শুরু হচ্ছে মহেশ বাবুকে নিয়ে রাজামৌলীর নতুন সিনেমার কাজ

এস এস রাজামৌলী বর্তমানে প্যান ইন্ডিয়ান সিনেমার সবচেয়ে বড় নাম। ‘বাহুবলী’ সিনেমাটির দুটি পর্ব বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছিলো। এরপর এই নির্মাতার ‘আরআরআর’ সিনেমাটিও বক্স অফিসে আলোড়ন তুলতে সক্ষম হয়েছিলো। আগেই জানা গিয়েছিলো এই নির্মাতার পরের সিনেমায় অভিনয় করছেন মহেশ বাবু। দীর্ঘ অপেক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, শীগ্রই শুরু হচ্ছে রাজামৌলীর নতুন সিনেমার কাজ।

নাম ঠিক না হওয়া এই সিনেমাটি বর্তমানে ‘এসএসএমবি ২৯’ হিসেবে পরিচিত। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে আগামী বছরের জানুয়ারিতে শুরু হচ্ছে রাজামৌলীর নতুন সিনেমার দৃশ্যধারনের কাজ। দুর্দান্ত একটি অ্যাডভেঞ্চার গল্পে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমাটি। মহেশ বাবু সাথে একাধিক আন্তর্জাতিক শিল্পীদের বহুল আলোচিত সিনেমা দেখা যাবে বলেও নিশ্চিত হওয়া গেছে।

‘আরআরআর’ সিনেমাটির ঐতিহাসিক সাফল্যের পর আবারো নির্মাতা হিসেবে ফিরছেন এই নন্দিত পরিচালক। ‘নাট্টু নাট্টু’ গানের জন্য একাডেমী পুরষ্কার জিতেছিলো ‘আরআরআর’ সিনেমাটি। মহেশ বাবুকে নিয়ে রাজামৌলীর নতুন সিনেমার সর্বশেষ খবরাখবর জানতে উদগ্রীব ছিলেন ভারতীয় সিনেমা ভক্তরা। ২০২৫ সালের জানুয়ারিতে দৃশ্যধারন শুরুর পর ২০২৮ সাল সিনেমাটি মুক্তি পেতে পারে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সুত্র।

মহেশ বাবুকে নিয়ে রাজামৌলীর নতুন সিনেমার প্রতি এই তারকার ভক্তদের প্রত্যাশা আকাশচুম্বী। আমাজন রেইনফরেস্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সিনেমাটির গল্প এবং চিত্রনাট্য। এই সিনেমার গল্প এবং চিত্রনাট্য নিয়ে দুই বছর ধরে কাজ করছেন বিজয়েন্দ্র প্রসাদ। এই লেখক জানিয়েছেন,  ‘এসএসএমবি ২৯’ দর্শকদের এমন একটি দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দেয়া হবে, যা আগে তারা কখনো ভারতীয় সিনেমায় দেখেননি।

মহেশ বাবুর পাশপাশি এই সিনেমায় ভারত এবং ভারতের বাইরের অনেক তারকাকে দেখা যেতে পারে। গুঞ্জন অনুযায়ী সিনেমাটির নাম হতে যাচ্ছে ‘গারুরা’। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু এখনো জানা যায়নি। রাজামৌলীর অবিশ্বাস্য সিনেমাটিক যাত্রার ধারাবাহিকতা থাকবে এই সিনেমায়। সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ এই মুহুর্তে দারুন গতিতে এগিয়ে যাচ্ছে। তেলুগু সিনেমার আরো একটি ধামাকা নিয়ে হাজির হচ্ছেন রাজামৌলী এবং মহেশ বাবু।

দুর্গা আর্টস-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন কেএল নারায়ণ। ‘এসএসএমবি ২৯’ মহেশ বাবুর কর্মজীবনে একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে উঠতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজামৌলী আগের সিনেমাগুলোর মত এটিও একাধিক ভারতীয় ভাষায় মুক্তি পাবে। এছাড়া বিদেশী ভাষায় অনুবাদের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। বিশ্বব্যাপী আরো একটি বক্স অফিস সুনামির অপেক্ষায় দর্শকরা।

আরো পড়ুনঃ
নির্ধারিত তারিখেই মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা – পার্ট ২: দ্য রুল’
ক্যারিয়ারের শেষ সিনেমার কাজ শুরু করলেন থালাপতি বিজয়
লোকেশ খানাগরাজের পরবর্তি সিনেমায় সুপারস্টার রজনীকান্ত

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত