‘স্ত্রী ২’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর হরর কমেডি ইউনিভার্স নিয়ে বিশাল পরিকল্পনা হাতে নিয়েছেন দীনেশ ভিজান এবং অমর কৌশিক। ২০২৮ সাল পর্যন্ত এই ইউনিভার্সের আটটি সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতারা। এরমধ্যে একটি সিনেমার জন্য শাহরুখ খানের আলোচনা করেছিলেন তারা। তবে জানা গেছে হরর কমেডি ইউনিভার্সের সিনেমা ফিরিয়ে দিয়েছেন বলিউড বাদশা।
হরর-কমেডি ইউনিভার্সের সিনেমাগুলোর মধ্যে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কাজ করছেন নির্মাতারা। তবে শাহরুখ খানের সাথে হরর কমেডি ছাড়াও আরো কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন দীনেশ ভিজান এবং অমর কৌশিক। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, একাধিক আলোচনার পর অবশেষে আপাতত হরর ইউনিভার্সের সিনেমাকে না বলেছেন শাহরুখ খান।
প্রকাশিত খবরে জানা গেছে, ম্যাডডক ফিল্মস তাদের ‘চামুণ্ডা’ সিনেমার জন্য শাহরুখ খানকে প্রস্তাব দিয়েছিলো। সিনেমাটি ২০২৬ সালে মুক্তির কথা রয়েছে। সিনেমাটির একটি চরিত্রের জন্য শাহরুখ খানকে চাচ্ছিলেন নির্মাতারা। আরো জানা গেছে, প্রস্তাবিত এই চরিত্রটি হরর কমেডি ইউনিভার্সের ভবিষ্যৎ গতিবিধি ঠিক করবে।
হরর-কমেডি ইউনিভার্সের ‘চামুণ্ডা’ সিনেমায় শাহরুখ খানকে প্রস্তাব প্রসঙ্গে একটি সুত্র বলেছে, ‘সিনেমায় শাহরুখ খানকে চামুণ্ডা নির্মানের পরিকল্পনা করেছিলেন পরিচলাক অমর কৌশিক। সিনেমাটিতে আলিয়া ভাটের সাথে অন্যতম প্রধান চরিত্রে শাহরুখ খানকে প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে বিষয়গুলো প্রত্যাশা অনুযায়ী শেষ পর্যন্ত হয়নি।‘
উক্ত সূত্রে জানা গেছে ইতিমধ্যে প্রতিষ্ঠিত কোন ইউনিভার্সের অংশ হতে চান না শাহরুখ খান। এর পরিবর্তে ম্যাডডক ফিল্মস এবং অমর কৌশিকের সাথে নতুন কিছু নিয়ে কাজ করতে আগ্রহী এই সুপারস্টার। তিনি দীনেশ ভিজান এবং অমর কৌশিককে নতুন কোন বিষয় নিয়ে আসার জন্য অনুরোধ করেছেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট একটি সুত্র।
হরর কমেডি ইউনিভার্সের সিনেমা ‘চামুণ্ডা’ শাহরুখ খান ফিরিয়ে দেয়ার পর এই চরিত্রের জন্য নতুন একজন তারকা খুঁজছেন নির্মাতারা। তবে ম্যাডডক ফিল্মস এবং অমর কৌশিকের সাথে শাহরুখ খানের কাজের সম্ভাবনার ইতি এটি এটি। কারণ ভবিষ্যতে অমর কৌশিকের সাথে নতুন বিষয় নিয়ে শাহরুখ খানের কাজের আলোচনা চলছে।
উল্লেখ্য যে, শাহরুখ খানের সাথে যে কয়েকটি বিষয় নিয়ে সিনেমা নির্মানের পরিকল্পনা করছেন অমর কৌশিক, সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে ‘চামুণ্ডা’। সিনেমাটিতে এই চরিত্রের গুরুত্ব বিবেচনায় বলিউড বাদশাকে প্রস্তাব দিয়েছিলেন নির্মাতারা। তবে আপাতত হরর ইউনিভার্সে আসছেন না শাহরুখ খান। আশা করা হচ্ছে খুব শীগ্রই অমর কৌশিকের সিনেমায় দেখা যাবে কিং খানকে।
আরো পড়ুনঃ
দীনেশ ভিজানে হরর-কমেডি ইউনিভার্সে যুক্ত হচ্ছেন কিয়ারা আদভানি!
শুরু হচ্ছে শাহরুখ খানের ‘কিং’: বড় আয়োজনের প্রস্তুতি সুজয় ঘোষের
দীনেশ ভিজানের প্রযোজনায় নতুন হরর থ্রিলার সিনেমায় আলিয়া ভাট