্ছে। এভাবেই একদিন বাংলা ছবি বিশ্ব জয় করবে বলে আমাদের বিশ্বাস।’

অন্যদিকে দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটিতে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মিম। একযোগে পাঁচ মহাদেশে মুক্তি পাওয়ার কথা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের বাইরে থেকে প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করে আসা একজন তরুণীর চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটি প্রযুক্তি খাত ও সাইবার দুনিয়ায় নারীদের আরও বেশি এগিয়ে আসার অনুপ্রেরণার গল্পে তৈরি হয়েছে এই সিনেমা। ছবিটি বাংলাদেশসহ পাঁচটি মহাদেশে মুক্তি পাচ্ছে এটি আমাদের জন্য অনেক আনন্দের খবর।’

‘অন্তর্জাল’ সিনেমাটির কাহিনী চিত্রনাট্য ও সংলাপে দীপনের সাথে কাজ করছেন আশা জাহিদ এবং সাইফুল্লাহ রিয়াদ। ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার গল্প নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’ প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিও। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটির সাথে রয়েছে স্পেলবাউন্ড লিও বার্নেট। সিনেমাটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান প্রমুখ।

আরো পড়ুনঃ
ঈদে মুক্তির মিছিলে অর্ধ ডজনের বেশি সিনেমাঃ প্রেক্ষাগৃহ নিয়ে চাপে নির্মাতারা
প্রিয় তারকার পরিচয় উদ্ধারের চ্যালেঞ্জ দিয়ে ‘অন্তর্জাল’ প্রচারণা শুরু
সেন্সরে যাচ্ছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’: আসছে ঈদে মুক্তি

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d