‘ডানকি’-এর পর প্রিয় তারকার নতুন সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরুখ খানের ভক্তরা। ইতিমধ্যে এক বছর পেরিয়ে গেলও, নতুন সিনেমার কাজ শুরু করেননি এই তারকা। ‘কিং’ নামের অ্যাকশন সিনেমা নিয়ে আলোচনা দীর্ঘ দিনের। অবশেষে নিশ্চিত হওয়া গেছে যে, ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।
প্রাথমিকভাবে ‘কিং’ পরিচালক হিসেবে ছিলেন সুজয় ঘোষ। তবে শুরু থেকেই সিনেমাটির অ্যাকশন দৃশ্যের জন্য সিদ্ধার্থ আনন্দের নাম শোনা যাচ্ছিলো। কিন্তু বেশ কিছুদিন থেকেই গুঞ্জন ছিলো, সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। তার পরিবর্তে ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। অবশেষে বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা।
সম্প্রতি দুবাইয়ের গ্লোভাল ভিলেজে একটি ইভেন্টে অংশ নেন বলিউড বাদশা শাহরুখ খান। উক্ত ইভেন্টের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে শাহরুখ খান তার পরবর্তি সিনেমা ‘কিং’ নিয়ে কথা বলেন। আর সেই ভিডিওতেই ‘কিং’ সিনেমার পরিচালক হিসেবে সিদ্ধার্থ আনন্দের নাম জানিয়েছেন তিনি।
নিজের পরবর্তি সিনেমা প্রসঙ্গে শাহরুখ খান বলেন, ‘এই বছরে আমি ৬০-এ পা দিচ্ছি, কিন্তু আমি এখনো দেখতে ৩০ বছরের তরুন। তবে কিছু কিছু জিনিস আমি এখন ভুলে যাই।‘ এরপর তিনি জানান যে, মুম্বাইয়ের পাশাপাশি দুইবাইয়েও এই সিনেমার দৃশ্যধারন হবে। কয়েক মাসের মধ্যেই তিনি দুবাইয়ে ফিরছেন বলে জানিয়েছেন এই তারকা।
এছাড়া সিনেমাটি সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করছেন উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুবই কঠোর। তিনি আমাকে নিয়ে পাঠান নির্মান করেছিলেন। তিনি খুবই কঠোর। আমি সিনেমায় কি করছি সেটি কাউকে না বলার নির্দেশ তিনি দিয়েছেন। তাই কিছু বলতে পারছি না। কিন্তু আমি এটি নিশ্চিত করতে পারি, সিনেমাটি খুবই বিনোদনের হতে যাচ্ছে।‘
শাহরুখ খান আরো বলেন যে, ইতিমধ্যে তিনি এতো ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নতুন নাম পাওয়া কঠিন হয়েছে। পাঠান, জওয়ান এবং ডানকি হিসেবে শাহরুখ খান যতেষ্ট হয়েছে… শাহরুখ খান কিং চরিত্রে অভিনয় করবেন। ‘কিং’ সিনেমাটি দেখে দর্শক ব্যাপক মজা পাবেন বলেও মন্তব্য করেছেন শাহরুখ খান।
উল্লেখ্য যে, ‘কিং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন শাহরুখ খানের মেয়ে সোহানা খান। সিনেমাটিতে শাহরুখ খান একজন আততায়ীর চরিত্রে অভিনয় করছেন। আর এতে খল চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন। আগামী মার্চে শুরু হতে সিনেমাটির কাজ। আগামী বছরের মাঝামাঝি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরো পড়ুনঃ
হরর কমেডি ইউনিভার্সের সিনেমা ফিরিয়ে দিলেন শাহরুখ খান!
শুরু হচ্ছে শাহরুখ খানের ‘কিং’: বড় আয়োজনের প্রস্তুতি সুজয় ঘোষের
আগামী বছরই মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’