মুক্তির পর বিশ্বব্যাপী বক্স অফিসে সুনামি হিসেবে হাজির হয়েছে ‘পুষ্পাঃ দ্যা রুল’। উদ্বোধনী দিনে সিনেমাটির আয় সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। প্রযোজকদের হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ২৯৪ কোটি রুপি। এদিকে দ্বিতীয় পর্বের শেষে ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। তবে এর জন্য আল্লু অর্জুন ভক্তদের করতে হবে লম্বা অপেক্ষা।
সাম্প্রতিক সময়ে ভারতীয় চলচ্চিত্রে ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলো রেকর্ড ভাঙ্গা গড়ার লড়াইয়ে নেমেছে। বিশেষ করে দক্ষিণের সিনেমাগুলোর বক্স অফিস ঝড় আলোড়ন তুলছে হিন্দি সিনেমার বাজারেও। ‘বাহুবলী ২’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার পর সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ‘পুষ্পাঃ দ্যা রুল’। আর তাই ইতিমধ্যে নির্মাতাদের পক্ষ্য থেকে নিশ্চিত হলো ‘পুষ্পা’ তৃতীয় পর্ব।
‘পুষ্পাঃ দ্যা রুল’ সিনেমার শেষে এর তৃতীয় পর্বের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বের নাম হচ্ছে ‘পুষ্পা থ্রিঃ দ্যা রেমপেজ’। ‘পুষ্পা ১: দ্যা রাইজ’ এবং ‘পুষ্পা ২: দ্যা রুল’ সিনেমাগুলোর মধ্যে সময়ের ব্যবধান ছিলো তিন বছর। তবে ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় পর্বের জন্য আল্লু অর্জুন ভক্তদের আরো বেশী সময় অপেক্ষা করতে হবে বলে জানা গেছে।
‘পুষ্পা’ সিরিজের প্রথম দুটি পর্বের দৃশ্যধারন একই সাথে করেছিলেন সুকুমার এবং আল্লু অর্জুন। দ্বিতীয় পর্বের অবশিষ্ট কাজগুলো তারা আরো একটু সময় নিয়ে শেষ করেছেন। প্রথম পর্বের সাফল্যের কারণে দ্বিতীয় পর্ব নিয়ে আরো বড় আয়োজনের প্রস্তুতি নিয়েছিলেন নির্মাতারা। মুক্তির পর দর্শকদের প্রত্যাশা পূরণে যে কোন কমতি রাখেননি সুকুমার, সেটারই প্রমাণ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট একটি সুত্র মতে, ‘পুষ্পা থ্রীঃ দ্যা রেমপেজ’ সিনেমার জন্য আরো ছয় বছর অপেক্ষা করতে হবে পুষ্পারাজের ভক্তদের। কারণ ইতিমধ্যে আল্লু অর্জুন এবং সুকুমার তাদের অন্যান্য সিনেমার কাজে ব্যস্ত থাকবেন। সে হিসেবে আগামী ২০২৮ বা ২০২৯ সালে শুরু হতে পারে ‘পুষ্পা’ তৃতীয় পর্বের কাজ। আর কাজ শেষ হয়ে সিনেমাটি মুক্তি পেতে আরো ২/৩ বছর সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‘পুষ্পা’ দ্বিতীয় পর্বের মুক্তির আগেই চূড়ান্ত হয়েছে এর তৃতীয় পর্ব… বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন।#FilmyMike #FilmyMike #telugucinema #Pushpa2TheRule #pushpa2 #AlluArjun #rashmikamandanna #Sukumar #vijaydevarakonda #mythrimoviemakers #Pushpa3Therampage pic.twitter.com/I6BuJPdGxw
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) December 3, 2024
কিছুদিনের মধ্যে আল্লু অর্জুন শুরু করতে যাচ্ছেন তার নতুন সিনেমার কাজ। ইতিমধ্যে এই তারকার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত একটি সিনেমাও রয়েছে। ইতিমধ্যে এই সিনেমাটির ব্যাপারে নির্মাতাদের সাথে আনুষ্ঠানিকতা শেষ করেছেন আল্লু অর্জুন। এছাড়া আরো কয়েকটি সিনেমা নিয়েও আলোচনা করছেন তিনি।
অন্যদিকে সুকুমার পরিচালিত পরবর্তি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তেলুগু সুপারস্টার রাম চরণ। রাম চরণ অভিনীত ‘গেম চেঞ্জার’ সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এরপর তিনি শুরু করবেন তার নতুন সিনেমার কাজ। সুকুমারের সাথে নাম ঠিক না হওয়া রাম চরণের সিনেমাটির কাজ আগামী বছরেই শুরু হতে যাচ্ছে।
উল্লেখ্য যে, ‘পুষ্পা ৩’ সিনেমায় বিজয় দেবেরকোন্ডার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এ ব্যাপারে নির্মাতাদের পক্ষ্য থেকে কিছুই এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে ‘পুষ্পাঃ দ্যা রেমপেজ’ সিনেমায় খলচরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বিজয়। সব কিছু ঠিক থাকলে ‘পুষ্পা’ তৃতীয় পর্বের মাধ্যমে বড় পর্দায় মুখোমুখি হতে যাচ্ছেন রাশমিকার পর্দার স্বামী এবং বাস্তবের প্রেমিক!
আরো পড়ুনঃ
মুক্তির আগেই যে রেকর্ড ভেঙ্গে দিলো আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’
বিশ্বব্যাপী বক্স অফিসে যে রেকর্ডগুলো তাড়া করবে ‘পুষ্পা ২’!
আগামী সংক্রান্তিতে ফিরে আসছে ২০১৯ সালের বক্স অফিস স্মৃতি!