সম্প্রতি ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির শেষ পর্বের দৃশ্যধারন নিয়ে দেখা গিয়েছিলো অনিশ্চয়তা। বেশ লম্বা সময় ধরে সিনেমাটির কোন আপডেট পাচ্ছিলেন না এর ভক্তরা। অবশেষে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ১১’ নিয়ে দারুণ আপডেট দিলেন এর সহ-প্রযোজক এবং প্রধান তারকা ভিন ডিজেল। সিনেমাটি ‘ফাস্ট এক্সঃ পার্ট ২’ হিসেবেও পরিচিত।
কিছুদিন আগে সিনেমাটির অভিনেত্রী জর্দানা ব্রুস্টার এর চিত্রগ্রহণ শুরুর ব্যাপারে তার কোন ধারণা নেই। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমার কাছে কোনো টাইমলাইন নেই। আমি সম্ভবত এটি অনলাইনে পড়ব, অথবা আমি চেষ্টা করব, ভিন থেকে কিছু তথ্য বের করার। কিন্তু, আমি এখনও এ ব্যাপারে জানি না।‘ তবে শীঘ্রই এর দৃশ্যধারন শুরুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি।
কিন্তু সব অনিশ্চয়তাকে পিছনে ফেলে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির শেষ পর্ব নিয়ে আপডেট দিলেন ভিন ডিজেল। সম্প্রতি ভিন ডিজেলসের একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে নিশ্চিত হওয়া গেছে যে, বর্তমানে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির নতুন এই সিনেমাটি চিত্রগ্রহণ চলছে। প্রকাশিত সেই পোষ্টে একটি কালো গাড়ির ছবি দেখা গেছে, যা ডোম আগের কিস্তিতে চালিয়েছিলেন।
চলছে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ সিনেমার ১১তম পর্বের কাজ। এর মাধ্যমে শেষ হচ্ছে হলিউডের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা।#ফিল্মীমাইক #FilmyMike #fastandfurious #Fast11 #vindiesel pic.twitter.com/yzyzjsgBjJ
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) November 19, 2024
তবে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ১১তম পর্বের চিত্রগ্রহণ শুরুর কথা সরাসরি বলেননি ভিন ডিজেল। কিন্তু উক্ত পোষ্টে ব্যবহৃত ক্যাপশন থেকে সহজেই সেটি অনুমান করা যাচ্ছে। পোষ্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘আজ সকালে চিত্রগ্রহণের সবচেয়ে ভাল জিনিসটি হল… প্রথম ফাস্টের শুটিংয়ের সমস্ত সুন্দর স্মৃতি’। এতেই ধারণা করা হচ্ছে শুরু হয়েছে এই সিনেমার দৃশ্যধারন।
অবশ্য এর আগে গত জুলাইয়ে, ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ১১’ বা ‘ফাস্ট এক্সঃ পার্ট ২’ সিনেমার ব্যাপারে আপডেট দিয়েছিলেন ভিন ডিজেল। সে সময় একটি ভিডিও পোষ্ট করেছিলেন এই তারকা। ভিডিওতে দেখা গিয়েছিলো একটি ট্রাকে তিনটি দ্রুত গতির গাড়ি লোড করা আছে। আর সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন ‘আমরা আমাদের রাস্তায়…’।
আগেই জানা গিয়েছিলো ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির শেষ পর্ব হতে যাচ্ছে ‘ফাস্ট এক্সঃ পার্ট ২’। সিনেমাটির প্লট নিয়ে কিছু জানা না গেলেও, এতে দেখা যাবে ফ্র্যাঞ্চাইজিটির সব তারকাকে। এছাড়া এতে প্রয়াত পল ওয়াকার এবং তার চরিত্র, ব্রায়ান ও’কনারকে স্মরণ করে একটি দুর্দান্ত শ্রদ্ধাঞ্জলি অন্তর্ভুক্ত করা হয়েছে। আগের পর্বটি যেখানে শেষ হয়েছিলো, সেখান থেকেই সিনেমাটির গল্প শুরু হবে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুনঃ
‘দ্যা ফাইনাল রেকনিং’: শেষ হচ্ছে ইথান হান্টের অসম্ভব সব মিশনের যাত্রা
স্পাইডার ম্যান ফোর: চিত্রনাট্য নিয়ে দারুণ উচ্ছ্বাসিত টম হল্যান্ড
‘ওয়ান্ডার ওমেন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা নিশ্চিত করলেন গাল গ্যারোট