এবার অজয় দেবগণের পরিচালনায় অক্ষয় কুমার! সাথে ভিকি কৌশল

এবার অজয় দেবগণের পরিচালনায়

অভিনয়ের পাশাপাশি নিয়মিত বিরতিতে সিনেমাও পরিচালনা করছেন অজয় দেবগণ। তার পরিচালিত সর্বশেষ সিনেমা ছিলো ‘ভোলা’। এর আগে নিজের পরিচালিত সব সিনেমায় নিজেই অভিনয় করলেও, সেই ধারা ভাঙ্গতে যাচ্ছেন অজয় দেবগণ। জানা গেছে এবার অজয় দেবগণের পরিচালনায় প্রধান চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার।

অজয় দেবগণ অভিনীত ‘সিঙ্গাম এগেইন’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত দীপাবলিতে। সিনেমাটির প্রচারণায় বেশ কিছুদিন ব্যস্ত সময় পার করেছেন এই অভিনেতা। সম্প্রতি একটি আলাপচারিতায়, অজয় দেবগণ জানিয়েছেন খুব শীগ্রই পরিচালকের আসনে ফিরছেন তিনি। আর তার পরিচালিত পরবর্তী সিনেমার প্রধান ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে।

অক্ষয় কুমারকে নিয়ে অজয়ের নির্মিতব্য এই সিনেমাটি অ্যাকশন কমেডি গল্পে নির্মিত হবে বলেও নিশ্চিত করেছেন অজয় দেবগণ। ঘোষণার পর থেকেই এই দুই তারকার ভক্তদের মাঝে দেখা গেছে দারুণ উম্মাদনা। সম্প্রতি সিনেমাটি নিয়ে জানা গেছে নতুন খবর। গুঞ্জন অনুযায়ী। অজয় দেবগণের পরিচালনায় অক্ষয় কুমারের এই সিনেমায় থাকছেন ভিকি কৌশলও।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুয়ায়ী, দুই নায়কের বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে এটি। আর এতে প্রধান চরিত্রে ইতিমধ্যে অক্ষয় কুমারকে চূড়ান্ত করেছেন অজয় দেবগণ। আর সিনেমাটিতে দ্বিতীয় নায়কের চরিত্রের জন্য বিবেচনায় আছেন ভিকি কৌশল। সব কিছু ঠিক থাকলে, রনবির কাপুরের সাথে ‘লাভ এন্ড ওয়ার’-এর পর অক্ষয়ের সাথে পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন ভিকি।

সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ক্যারিয়ার নিয়ে ভিকি কৌশলের একনিষ্ঠতা দারুণ পছন্দ করেছেন অজয় দেবগণ। তাই তার পরিচালিত অ্যাকশন কমেডি সিনেমাটিতে ভিকি কৌশলকে চুক্তিবদ্ধ করতে চাচ্ছেন অজয় দেবগণ। দুই নায়কের এই সিনেমাটিতে একজনকে আরেকজনের বিপরীতে লড়াই করতে দেখা যাবে বলেও জানিয়েছেন সূত্রটি।

তবে সিনেমাটির সবকিছু এখনো চূড়ান্ত হয়নি। চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর ভিকি কৌশল সিনেমাটিতে অভিনয়ে সম্মত হন কিনা সেটাই দেখার বিষয়। এই মুহুর্তে সিনেমাটির প্রাথমিক চিত্রনাট্যের কাজ শেষ করেছেন নির্মাতারা। আগামী বছরের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে শুরু হতে পারে সিনেমাটির দৃশ্যধারনের কাজ।

নব্বইয়ের জনপ্রিয় এই দুই তারকার বন্ধুত্ব বলিউডের জন্য একটি বিশাল উদাহরণ। এর আগে অজয় এবং অক্ষয়কে একসাথে একাধিক সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। সর্বশেষ এই দুই তারকা ‘সিঙ্গাম এগেইন’ সিনেমায় একসাথে হাজির হয়েছিলেন। এবার অজয় দেবগণের পরিচালনায় অক্ষয় কুমারের অভিনয় দেখার অপেক্ষায় সবাই।

আরো পড়ুনঃ
তিন বছরে ছয়টি বড় সিনেমাঃ রনবীর কাপুরের রাজকীয় ধামাকা
‘সিং ইজ কিং’ সিক্যুয়েল নির্মানে লাগবে অক্ষয় কুমারের অনুমতি!
‘বাজীগর’ সিক্যুয়েল: নেতিবাচক চরিত্রে ফিরছেন বলিউড বাদশা!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত