যশ রাজ ফিল্মসের অবিশ্বাস্য প্রস্তুতিঃ প্রেক্ষাগৃহ মাতাতে আসছে যত সিনেমা

যশ রাজ ফিল্মসের অবিশ্বাস্য

ভারতের অন্যতম প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। কয়েক দশক ধরে বিশাল ক্যানভাসের সিনেমা দিয়ে ভারতীয় দর্শকদের মাত করে আসছে প্রতিষ্ঠানটি। মহামারী পরবর্তি সময়ে যশ রাজ ফিল্মসের ব্যবসা কিছুটা মন্দা ছিলো। তবে সিনেমা নির্মানের ক্ষেত্রে আদিত্য চোপড়ার নতুন কৌশলে দারুণভাবে ঘোরে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, আগামী কয়েক বছর প্রেক্ষাগৃহে মাতাতে যশ রাজ ফিল্মসের অবিশ্বাস্য প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে, যশ রাজ ফিল্মসের অবিশ্বাস্য প্রস্তুতি সবাইকে চমকে দিবে। সূত্রটি থেকে জানা গেছে আগামী তিন বছরে মোট নয়টি সিনেমা মুক্তি দিতে যাচ্ছেন প্রতিষ্ঠানটির কর্নধার আদিত্য চোপড়া। এই সিনেমাগুলোতে দেখা যাবে বলিউড সহ ভারতের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় তারকাকে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে থেকে ধারাবাহিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাগুলো।

সংশ্লিষ্ট সেই সূত্রটি জানিয়েছে, নির্মানাধীন এবং নির্মিতব্য সিনেমাগুলো মধ্যে রোম্যান্টিক, অ্যাকশন এবং কমেডি – সব ধরনের সিনেমাই থাকবে। সব ধরনের বিষয়বস্তু এবং দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নির্মিত হবে সিনেমাগুলো। তারকাখ্যাতিকে ব্যবহারের মাধ্যমে সিনেমার বানিজ্যের পাশাপাশি গুণগত মানকেও প্রাধান্য দেয়া হবে। যশ রাজ ফিল্মসের অবিশ্বাস্য প্রস্তুতি নিশ্চিত করে যে, বড় পর্দার জন্য সিনেমার আন্দোলনে নেতৃত্ব দিতে আদিত্য চোপড়া প্রতিশ্রুতিবদ্ধ।

যশ রাজ ফিল্মসের অবিশ্বাস্য প্রস্তুতির প্রথম প্রকাশ হতে যাচ্ছে ‘ওয়ার ২’। হৃতিক রোশন, এনটিআর জুনিয়র, কিয়ারা আদভানি এবং অনিল কাপুর অভিনীত এই সিনেমাটি ২০২৫ সালের স্বাধীনতা দিবস সপ্তাহান্তে মুক্তি পাবে। স্পাই ইউনিভার্সের নতুন এই সিনেমাটি পরিচালনা করছেন ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত নির্মাতা অয়ন মুখার্জি। বলিউড এবং তেলুগুর বড় দুই তারকার উপস্থিতিতে আগামী বছরের সর্বোচ্চ আয়ের সিনেমায় তালিকায় এটি নাম লিখাবে বলে মনে করছেন সবাই।

এরপর ২০২৫ সালের ক্রিসমাসে মুক্তি পেতে যাচ্ছে স্পাই ইউনিভার্সের পরবর্তি সিনেমা ‘আলফা’। এর মাধ্যমে স্পাই ইউনিভার্সের নারী স্পাই ভিত্তিক সিনেমার যাত্রা শুরু হতে যাচ্ছে। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট এবং সর্বরী ওয়াহ। শিভ রাওয়ালি পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন ববি দেওল এবং অনিল কাপুর। এছাড়া সিনেমাটিতে একটি বর্ধিত অতিথি চরিত্রে হৃতিক রোশনের অভিনয়ের কথা শোনা যাচ্ছে।

‘ওয়ার ২’ এবং ‘আলফা’ ছাড়া ২০২৫ মুক্তি পাবে যশ রাজ ফিল্মসের নাম ঠিক না হওয়া একটি রোম্যান্টিক সিনেমা। মোহিত সুরি পরিচালিত এই সিনেমার মধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন আহান পাণ্ডে। ২০২৫ থেকে ২০২৬ – এই দুই বছরের আরো একটি ফ্র্যাঞ্চাইজির সিনেমা মুক্তির প্রস্তুতি নিচ্ছে এই প্রতিষ্ঠানটি। এই তৃতীয় ফ্র্যাঞ্চাইজির সিনেমাটি হচ্ছে রানী মুখার্জি অভিনীত ‘মারদানি ৩’। ২০২৫ সালের মার্চে এই সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

২০২৩ সালে ‘পাঠান’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর এবার এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ খান। জানা গেছে ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের প্রথম দিকে শুরু হবে ‘পাঠান ২’ সিনেমার কাজ। শাহরুখ খানকে নিয়ে ‘পাঠান ২’ আরো বড় পড়িসরে নির্মানের পরিকল্পনা করেছেন আদিত্য চোপড়া। ইতিমধ্যে ‘পাঠান ২’ সিনেমাটির চিত্রনাট্য চূড়ান্ত করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন শ্রীধর রাঘভ। এর মাধ্যমে স্পাই ইউনিভার্সে নতুন একটি ধারা তৈরি হতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া আগামী তিন বছরের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য যশ রাজ ফিল্মসের অবিশ্বাস্য প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ন সিনেমা হচ্ছে ‘ধুম ৪’। এই সিনেমাটির মাধ্যমে ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি নতুন করে সাঁজাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। রনবীর কাপুরকে প্রধান চরিত্রে ইতিমধ্যে নিশ্চিত করেছেন আদিত্য চোপড়া। সেই সাথে এই ফ্র্যাঞ্চাইজির অন্য দুটি চরিত্র জয় এবং আলী হিসেবে দেখা যাবে নতুন দুই তারকাকে। ২০২৫ সালের মাঝামাঝি ‘ধুম ৪’ সিনেমার দৃশ্যধারন শুরু হবে বলে জানা গেছে।

অন্যদিকে যশ রাজ ফিল্মসের ব্যানারে একটি বাণিজ্যিক সিনেমা নির্মান করতে যাচ্ছেন আলী আব্বাস জাফর। ২০২৫ সালের শেষ ভাগে এই সিনেমাটির কাজ শুরু কথা রয়েছে। আর যশ রাজ ফিল্মসের অবিশ্বাস্য প্রস্তুতির সবচেয়ে বর বাজির ঘোড়া হচ্ছে ‘টাইগার ভার্সেস পাঠান’। এই সিনেমায় মুখোমুখি হতে যাচ্ছেন স্পাই ইউনিভার্সের প্রভাবশালী দুটি চরিত্র টাইগার (সালমান খান) এবং পাঠান (শাহরুখ খান)। এছাড়া এই সময়ে এই প্রতিষ্ঠানের একটি কমেডি সিনেমা মুক্তি পাবে বলেও নিশ্চিত হওয়া গেছে।

আগামী তিন বছরে এই সিনেমাগুলোর মাধ্যেম যশ রাজ ফিল্মসের সাথে করতে যাচ্ছে হৃতিক রোশন, এনটিআর জুনিয়র, কিয়ারা আদভানি, আলিয়া ভাট, শাহরুখ খান, দীপিকা পাডুকোন, রনবীর কাপুর এবং সালমান খানের মত তারকারা। তিন বছরের নয় সিনেমা মুক্তির প্রস্তুতি নিয়ে যশ রাজ ফিল্মস ভারতের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভুত হয়েছে। এই সিনেমাগুলো যশ রাজ ফিল্মসের ব্যবসার পাশাপাশি প্রেক্ষাগৃহ ব্যবসায় দারুন প্রভাব রাখবে বলে মনে করছেন সবাই।

আরো পড়ুনঃ
অ্যাটলির নতুন সিনেমায় সালমান খানঃ সাথে মেগাস্টার কামাল হাসান
‘অ্যানিম্যাল’ দিয়ে বাজিমাত: আসছে দশকে রাজত্ব করবেন রনবির কাপুর!
তিন সিনেমা দিয়ে ২০২৩ বক্স অফিসে শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তন

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত