কার্তিক আরিয়ানের সাথে বক্স অফিসে লড়াই প্রসঙ্গে যা বললেন কঙ্গনা রানাউত

কার্তিক আরিয়ানের সাথে

কার্তিক আরিয়ানের সাথে

আগামী সপ্তাহে (২০শে মে) মুক্তি পেতে যাচ্ছে বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনীত অ্যাকশন সিনেমা ‘ধাকড়’। গুপ্তচরবৃত্তির থ্রিলার সিনেমাটিতে কঙ্গনাকে একজন গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে। সিনেমাটির অন্য দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল এবং দিব্যা দত্ত। সিনেমাটি বক্স অফিসে কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’ এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। কার্তিক আরিয়ানের সাথে বক্স অফিসে লড়াই প্রসঙ্গে সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন কঙ্গনা রানাউত।

‘ধাকড়’ সিনেমার দ্বিতীয় ট্রেলার মুক্তি উপলক্ষ্যে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘করোনা মহামারীর পর কেউই তার সিনেমা এককভাবে মুক্তি দিতে পারবে না। স্বাভাবিকভাবে মহামারীর কারনে আটকে থাকা সিনেমাই এই প্রধান কারণ। আমরা হলিউড বা দক্ষিণের সিনেমার – যা নিয়েই কথা বলি না কেনো সব সিনেমাই এখন মূল ধারার সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে। তাই কেউ না কেউ একই দিনে সিনেমা নিয়ে হাজির হবেই।‘

একই দিনে ‘ধাকড়’ এবং ‘ভুল ভুলাইয়া ২’ মুক্তি পাওয়ায় কার্তিক আরিয়ানের সাথে বক্স অফিসে লড়াই প্রসঙ্গে কঙ্গনা রানাউত আরো বলেন, ‘ধাকড় এবং ভুল ভুলাইয়া ২ এই কারণেই একই দিনে মুক্তি পেতে যাচ্ছে। আর ব্যাপারটি এমন না যে এই দুইটি সিনেমাই ৫০০০ থেকে ৭০০০ পর্দায় মুক্তি পাচ্ছে। একসাথে দুটি সিনেমাই মুক্তি পাওয়া এবং ভালো ব্যবসা করার সুযোগ রয়েছে।‘

এদিকে কার্তিক আরিয়ান প্রসঙ্গেও কথা বলেন এই অভিনেত্রী। কার্তিক আরিয়ানের কাজ তিনি পছন্দ করেন উল্লেখ করে কঙ্গনা রানাউত বলেন, ‘যতদূর কার্তিক সম্পর্কিত, আমি তার কাজ খুব পছন্দ করি। আমার মনে হয় তার প্রজন্মে সেই একমাত্র অভিনেতা যে নিজের জায়গাটা নিজেই তৈরি করেছে। শুধু তাই নয় সে নিজের মতো করে নিজের জায়গায় দাঁড়িয়ে আছেন। সে তার কাজ করছে, তার নিজের যোগ্যতায়। সে নিজে থেকেই উঠে এসেছে এবং তার জন্য আমার অনেক প্রশংসা আছে।‘

এছাড়া ভারতে নারী কেন্দ্রিক সিনেমা হিসেবে আখ্যায়িত করা নিয়েও আপত্তি রয়েছে কঙ্গনার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের এই নারি-কেন্দ্রিক এবং পুরুষ-কেন্দ্রিক সিনেমার ধারনা থেকে বেরিয়ে আসতে হবে। এই ভাবে আমাদের সিনেমাকে দেখা উচিৎ নয়। সিনেমার সাথে লিঙ্গের বিষয়টি যুক্ত করা উচিৎ নয়। আমরা নারীরা সিনেমায় অনেক অবদান করি কিন্তু এর সব কৃতিত্ব পুরুষদের দেয়া হয়ে থাকে। এটি আমাদের অনেক ক্ষতি করে।‘

সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাটি দ্বিতীয় ট্রেলার। আকর্ষনীয় এই ট্রেলারটি কঙ্গনার একটি শক্তিশালী সংলাপের মাধ্যমে শেষ হয়, যেখানে তিনি বলেন, ‘আত্মাকে শরীর থেকে আলাদা করা আমার ব্যবসা।‘ ২ মিনিত ৪৮ সেকেন্ডের প্রকাশিত এই ট্রেলার জুড়ে দেখা গেছে এজেন্ট অগ্নি রূপে দুর্ধর্ষ কঙ্গনা রানাউতের ঝলক। এছাড়া প্রকাশিত ট্রেলারটিতে কয়েকটি রূপে দেখা গেছে তাকে। সেই সাথে রয়েছে এই চরিত্রের সাথে একটি থ্রিলার গল্পের সংযোগ।

রজনীশ ‘রাজি’ ঘাই পরিচালিত ‘ধাকড়’ সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর-এহসান-লয়, ধ্রুব ঘানেকার এবং বাদশা। আর সিনেমাটির ব্যাকগ্রাউন্ড স্কোর সুর করেছেন ধ্রুব ঘানেকার। ‘নির্মম গিরগিটি’ এজেন্ট অগ্নির চরিত্রে কঙ্গনা রানাউত ছিলেন চিত্তাকর্ষক এবং অভিনেত্রী নিঃসন্দেহে এই চরিত্রের জন্য তার সেরাটা ঠেলে দিয়েছেন।

শিশু পাচার এবং নারী শোষণের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘ধাকার’ সিনেমাটি। কঙ্গনা রানাউত ছাড়াও সিনেমাটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল এবং দিব্যা দত্ত। সোহাম রকস্টার এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটি আগামী ২০শে মে মুক্তি পেতে যাচ্ছে৷ জানা গেছে হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়লাম এই চারটি ভিন্ন ভাষায় মুক্তি পাবে ‘ধাকড়’।

আরো পড়ুনঃ
ধাকড় ট্রেলার: এজেন্ট অগ্নি রূপে দুর্ধর্ষ কঙ্গনা রানাউতের এক ঝলক
‘কেজিএফ’ তাণ্ডব শেষে বলিউডের ঐতিহ্য ফেরাতে খানদের সিনেমার অপেক্ষা
বলিউড যখন কপিউড: দক্ষিনের রিমেক হওয়া মুক্তি প্রতীক্ষিত যত সিনেমা!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত