২০২৪ সালে প্রযোজক ফিরোজ নাদিওয়ালা এবং অক্ষয় কুমার ‘ওয়েলকাম’ এবং ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব নির্মানের সিদ্ধান্ত নেন। ঘোষণার পর থেকেই ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’ এবং ‘হেরা ফেরি থ্রী’ সিনেমাগুলো নিয়ে আলোচনা তুঙ্গে। সম্প্রতি জানা গেছে আগামী ক্রিসমাসে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’ সিনেমাটি।
আহমেদ খান পরিচালিত এই সিনেমাটি বেশীরভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তৃতীয় পর্বের মাধ্যমে জনপ্রিয় এই কমেডি ফ্র্যাঞ্চাইজি এগিয়ে যাচ্ছে আরো একধাপ। তারকাবহুল এই সিনেমায় অক্ষয়ের সাথে আরো অভিনয় করছেন পারেশ রাওয়াল, সুনিল শেঠি, আরশদ ওয়ার্সি, সঞ্জয় দত্ত, রাভিনা টেন্ডন, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং লারা দত্ত সহ আরো অনেকে।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে ফিরোজ নাদিওয়ালা এবং অক্ষয় কুমার ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’ আগামী ক্রিসমাসে মুক্তির পরিকল্পনা করছেন। বিশাল আয়োজনে তারকায় ভরপুর এই সিনেমাটি ক্রিসমাসে মুক্তির জন্য উপযুক্ত বলে মনে করছেন নির্মাতারা। এছাড়া ইতিমধ্যে সিনেমাটির সিংহভাগ কাজ শেষ হয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে।
সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে, ‘সিনেমাটির ৭৫ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। দুই ঘণ্টার একটি ফুটেজের সম্পাদনাও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিশাল আয়োজনে নির্মিত এই সিনেমাটি নিয়ে সংশ্লিষ্টরা খুবই আশাবাদী। একটি অপ্রত্যাশিত অভিযানে দেখা যাবে সিনেমাটির অভিনেতা অভিনেত্রীদের। তাদের এই অভিযান জঙ্গলের মধ্য দিয়ে ভারত থেকে কাশ্মির পর্যন্ত যাবে।‘
সূত্রটি আরো জানিয়েছে যে, চলতি বছরের জুনের মধ্যে ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’ সিনেমার দৃশ্যধারন শেষ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিবেন নির্মাতারা। আর সবকিছু ঠিক থাকলেও ক্রিসমাস উপলক্ষ্যে বড় পর্দায় মুক্তি পাবে এটি। ইতিমধ্যে দৃশ্যধারন শেষ হওয়া অংশের ভিএফএক্সের কাজ পুরোদমে চলছে। বাকী অংশেও ব্যাপক ভিএফএক্সের কাজ থাকবে বলে জানিয়েছে সূত্রটি।
অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী কমেডি সিনেমা হতে যাচ্ছে। তারকাবহুল হওয়ার কারনে সিনেমাটি নিয়ে ইতিমধ্যে সবার আগ্রহ আকাশচুম্বী। এই সিনেমায় বেশ কিছু মজার মজার গল্প এবং ওয়ান-লাইনার রয়েছে। অক্ষয়ের পাশাপাশি এর অন্য তারকাদের কমেডি দৃশ্য দর্শকদের মজার অভিজ্ঞতা হিসেবে আবির্ভুত হতে যাচ্ছে।
উল্লেখ্য যে, ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’ ছাড়াও ২০২৫ সালে অক্ষয়ের আরো দুটি কমেডি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাগুলো হচ্ছে ‘হাউজফুল ৫’ এবং ‘জলি এলএলবি থ্রী’। অন্যদিকে জানুয়ারিতে মুক্তি পাচ্ছে এই তারকার নতুন সিনেমা ‘স্কাই ফোর্স’। এরিয়েল অ্যাকশন গল্পের এই সিনেমাটির ট্রেলার ইতিমধ্যে প্রকাশ করেছেন নির্মাতারা। সব মিলিয়ে ২০২৫ সালে চারটি সিনেমা নিয়ে আসছেন খিলাড়ি।
অন্যদিকে, অক্ষয় কুমার বর্তমানে প্রিয়দর্শন পরিচালিত ‘ভূল বাংলো’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। হরর কমেডি গল্পের সিনেমাটি আগামী বছরের এপ্রিলে মুক্তির কথা রয়েছে। এছাড়া ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’ সিনেমার পর অক্ষয় একই প্রযোজকের ‘হেরা ফেরি থ্রী’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। ২০২৫ সালের ডিসেম্বরে সিনেমাটির দৃশ্যধারন শুরু কথা রয়েছে।
আরো পড়ুনঃ
এবার অ্যাটলি কুমারের সিনেমায় অভিনয় করছেন শাহীদ কাপুর!
‘থ্রী ইডিওটস’ এবং ‘মুন্না ভাই’ সিক্যুয়েল নিশ্চিত করলেন বিনোদ চোপড়া
সানি দেওলের ‘লাহোরঃ ১৯৪৭’ মুক্তির তারিখ চূড়ান্ত করছেন আমির খান!