‘কুলি’ মুক্তির পর নিজের ইউনিভার্সের সিনেমা শুরু করবেন লোকেশ

‘কুলি’ মুক্তির পর

ভারতীয় চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম সফল নির্মাতা লোকেশ খানাগরাজ। ‘কাইথি’, ‘বিক্রম’ এবং ‘লিও’ সিনেমার মাধ্যমে নিজস্ব একটি সিনেমাটিক ইউনিভার্স নির্মান করেছেন এই নির্মাতা। এরমধ্যে কামাল হাসান অভিনীত ‘বিক্রম’ সিনেমায় এই ইউনিভার্সের প্রধান খলনায়ক রোলেক্স চরিত্রে সুরিয়েকে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেন তিনি। নির্মানাধীন ‘কুলি’ মুক্তির পর নিজের ইউনিভার্সের পরবর্তি সিনেমা শুরু করতে যাচ্ছেন লোকেশ খানাগরাজ।

এই মুহুর্তে লোকেশ তার নির্মানাধীন ‘কুলি’ সিনেমা নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন তামিল সিনেমার কিংবদন্তী অভিনেতা রজনীকান্ত। ধারনা করা হয়েছিলো এই সিনেমাটিও তার লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হচ্ছে। তবে সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বিষয়টি অস্বীকার করেছেন এই নির্মাতা। ‘কুলি’ সম্পূর্ন আলাদা গল্পে নির্মিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

তবে লোকেশ জানিয়েছেন যে, ‘কুলি’ মুক্তির পর নিজের ইউনিভার্সের সিনেমা শুরু করবেন তিনি। তার ইউনিভার্সের পরের সিনেমাটি বিশাল পড়িসরে নির্মানেরও ইঙ্গিত দিয়েছেন লোকেশ। এই সিনেমায় তার ইউনিভার্সের সব তারকাকে একসাথে হাজির করতে যাচ্ছেন লোকেশ। সব কিছু ঠিক থাকলে, কামাল হাসান, থালাপতি বিজয়, কার্থি এবং সুরিয়াকে একসাথে পর্দায় দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শকরা।

এছাড়া রোলেক্স চরিত্রকে নিয়ে আলাদা একটি সিনেমা নির্মানের পরিকল্পনাও জানিয়েছেন নির্মাতা লোকেশ খানাগরাজ। এ প্রসঙ্গে উক্ত আলাপচারিতায় লোকেশ বলেন, ‘বিক্রম ক্লাইম্যাক্সকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমি রোলেক্সের দৃশ্যকে রেখে দিয়েছিলাম। যেহেতু, এর মাধ্যমে চরিত্রটি গতি পেয়েছে, আমি রোলেক্স নিয়ে সম্পূর্ন আলাদা একটি সিনেমা নির্মান করতে চাই।‘

আগেই জানা গিয়েছিলো এই ইউনিভার্সের পরবর্তি সিনেমা হতে যাচ্ছে ‘কাইথি ২’। সে হিসেবে এই সিনেমায়ই একসাথে হাজির হতে পারেন দক্ষিণের সব বড় তারকারা। তবে সেক্ষত্রে ‘লিও’ চরিত্রে অভিনয়কৃত থালাপতি বিজয় নিয়ে কিছুটা সংশয় রয়েছে। কারণ, নির্মিতব্য ‘থালাপতি ৬৯’ সিনেমার পর অবসরে যাচ্ছেন এই তারকা। তবে ‘কাইথি ২’ সিনেমায় সবার সাথে বিজয়কে দেখতে অপেক্ষায় থাকবেন সবাই।

উল্লেখ্য যে, লোকেশ খানাগরাজ পরিচালিত ‘কুলি’ সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। রজনীকান্ত অভিনীত সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলবে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। এই সিনেমায় একটি অতিথি চরিত্রে আমির খানের অভিনয়ের কথা রয়েছে। জানা গেছে, ইতিমধ্যে আমির খান তার সম্মতির কথা লোকেশকে জানিয়ে দিয়েছেন। আমির খানের উপস্থিতিতে সিনেমাটি হিন্দি দর্শকদের মাঝেও আগ্রহের জন্ম দিবে এতে কোন সন্দেহ নেই।

আরো পড়ুনঃ
একঝাক প্যান ইন্ডিয়া নায়িকা নিয়ে যশের নতুন সিনেমা ‘টক্সিক’
অবশেষে চূড়ান্ত হলো রাম চরনের ‘গেম চেঞ্জার’ সিনেমার মুক্তির তারিখ
রাজামৌলীর নতুন সিনেমায় খল চরিত্রে আমিরের পরিরবর্তে পৃথ্বীরাজ!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত