হৃতিক রোশনের ‘কৃষ ফোর’ সিনেমায় প্রত্যাবর্তন করছে এলিয়েন জাদু?

হৃতিক রোশনের ‘কৃষ ফোর’

‘কৃষ ফোর’ সিনেমার জন্য ব্যাপক আগ্রহের সাথে অপেক্ষা করছেন হৃতিক রোশনের ভক্তরা। কিছুদিন আগে এই ফ্র্যাঞ্চাইজির নির্মাতা রাকেশ রোশন জানিয়েছিলেন খুব শীগ্রই এর আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে হাজির হবেন তিনি। এদিকে হৃতিক রোশনের ‘কৃষ ফোর’ সিনেমায় জাদুর প্রত্যাবর্তন নিয়ে চলছে ব্যাপক গুঞ্জন। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন রাকেশ রোশন।

এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ছিলো ‘কই মিল গ্যায়া’। এতে হৃতিকের পাশাপাশি এলিয়েন জাদু দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিলো। পরবর্তিতে এই ফ্র্যাঞ্চাইজির ‘কৃষ’ এবং ‘কৃষ থ্রী’ মুক্তি পেলেও সিনেমাগুলোতে জাদুকে দেখা যায়নি। গুঞ্জন অনুযায়ী, ফ্রায়ঞ্চাজির চতুর্থ সিনেমা ‘কৃষ ফোর’-এ প্রত্যাবর্তন করছে এলিয়েন জাদু।

সম্প্রতি মুভি টকিজ নামে একটি সংবাদ মাধ্যমের সাথে এক আলাপচারিতায় বিষয়টি নিয়ে কথা বলেছেন নির্মাতা রাকেশ রোশন। হৃতিক রোশনের ‘কৃষ ফোর’ সিনেমায় জাদুর প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘না না, আমি এ ব্যাপারে কিছুই বলতে চাই না। কিন্তু আমাদের চিত্রনাট্য ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। আমার কাছে একটি প্লট আছে এবং আমি এটি নিয়ে খুশি।‘

তবে খুব শীগ্রই সিনেমাটির কাজ শুরু হতে যাচ্ছে বলে উক্ত আলাপচারিতায় নিশ্চিত করেছেন রাকেশ রোশন। মূলত বাজেট সংক্রান্ত কারনেই এটির নির্মান কাজ শুরু হতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিশাল আয়োজনে এটি নির্মানের পরিকল্পনা করছেন তিনি। আর বাজেটের ব্যাপারে সমঝোতা করলে, গল্পে এর নেতিবাচক প্রতিক্রিয়া পরবে বলে মনে করছেন তিনি।

যেহেতু ‘কৃষ ফোর’ সিনেমাটি প্রচণ্ড বাজেট নির্ভর তাই তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নিতে চান না বলে জানিয়েছেন রাকেশ রোশন। গল্প এবং নির্মানে কোন ধরণের সমঝোতা করতে চান না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমি এর বাজেট এবং স্কেল নিশ্চিত করতে চাই। এরপরই শুধুমাত্র এর কাজ শুরু করবো’।

‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির আগের তিনটি সিনেমাই পরিচালনা করেছিলেন রাকেশ রোশন। তবে চতুর্থ পর্ব তিনি পরিচালনা করবেন বলে জানিয়েছে এই নির্মাতা। এ প্রসঙ্গে অন্য একটি আলাপচারিতায় রাকেশ রোশন বলেন, ‘আমার মনে হয়না আমি আর কোন সিনেমা পরিচালনা করবো’। এর মাধ্যমে পরিচালক হিসেবে অবসরের ঘোষণাও দিয়ে দেন জনপ্রিয় এই নির্মাতা।

বর্তমানে হৃতিক রোশন যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘ওয়ার ২’ সিনেমার কাজে ব্যাস্ত সময় পার করছেন। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করছেন কিয়ারা আদভানী এবং তেলুগু সুপারস্টার এনটিআর জুনিয়র। আগামী ১৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে এটি। ধারণা করা হচ্ছে ‘ওয়ার ২’ সিনেমার পর ‘কৃষ ফোর’ হতে যাচ্ছে হৃতিকের পরবর্তী সিনেমা।

আরো পড়ুনঃ
রঘু চরিত্রে ফিরছেন সঞ্জয় দত্তঃ আসছে মহেশ মাঞ্জরেকরের ‘বাস্তব ২’
আগামী ক্রিসমাসে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’
হরর কমেডি ইউনিভার্সের সিনেমা ফিরিয়ে দিলেন শাহরুখ খান!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত