‘ককটেল’ সিক্যুয়েল নিয়ে আসছে ম্যাডডক: প্রধান চরিত্রে শাহিদ কাপুর

‘ককটেল’ সিক্যুয়েল

সাইফ আলী খান, দীপিকা পাডুকোন এবং ডায়না পেন্টি অভিনীত রোম্যান্টিক কমেডি সিনেমা ‘ককটেল’ মুক্তি পেয়েছিলো ২০১২ সালে। সম্প্রতি জানা গেছে ‘ককটেল’ সিক্যুয়েল নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে ম্যাডডক ফিল্মস। তবে আগের পর্বের তারকাদের বাদ দিয়েই নির্মিত হতে যাচ্ছে সিক্যুয়েলটি।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ‘ককটেল’ সিক্যুয়েল নির্মানের সিদ্ধান্ত নিয়েছে ম্যাডডক ফিল্মস। আর ‘ককটেল ২’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহিদ কাপুর। এখনো সিনেমাটির চুক্তিপত্রে স্বাক্ষর না করলেও, এতে অভিনয়ের ব্যাপারে মৌখিক সম্মতি দিয়েছেন শাহিদ কাপুর। খুব শীগ্রই বাকী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন নির্মাতারা।

‘ককটেল ২’ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো ম্যাডডক ফিল্মসের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাহিদ কাপুর। এর আগে এই প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ‘তেরি বাতো ম্যা এইসা উলজা জিয়া’ সিনেমায় দেখা গিয়েছিলো এই তারকাকে। আর ‘ককটেল’ সিক্যুয়েল পরিচালনা করতে যাচ্ছেন মূল সিনেমার নির্মাতা হোমি আদাজানিয়া। ২০২৫ সালের মাঝামাঝি শুরু হতে যাচ্ছে এই সিনেমার কাজ।

সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে, ‘দীনেশ ভিজান এবং হোমি আদাজানিয়া ককটেল সিনেমার সিক্যুয়েল নিয়ে বেশ কয়েক বছর ধরে কাজ করছেন। সম্প্রতি সিনেমাটির একটি দারুণ গল্প চূড়ান্ত করেছেন তারা। পুরোপুরি নতুন গল্পে নির্মিত হবে ককটেল সিক্যুয়েল। শাহিদ কাপুরের গল্প পছন্দ হয়েছে এবং ইতিমধ্যে সম্মতিও দিয়েছেন।‘

শাহিদ কাপুরকে চূড়ান্ত করা হলেও, এই সিনেমার প্রধান নারী চরিত্রে জন্য বেশ কয়েকজন শীর্ষস্থানীয় তরুণ অভিনেত্রীর সঙ্গে আলোচনা চলছে। ‘ককটেল ২’ একটি শহুরে রোম্যান্টিক কমেডি হিসাবে নির্মিত হতে যাচ্ছে। প্রেম এবং বন্ধুত্বের জটিল সমীকরণকে সামনে রেখে এগিয়ে যাবে এর গল্প। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ককটেল’ সিনেমাটিও একটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছিলো।

সাইফ আলী খান এবং দীপিকা পাডুকোনকে ছাড়া তাদের সিনেমার সিক্যুয়েল নির্মানের ঘটনা দ্বিতীয়বার ঘটতে যাচ্ছে। এর আগে এই জুটির ‘লাভ আজ কাল’ সিনেমাটি দ্বিতীয় পর্বও তাদের বাদ দিয়ে নির্মিত হয়েছিলো। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে ‘ককটেল ২’ সিনেমার মাধ্যমে। তবে ‘লাভ আজ কাল’ ব্যর্থ হলেও, ‘ককটেল’ সিক্যুয়েল নিয়ে সাবধানী নির্মাতারা।

উল্লেখ্য যে, বিশাল ভরদ্বাজ পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমার কাজ শেষ করে ‘ককটেল ২’-এর কাজ শুরু করবেন শাহিদ কাপুর। বিশাল ভরদ্বাজের সিনেমায় গ্যাংস্টার হুসাইন উস্তারার চরিত্রে অভিনয় করছেন এই তারকা। সিনেমাটিতে শাহিদ কাপুরের বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি দিম্রী। এছাড়া শাহিদ কাপুর রোশান অ্যান্ড্রুজ-এর কপ থ্রিলার ‘দেভা’ সিনেমায় অভিনয় করছেন।

আরো পড়ুনঃ
নিশ্চিত হলো ‘ভাগম ভাগ’ সিক্যুয়েল: ফিরছেন তিন কিংবদন্তী অভিনেতা
রনভীর সিং অভিনীত ‘ডন থ্রী’ সিনেমার খলচরিত্রে বিক্রান্ত ম্যাসি!
‘সিং ইজ কিং’ সিক্যুয়েল নির্মানে লাগবে অক্ষয় কুমারের অনুমতি!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত