আগামী ঈদে আবারো বক্স অফিসে মুখোমুখি শাকিব এবং নিশো

আগামী ঈদে আবারো বক্স

আরো একটি ঈদ, আরো একটি বক্স অফিস সংঘর্ষ! ২০২৩ সালের ঈদুল আযহায় মুক্তি পেয়েছিলো আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। সে বছর ঈদে মুক্তি পেয়েছিলো মোট পাঁচটি সিনেমা, যার মধ্যে ‘সুড়ঙ্গ’ ছাড়াও ছিলো শাকিব খানের ‘প্রিয়তমা’। জানা গেছে আগামী ঈদে আবারো বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন শাকিব খান এবং আফরান নিশো।

‘সুড়ঙ্গ’ এর পর আফরান নিশোর দ্বিতীয় সিনেমা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার ভক্তরা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের পরবর্তী সিনেমার ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। আগামী ঈদে মুক্তি পাচ্ছে আফরান নিশো অভিনীত নতুন সিনেমা ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমাটিতে নিশোর বিপরীতে আছেন তমা মির্জা এবং সুনেরাহ বিনতে কামাল।

এদিকে আগেই জানা গিয়েছিলো আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত অ্যাকশন সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এখনো না পাওয়া গেলেও, ঈদে মুক্তি নিশ্চিত বলে জানা গেছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ‘প্রিয়তমা’র পর আবারো জুটিবদ্ধ হচ্ছেন শাকিব এবং ইধিকা।

ইতিমধ্যে ভারতের মুম্বাইয়ে শেষ হয়েছে সিনেমাটির প্রথম লটের দৃশ্যধারন। জানা গেছে এর বেশীরভাগ দৃশ্যের চিত্রায়ন হবে ভারতে। অ্যাকশন গল্পের এই সিনেমাটিতে খলচরিত্রে অভিনয় করছেন কলকাতা বাংলার অভিনেতা যীশু সেনগুপ্ত। আর সিনেমাটির একটি আইটেম গানে থাকছেন নুসরাত জাহান। সিনেমাটির টেকনিক্যাল বিভাগে কাজ করছে ভারতের টিম।

অন্যদিকে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির যৌথ প্রযোজনায় ‘দাগি’ শিহাব শাহীনের দ্বিতীয় সিনেমা। জানা গেছে নিশোর চরিত্রটিকে কেন্দ্র করেই আবর্তিত হবে ‘দাগি’ সিনেমার গল্প। এতে ফুটে উঠবে মুক্তি ও প্রায়শ্চিত্যের উপাখ্যান। ঈদে মুক্তির লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যে শুরু হয়েছে ‘দাগি’ সিনেমার দৃশ্যধারনা।

গত বছর ঈদে ‘প্রিয়তমা’ এবং ‘সুড়ঙ্গ’ মুক্তির মাধ্যমে জমজমাট হয়ে উঠেছিল সারাদেশের প্রেক্ষাগৃহগুলো। প্রথম দুইদিনে একক পর্দার প্রেক্ষাগৃহ সহ বেশীরভাগ পর্দা ‘প্রিয়তমা’ সিনেমার দখলে। অন্যদিকে মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকদের ভালো সাড়া পেয়েছে নিশোর ‘সুড়ঙ্গ’। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচক ও ভক্তরা মুখর ছিলেন এই দুই সিনেমা নিয়ে আলোচনায়।

‘সুড়ঙ্গ’ সিনেমাটির সবচেয়ে বড় শক্তি ছিলেন নির্মাতা রায়হান রাফী। নিশোর চেয়ে সিনেমাটি রায়হান রাফীর কারনে মূলত আলোচনায় ছিলো। এবার নিশোর দ্বিতীয় সিনেমাটি পরিচালনা করছেন শিহাব শাহীন। তবে ‘সুড়ঙ্গ’ এবং ‘দাগি’ দুই সিনেমারই প্রযোজনা প্রতিষ্ঠান একই। এখন গল্প ও চিত্রনাট্যে ‘দাগি’ সিনেমাটি ‘সুড়ঙ্গ’র সমপর্যায়ের হতে পারবে কিনা সেটা সময়ই বলে দিবে।

অন্যদিকে, ‘প্রিয়তমা’ সিনেমাটি ছিলো রোম্যান্টিক গল্পের। আর ‘বরবাদ’ নির্মিত হচ্ছে অ্যাকশন গল্পে। ‘তুফান’-এর বিশাল সাফল্যের পর আবারো বড় বাজেটের অ্যাকশন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন দেশীয় সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান। এছাড়া নির্মাতা হৃদয় এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে বেশ গোপনীয়তা নিয়ে কাজ করছেন। সিনেমাটি নিয়ে শাকিব খানও বেশ আত্মবিশ্বাসী।

আগামী ঈদে আবারো বক্স অফিসে দারুণ কিছুর প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। শাকিব খানের ‘বরবাদ’ এবং আফরান নিশোর ‘দাগি’ নিঃসন্দেহে আরো একটি উপভোগ্য ঈদ মৌসুম উপহার দিতে যাচ্ছে দেশীয় সিনেমার ভক্তদের। সিনেমায় শাকিব খানের উপস্থিতিই বিশাল কিছু। অন্যদিকে ‘দাগি’ সিনেমাটিই প্রমাণ করবে বড় পর্দার তারকা হিসেবে নিশো উপযুক্ত না ‘সুড়ঙ্গ’ পুরোটাই ছিলো রাফীর ম্যাজিক!

আরো পড়ুনঃ
শাকিব খানকে নিয়ে রাফীর ‘তাণ্ডব’: জানুয়ারিতে শুরু হচ্ছে দৃশ্যধারন
দুই নায়িকাকে নিয়ে শুরু হলো আফরান নিশোর দ্বিতীয় সিনেমা ‘দাগী’
ঈদে আসছে শাকিব খানের ‘বরবাদ’: শেষ হলো প্রথম লটের দৃশ্যধারন

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত