শুরু হয়ে গেছে বিশ্বব্যাপী ‘পুষ্পা’ ঝড়ঃ প্রকাশ্যে আসছে ট্রেলার

শুরু হয়ে গেছে বিশ্বব্যাপী

২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিলো তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা – পার্ট ১: দ্য রাইজ’। প্যান ইন্ডিয়া ব্লকবাস্টার এই সিনেমাটির দ্বিতীয় পর্ব নিয়ে এরপর থেকেই সবার আগ্রহ আকাশচুম্বী। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে আসছে ‘পুষ্পা ২’ সিনেমার ট্রেলার। তবে ট্রেলার প্রকাশের আগেই শুরু হয়ে গেছে বিশ্বব্যাপী ‘পুষ্পা’ ঝড়।

‘পুষ্পা’ সিনেমাটির দারুণ সাফল্যে তেলুগু সিনেমার আঞ্চলিকতার সীমানা পেরিয়ে প্যান ইন্ডিয়া নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছিলনে আল্লু অর্জুন। আগামী ৫ই ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সস্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা ‘পুষ্পা – দ্যা রুলঃ পার্ট ২’। ১৭ই নভেম্বর সন্ধ্যায় বিশাল আয়োজনে প্রকাশ করা হবে এর ট্রেলার।

ট্রেলার প্রকাশের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে বিশাল আয়োজন সম্পন্ন করেছেন নির্মাতারা। বিহারের পাটনাকে একটি ইভেন্টের মাধ্যমে দর্শকদের সামনে প্রকাশ করা হবে এই ট্রেলার। সেই সাথে একাধিক শহরে দেখানো হবে ‘পুষ্পা ২’ ট্রেলার। সিনেমাটির ট্রেলার প্রকাশ উপলক্ষ্যে ভারতের বড় শহরগুলোতে বিশাল বিশাল বিলবোর্ড স্থাপন করেছেন নির্মাতারা।

এদিকে ট্রেলার প্রকাশের আগেই, নতুন নতুন রেকর্ড গড়তে শুরু করেছে আল্লু অর্জুনের এই সিনেমা। ৪ঠা ডিসেম্বর যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে সিনেমাটির প্রিমিয়ার। প্রিমিয়ারের টিকেট বিক্রিতে ইতিমধ্যে একাধিক রেকর্ড গড়েছে এটি। দ্রুততম সময়ে ৩০ হাজারের বেশী টিকেট বিক্রির রেকর্ড গড়েছে ‘পুষ্পা ২’। আর প্রিমিয়ারের টিকেট বিক্রি থেকে ইতিমধ্যে নির্মাতাদের আয় হয়েছে ৮৫২,০০০ মার্কিন ডলার।

মুক্তি প্রতীক্ষিত যেকোন সিনেমার দর্শক আগ্রহ বিবেচনার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে বুক মাই শো। সেখানেও সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে সিনেমাটি। অনলাইন টিকেট প্লাটফর্ম বুক মাই শো এবং পেটিএম-এ ইতিমধ্যে ১০ লাখের বেশী মানুষ ‘পুষ্পা ২’ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ট্রেলার প্রকাশের পর এই সংখ্যা কততে পৌঁছাবে সেটাই এখন দেখার বিষয়।

মোট ছয়টি ভাষায় প্যান ইন্ডিয়া মুক্তি পাচ্ছে ‘পুষ্পা – দ্যা রুলঃ পার্ট ২’। ভারতের বাইরে প্রায় ৩,০০০ লোকেশনে মুক্তি পাবে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। বিশ্বব্যাপী দর্শকদের জন্য দুর্দান্ত একটি সিনেম্যাটিক অভিজ্ঞতার ব্যাপারে নির্তারা দারুণ আত্মবিশ্বাসী। এখন পর্যন্ত প্রাপ্ত হিসেবে আগামী ডিসেম্বরে বিশ্বব্যাপী ১১,৫০০ পর্দায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক পর্দায় মুক্তির মাধ্যমে সিনেমাটির বক্স অফিস নিয়ে সবার প্রত্যাশা বেড়েছে কয়েকগুণ। ১১,৫০০ পর্দার মধ্যে ভারতে মুক্তি পাচ্ছে ৬,৫০০ পর্দায়। আর আন্তর্জাতিক বাজারে সিনেমাটি মুক্তি পাচ্ছে ৫,০০০ পর্দায়। এদিকে সব ধরণের স্বত্ব থেকে ইতিমধ্যে এই সিনেমার প্রযোজকদের পকেটে ঢুকেছে ১,০৮৫ কোটি রুপি।

উল্লেখ্য যে, সুকুমার পরিচালিত এই সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এছাড়া সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, প্রকাশ রাজ, জগপতি বাবু এবং জগদীশ প্রতাপ বন্দরী সহ আরো অনেকে। মিথ্রি মুভি মেকার্স প্রযোজিত এই সিনেমাটি শেষ পর্যন্ত দর্শকদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে এখন সেটাই দেখার বিষয়।

আরো পড়ুনঃ
বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক পর্দায় মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’
‘পুষ্পা ৩’ নিশ্চিত: দ্বিতীয় পর্বেই থাকছে ভক্তদের জন্য অসাধারণ ইঙ্গিত!
নির্ধারিত তারিখেই মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা – পার্ট ২: দ্য রুল’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত