সাইমনের সাথে প্রিয়মনির ‘হাহাকার’: পরিচালনায় মোস্তাফিজুর রহমান মানিক

প্রিয়মনির ‘হাহাকার’

প্রিয়মনির ‘হাহাকার’

সম্প্রতি ‘হাহাকার’ নামে নতুন একটি সিনেমার ঘোষনা দিয়েছেন জাতীয় পুরষ্কার জয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মত জুটিবদ্ধ হয়ে বড় পর্দায় আসছেন সাইমন সাদিক এবং প্রিয়মনি। ইতিমধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই দুই তারকা। নির্মাতা সূত্রে জানা গেছে সুদীপ্ত সাইদ খানের গল্পে প্রিয়মনির ‘হাহাকার’ সিনেমাটির দৃশ্যধারন শুরু হবে চলতি মাসের শেষ সপ্তাহে।

সিনেমাটির কথা নিশ্চিত করে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘সাইমনের সঙ্গে আমার কাজের বন্ডিংটা ভালো। আমরা একসঙ্গে বেশ কিছু কাজ করেছি। আশা করছি আবারও ভালো কিছু করতে পারবো। আর প্রিয়মনিকে স্বাগত জানাচ্ছি। সে খুবই পরিশ্রমী একজন আর্টিস্ট। নতুনদের মধ্যে ভালো করছে। নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা রয়েছে তার মধ্যে। আমার বিশ্বাস, সাইমন-প্রিয়মনি জুটি এদেশের সিনেমাপ্রেমীদের মন জয় করতে পারবে।’

মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করেছেন সাইমন। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে এই পরিচালক-নায়ক জুটির ‘আনন্দ অশ্রু’ ও ‘এতো প্রেম এতো মায়া’। পছন্দের নির্মাতার সাথে ‘হাহাকার’ সিনেমাটি প্রসঙ্গে সাইমন বলেন, ‘ছবির গল্পটা দারুণ। মানিক ভাইকে নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এটুকু বলব, তাঁর পরিচালনায় কাজ করাটা সব সময়ই উপভোগ করি। প্রিয়মনি সম্পর্কে যতটা শুনেছি তিনি নতুনদের মধ্যে বেশ ভালো করার চেষ্টা করছেন। আশা করছি আমাদের পর্দা রসায়ন দর্শকের ভালো লাগবে।’

নতুন সিনেমা ‘হাহাকার’ এবং সায়মনের সাথে অভিনয় প্রসঙ্গে প্রিয়মনি বলেন, ‘মানিক ভাই ও সাইমন ভাই দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক ও অভিনেতা। তাঁদের সঙ্গে কাজ করতে পারলে আমি চলচ্চিত্র ও অভিনয়ের অনেক কিছুই শিখতে পারব।’

প্রসঙ্গত রাজু আলীমের ‌‘ভালোবাসা প্রজাপতি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নায়িকার খাতায় নাম লিখিয়েছিলেন প্রিয়মনি। তবে সিনেমাটি এখনো মুক্তি পায়নি। আর তার অভিনীত দ্বিতীয় সিনেমা অনন্য মামুনের ‘কসাই’ গত বছর ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। কিছুদিন আগে মাসুদ মহিউদ্দিন ও মাহামুদ হাসান শিকদারের নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক জিয়াউল রোশান।

আরো পড়ুনঃ
ঈদে আসছে ‘শান’: বক্স অফিসে মুখোমুখি শাকিব খান এবং সিয়াম আহমেদ
চলতি বছরের ঈদে আসছে দীপংকর দীপনের নতুন থ্রিলার ‘অপারেশন সুন্দরবন’
‘মুখোশ’ উম্মোচন করতে আগামী মার্চে আসছেন ক্রাইম রিপোর্টার পরী মনি

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত