যে কারনে সাত মাস ধরে চুল কাটেননি চিত্রনায়ক সিয়াম আহমেদ!

চুল কাটেননি চিত্রনায়ক সিয়াম

শাকিব খানের পর ঢালিউডে যে কয়েকজন চিত্রনায়ক দেশীয় সিনেমায় সম্ভাবনার জানান দিয়েছেন তাদের মধ্যে সিয়াম আহমেদ অন্যতম। ইতিমধ্যে চলচ্চিত্রে ছয় বছর পার করেছেন এই অভিনেতা। বেশ লম্বা সময় ধরে পর্দায় অনুপস্থিত সিয়াম। সাম্প্রতিক সময়ে অগোছালো লম্বা চুলে দেখা গেছে তাকে। অবশেষে জানা গেলো, যে কারনে সাত মাস ধরে চুল কাটেননি চিত্রনায়ক সিয়াম আহমেদ!

বর্তমানে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ নামের একটি সিনেমা মুক্তি অপেক্ষায় রয়েছে। গত বছর মুক্তির কথা থাকলেও সেটি আর হয়ে উঠেনি। তবে চলতি বছরে ‘জংলি’ সিনেমাটি মুক্তির কথা নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক। ‘জংলি’ সিনেমায় নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করতে হয়েছে এই অভিনেতাকে।

এই সিনেমায় নিজের চরিত্রটির প্রয়োজনে ভীষণ ত্যাগ স্বীকারের কথাও জানিয়েছেন তিনি। এম রহিম পরিচালিত এই সিনেমার কাজ শুরু হয়েছিলো ২০২৪ সালের প্রথমভাগে। গত বছরের ঈদুল ফিতরে এর একটি ফার্স্টলুক প্রকাশও করেছিলেন নির্মাতারা। সে বছরের ঈদুল আযহায় এটি মুক্তি কথা জনিয়েছিলেন নির্মাতারা। তবে কাজ শেষ না হওয়ায় ঘোষিত মুক্তি পায়নি ‘জংলি’।

তবে এখনো সিনেমাটি মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা দেননি নির্মাতারা। এদিকে সম্প্রতি এর নির্মাতা এম রাহিম জানিয়েছেন খুব শীগ্রই ‘জংলি’ মুক্তি তারিখ ঘোষণা করা হবে। আর সেই ঘোষণায় চমক থাকবে বলেও জানিয়েছেন এই পরিচালক। এই সিনেমায় নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে সাত মাস ধরে চুল কাটেননি বলে জনাইয়েছেন চিত্রনায়ক সিয়াম।

এতে নিজের চরিত্রটি প্রসঙ্গে সিয়াম আহমেদ ফেসবুকে লিখেন, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। জংলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এ বছর। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবু প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি।‘

দর্শকদের নতুন কিছু উপহার দেয়ার লক্ষ্যে নিজের চেষ্টার কথা উল্লেখ করে বাকিটা দর্শকের হাতে ছেড়ে দিয়েছেন সিয়াম আহমেদ। ফেলে আসা বছরের সবটুকু ‘জংলি’ সিনেমার নামে করে দিয়েছেন বলেও ফেসবুকে করেছেন তিনি। চলতি বছরে এই সিনেমা মুক্তির কথা নিশ্চিত করে সবাইকে প্রেক্ষাগৃহে সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন সিয়াম।

উল্লেখ্য যে, ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। আর সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান। গুঞ্জন অনুযায়ী, আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ‘জংলি’। সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। শেষ পর্যন্ত শাকিব খান এবং আফরান নিশোর সাথে পর্দা লড়াইয়ে সিয়াম নামেন কিনা সেটা সময়ই বলে দিবে।

আরো পড়ুনঃ
‘বরবাদ’ সিনেমায় এবার শাকিব খানের সঙ্গী ওপার বাংলার রিয়া
সিনেমা থেকে বাদ পরে বাংলাদেশী পরিচালকের সমালোচনায় ঋতুপর্ণা
প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের গল্পে ‘পিনিক’: ভিন্ন চরিত্রে বুবলী

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত