তিন পর্বে নির্মিত হতে যাচ্ছে রনবীর কাপুরের সিনেমা ‘অ্যানিম্যাল’

তিন পর্বে নির্মিত

সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ সিনেমার মাধ্যমে বক্স অফিসের নতুন সুপারস্টার হিসেবে আবির্ভুত হয়েছেন রনবীর কাপুর। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৯০০ কোটি রুপির বেশী আয় করতে সক্ষম হয়েছিলো। প্রথম পর্বের শেষেই সিনেমাটির দ্বিতীয় পর্বের ঘোষণা পাওয়া গিয়েছিলো। সম্প্রতি জানা গেছে তিন পর্বে নির্মিত হতে যাচ্ছে রনবীর কাপুরের সিনেমা ‘অ্যানিম্যাল’।

সম্প্রতি ডেডলাইনের সাথে একটি আলাপচারিতায়, রনবীর কাপুর নিশ্চিত করেছেন যে তিন পর্বে নির্মিত হতে যাচ্ছে ‘অ্যানিম্যাল’। এই সিনেমার দ্বিতীয় পর্বের নাম হতে যাচ্ছে ‘অ্যানিম্যাল পার্ক’। বর্তমানে এই সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা এবং তার টিম। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে সিনেমাটির দৃশ্যধারনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন এই তারকা।

এ প্রসঙ্গে রনবীর কাপুর বলেন, ‘আমরা ২০২৭ সালে সিনেমাটির কাজ শুরু করতে যাচ্ছি। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা সিনেমাটি নিয়ে তার পরিকল্পনা চূড়ান্ত করছেন। তিনি এটি তিন পর্বে নির্মান করতে চান। প্রথম পর্ব থেকেই আমরা আইডিয়া শেয়ার করে আসছি। এখনো কীভাবে আমরা এই গল্পটিকে এগিয়ে নিয়ে যেতে চাই সেটা নিয়ে আলোচনা করছি।‘

দ্বিতীয় পর্বে রনবীর কাপুরকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে তিনি আরো বলেন, ‘এটা খুবই উত্তেজনাপূর্ণ কারণ এখন আমি দুটি চরিত্রে অভিনয় করতে পাচ্ছি – প্রতিপক্ষ এবং নায়ক। এটি একটি অত্যন্ত মূল পরিচালকের সাথে একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ প্রকল্প। আমি এর একটি অংশ হতে খুব উত্তেজিত।‘

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় রনবীর কাপুরের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। নিজের বাবাকে রক্ষা করতে ভয়ঙ্কর এক ছেলের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে রনবীর কাপুরের বাবার চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। আর ‘অ্যানিম্যাল’ সিনেমার প্রধান খলচরিত্রে দেখা গেছে ববি দেওলকে। এই সিনেমার তৃতীয় পর্বের নাম হতে যাচ্ছে ‘অ্যানিম্যাল কিংডম’।

ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটি এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ৯০০ কোটির বেশী আয় করা সিনেমাটি নিয়ে হয়েছে বিস্তর সমালোচনা। এছাড়া এতে এমন সব অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে, যা ভারতীয় সিনেমায় সচরাচর দেখা যায় না। মুক্তির আগে থেকেই আলোচনায় থাকা এই সিনেমাটি সেন্সর বোর্ড থেকে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য অনুমতি পেয়েছিলো।

প্রসঙ্গত, রনবীর কাপুর সম্প্রতি নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার কাজ শেষে করেছেন। ‘রামায়ণ’ সিনেমাটিও দুই পর্বে নির্মিত হতে যাচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করছেন সাই পল্লবী। এছাড়া রনবীর কাপুরকে সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘লাভ এন্ড ওয়ার’ সিনেমায় দেখা যাবে। এতে আরো অভিনয় করছেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল।

আরো পড়ুনঃ
দীনেশ ভিজানের প্রযোজনায় নতুন হরর থ্রিলার সিনেমায় আলিয়া ভাট
তিন বছরে ছয়টি বড় সিনেমাঃ রনবীর কাপুরের রাজকীয় ধামাকা
ফ্র্যাঞ্চাইজির জোয়ারে ভাসছে বলিউড: আসছে এক ডজনের বেশী সিক্যুয়েল

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত