এবার অ্যাটলি কুমারের সিনেমায় অভিনয় করছেন শাহীদ কাপুর!

এবার অ্যাটলি কুমারের সিনেমায়

সম্প্রতি প্রকাশ করা হয়েছে শাহীদ কাপুর অভিনীত ‘দেবা’ সিনেমার টিজার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে টিজারটি। আগামী ৩১ জানুয়ারি ‘দেবা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন এই তারকা। এর মধ্যেই শাহীদ কাপুরের নতুন সিনেমা নিয়ে পাওয়া গেলো নতুন খবর। জানা গেছে এবার অ্যাটলি কুমারের সিনেমায় অভিনয় করছেন তিনি।

চলতি মাসেই মুক্তি পাচ্ছে ‘দেবা’। পাশাপাশি এই তারকা শুরু করেছেন বিশাল ভরদ্বাজ পরিচালিত নতুন একটি সিনেমার কাজ। সাজিদ নাদিওয়ালা প্রযোজিত সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহীদ কাপুরের বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি দিম্রি। ‘দেবা’ এবং বিশাল ভরদ্বাজের সিনেমার পাশাপাশি অ্যাটলি কুমারের সিনেমায় অভিনয় নিয়েও আলোচনা করছেন এই তারকা।

সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে অ্যাটলি কুমারের পরবর্তি সিনেমার জন্য এই নির্মাতার সাথে আলোচনা করছেন শাহীদ কাপুর। তবে সিনেমাটি অ্যাটলি পরিচালনা করছেন না। তার প্রযোজনায় এটির পরিচালক হিসেবে থাকছেন তারই একজন সহকারী। বিগত পাঁচ মাস ধরে নির্মাতাদের সাথে এই সিনেমা নিয়ে শাহীদ কাপুরের আলোচনা হচ্ছে বলে নিশ্চিত করেছে সূত্রটি।

অ্যাটলি কুমার প্রযোজিত প্রথম বলিউড সিনেমা ‘বেবি জন’ মুক্তি পেয়েছিলো গত ক্রিসমাসে। থালাপতি বিজয়ের ‘থেরি’ সিনেমার অফিশিয়াল হিন্দি সংস্করণ ছিলো ‘বেবি জন’। তবে সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পরেছিলো। জানা গেছে, শাহীদ কাপুরকে নিয়ে অ্যাটলি কুমারের এই সিনেমাটি কোন রিমেক নয়। পুরোপুরি নতুন গল্প এবং চিত্রনাট্যে নির্মিত হবে এই সিনেমা।

এ প্রসঙ্গে সূত্রটি জানিয়েছে, ‘অ্যাটলি নিজেই তার সহকারীদের সাথে এই সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। এই চরিত্রের জন্য শাহীদ কাপুরকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন অ্যাটলি কুমার। ইতিমধ্যে শাহীদ কাপুর এবং অ্যাটলির মধ্যে আলোচনা অনেকটা এগিয়ে গেছে। খুব শীগ্রই আলোচনা ইতিবাচক ফলাফল হিসেবে সামনে আসতে যাচ্ছে।‘

সূত্রটি আরো জানিয়েছে যে, অ্যাটলি কুমার দুর্দান্ত একটি বাণিজ্যিক অ্যাকশন সিনেমা নির্মান করতে যাচ্ছেন। এতে শাহীদ কাপুরকে লার্জার-দেন-লাইফ চরিত্রে হাজির করতে যাচ্ছেন এই নির্মাতা। ‘বেবি জন’ ব্যার্থ হলেও, শাহীদ কাপুর অভিনীত সিনেমাটি প্রযোজক হিসেবে তার অবস্থান আরো শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য যে, ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডের বাণিজ্যিক সিনেমায় নিজের অবস্থান পাকাপোক্ত করতে সক্ষম হয়েছেন তিনি। অ্যাটলি কুমার পরিচালিত পরবর্তি সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন বলিউড সুপারস্টার সালমান খান। গুঞ্জন অনুযায়ী, এতে সালমান খানের সাথে দেখা যাতে পারে দক্ষিণের কিংবদন্তী অভিনেতা রজনীকান্ত অথবা কামাল হাসানকে।

আরো পড়ুনঃ
‘থ্রী ইডিওটস’ এবং ‘মুন্না ভাই’ সিক্যুয়েল নিশ্চিত করলেন বিনোদ চোপড়া
জন্মদিনে সালমান খান ভক্তদের সাজিদ নাদিওয়ালার দারুণ উপহার
‘ককটেল’ সিক্যুয়েল নিয়ে আসছে ম্যাডডক: প্রধান চরিত্রে শাহিদ কাপুর

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত