বলিউড প্রসঙ্গে মহেশ বাবুর মন্তব্যে যা বললেন বলিউড সংশ্লিষ্টরা!

বলিউড প্রসঙ্গে মহেশ বাবুর

বলিউড প্রসঙ্গে মহেশ বাবুর

সম্প্রতি আদিভি সেশ অভিনীত ‘মেজর’ সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলুগু সিনেমার সুপারস্টার মহেশ বাবু। সেই অনুষ্ঠানে এই অভিনেতাকে বলিউডে সিনেমায় অভিনয় প্রসঙ্গে প্রশ্ন করেন একজন সংবাদ মাধ্যম কর্মী। এই প্রশ্নের উত্তরে বলিউড প্রসঙ্গে মহেশ বাবুর মন্তব্যে নিয়ে দেখা গেছে আলচনা-সমালোচনা। সামাজিক মাধ্যমগুলোতে বলিউড সিনেমার ভক্তদের মাঝে মহেশ বাবুকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।

বলিউড প্রসঙ্গে মহেশ বাবুর মন্তব্য নিয়ে এবার কথা বলেছেন বেশ কয়েকজন বলিউড সংশ্লিষ্ট তারকা এবং নির্মাতা। ‘মেজর’ সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বলিউডের সিনেমায় অভিনয় প্রসঙ্গে মহেশ বাবু বলেন, ‘আমি হিন্দি সিনেমার অনেক প্রস্তাব পেয়েছি কিন্তু আমার মনে হয়না তারা আমাকে নিয়ে কাজ করার সামর্থ্য তাদের আছে। এমন কোন ইন্ডাস্ট্রিকে আমি কাজ করে সময় নষ্ট করতে চাই না যাদের সেই সামর্থ্য নেই। আমি এখানে সে তারকাখ্যাতি এবং সম্মান তাই অনেক, এটা ছেড়ে অন্য কোন ইন্ডাস্ট্রিতে যেতে চাই না।‘

উক্ত মন্তব্যে বলিউডের তাকে নিয়ে কাজ করার সামর্থ্য নেই মন্তব্য নেয়েই শুরু হয়েছিলো আলোচনা। এ প্রসঙ্গে বলিউডের বর্ষিয়ান নির্মাতা মুকেশ ভাট বলেন, ‘যদি বলিউডের তাকে নিয়ে কাজ করার সামর্থ্য না থাকে তাহলে ভালো,। আমি তার জন্য শুভ কামন করছি। সে যেখান থেকে এসেছে আমি তাকে সম্মান করি। তার মেধা আছে এবং এত বছর ধরে সে তার মেধার জন্য নিজের মূল্য তৈরি করেছে। তিনি একজন অত্যন্ত সফল অভিনেতা এবং আমাদের চলচ্চিত্রের পরিতৃপ্তির পরিপ্রেক্ষিতে তিনি যা পেতে চান তার প্রয়োজনীয়তা বজায় রেখে, বলিউড যদি তার প্রত্যাশা অনুযায়ী কাজ করতে না পারে তবে এতে দোষের কিছু নেই। আমি তাঁর মঙ্গলকামনা করছি।‘

এদিকে মহেশ বাবুর দেওয়া বক্তব্য নিয়ে বিভ্রান্তি প্রকাশ করেছেন পরিচালক রাম গোপাল ভার্মা। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে রাম গোপাল বলেন, ‘মহেশ কোন পরিপ্রেক্ষিতে ঠিক কী বলতে চেয়েছেন, বোঝা গেলো না। কে কোথায় কাজ করবেন, তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত পছন্দ। বলিউড কোনো কোম্পানি না যে তারা অভিনেতাকে একটা নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে কোনো ছবি করতে বলবে। বলিউড তো সংবাদমাধ্যমের দেওয়া একটা তকমা মাত্র!’

অন্যদিকে প্রযোজক বনি কাপুর ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে। মহেশের মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। তার নিজস্ব কারণও রয়েছে। মহেশ সম্ভবত মনে করেন যে হিন্দি সিনেমার শিল্প তাকে যোগ্যভাবে মূল্যায়ন করবে না। যদি সে এভাবে অনুভব করে তবে এটি তার জন্য ভালো।’

তবে বলিউড প্রসঙ্গে মহেশ বাবুর মন্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি তার মুক্তি প্রতীক্ষিত ‘ধাকর’ সিনেমার প্রেস মিটে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি ঠিক বলেছেন। বলিউড মহেশ বাবুকে নিয়ে কাজ করার সামর্থ্য বলিউডের নেই, কারণ আমি জানি যে অনেক নির্মাতা তাকে অনেক সিনেমার প্রস্তাব দিয়েছিলেন। তিনি এবং তার প্রজন্ম এককভাবে তেলেগু চলচ্চিত্র শিল্পকে ভারতের এক নম্বর চলচ্চিত্র শিল্পে পরিণত করেছেন। সুতরাং এখন, বলিউড অবশ্যই তাদের নিয়ে কাজ করার সামর্থ্য রাখে না।‘

আরো পড়ুনঃ
‘বাহুবলী’ নয় বক্স অফিসে যে অনন্য রেকর্ডটি শুধুমাত্র রকি ভাইয়ের দখলে!
বক্স অফিসে দুর্দান্ত শুরুর অপেক্ষায় মহেশ বাবুর ‘সরকারু ভারি পাতা’
এবার পবন কল্যাণের সাথে তারকাবহুল সিনেমা নিশ্চিত করলেন রাম চরন

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত