টলিউড বাণিজ্যিক সিনেমার সবচেয়ে বড় বাজীর ঘোড়া দেবের ‘খাদান’

দেবের ‘খাদান’

সৃজিত মুখার্জী পরিচালিত সর্বশেষ ‘টেক্কা’ সিনেমায় দেখা গেছে কলকাতা বাংলার সুপারস্টার দেবকে। সিনেমাটি বক্স অফিসে দারুণ আয় করতে সক্ষম হয়েছিলো। তবে মূলধারার বাণিজ্যিক সিনেমা ছিলো না ‘টেক্কা’। দীর্ঘদিন পর অ্যাকশন আবতারে আসছেন দেব। অনেকের মতে দেবের ‘খাদান’ সিনেমাটি হতে যাচ্ছে টলিউড বাণিজ্যিক সিনেমার সবচেয়ে বড় বাজীর ঘোড়া।

সাম্প্রতিক সময়ে টলিউডে বাণিজ্যিক সিনেমা নির্মান অনেকটা কমে গেছে। মাঝে জিত কয়েকটি সিনেমায় বাণিজ্যিক স্বাদ দেয়ার চেষ্টা করলেও, সেগুলো বক্স অফিসে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় আসছে ক্রিসমাসে মুক্তি পাচ্ছে দেবের ‘খাদান’ সিনেমাটি। এই সিনেমা টলিউড বাণিজ্যিক সিনেমার সবচেয়ে বড় বাজীর ঘোড়া হিসেবে আবির্ভুত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত এই সিনেমার টিজার। ‘সর্দারি অত সিধা বাত লয়, যে একা সব সয়, ওই সর্দার হয়…’, দেবের মুখে স্থানীয় ভাষায় এই সংলাপ ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। একটি খনির শহরকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির গল্প। এই শহরের পরতে পরতে জড়িয়ে আছে অপরাধ। বেশ লম্বা বিরতীর পর ‘খাদান’ সিনেমার মাধ্যমে আবারো মূলধারার অ্যাকশনে ফিরলেন দেব।

অভিনয়ের পাশাপাশি সিনেমাটির ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকাতেও আছেন দেব। কারখানার চিমনির ধোঁয়া, কয়লা খাদানে বিস্ফোরণ… তারই মধ্যে দেবের কণ্ঠে সংলাপ – ‘ফ্যামিলি লিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি?’ কুড়াল দিয়ে প্রতিপক্ষের বুক চেরা, রক্তক্ষরণ, হাতুড়ি মেরে মালগাড়ি থেকে কয়লা চুরি – পুরো টিজার জুড়েই ছিলো অ্যাকশনের ধামাকা।

সিনেমাটি টিজার প্রকাশের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে দেব লেখেন, ‘বাংলার সবচেয়ে বড় ছবি, আসছে এই বড়দিনে… বন্ধুত্বের এক মহাকাব্যিক যাত্রা শুরু।’ ক্ষমতা, লোভ এবং প্রতিহিংসার সংঘর্ষের গল্প দেখা যাবে রুপালী পর্দায়। এই সংঘর্ষে জমি খাদান হবে না শ্মশান – সেটা জানতে ক্রিসমাস পর্যন্ত অপেক্ষা করতে হবে দেব ভক্তদের। আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি।

প্রতি বছরই ক্রিসমাসে একটি করে সিনেমা দর্শকদের উপহার দেন দেব। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ক্রিসমাসে আসছে ‘খাদান’। ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ ও ‘সুরিন্দর ফিল্মস’-এর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন সুজিত দত্ত ওরফে রিনো। দেব ও যীশু ছাড়াও এতে আরো অভিনয় করেছেন বরখা, ইধিকা, অনির্বাণ ও অন্যান্যরা।

আরো পড়ুনঃ
একসাথে ১৮ সিনেমার ঘোষণা দিয়ে এসকে মুভিজের দুই বছরের ধামাকা
সৃজিতের ‘দশম আবতার’ দিয়ে শুরু হলো বাংলা সিনেমার প্রথম কপ ইউনিভার্স
প্রকাশ্যে দেবের ‘বাঘা যতীন’ সিনেমার নতুন পোস্টারঃ প্যান ইন্ডিয়া মুক্তি

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত