শেষ কয়েকটি সিনেমা বক্স অফিসে খুব একতা সুবিধা করতে পারেনি। তাই হয়তো, সবকিছু আবার নিজের মত করে সাজাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। আসন্ন সিনেমার তালিকায় দুর্দান্ত আয়োজন নিয়ে প্রস্তুতি নিচ্ছেন এই তারকা। তার এই আয়োজনে এবার যুক্ত হলেন আলোচিত এবং বাণিজ্যিক সফল নির্মাতা কবির খান।
এই মুহুর্তে সালমান খান তার ‘সিকান্দার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সাজিদ নাদিওয়ালা প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করছেন তামিল নির্মাতা এআর মুরুগুদাস। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। ঘোষণার পর থেকেই সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা। আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘সিকান্দার’।
‘সিকান্দার’-এর পর সালমান শুরু করবেন অ্যাটলি কুমার পরিচালিত নতুন সিনেমার কাজ। ‘জওয়ান’-এর বিশাল সাফল্যের পর এবার সুপারস্টার সালমান খানকে নিয়ে অ্যাটলি নির্মান করতে যাচ্ছে তার পরের সিনেমাটি। এতে সালমান খানের পাশাপাশি কামাল হাসান কিংবা রজনীকান্তকে দেখা যেতে পারে। সিনেমাটিতে সালমান খানকে একজন যোদ্ধা হিসেবে দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
এছাড়া সালমান খানের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হচ্ছে ‘কিক ২’। সাজিদ নাদিওয়ালা প্রযোজিত এবং পরিচালিত ব্লকবাস্টার ‘কিক’ সিনেমার সিক্যুয়েল নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সালমান খানের ভক্তরা। সম্প্রতি সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছেন সালমান খান এবং সাজিদ নাদিওয়ালা। নির্মান কাজ শুরু নিয়ে বিস্তারিত জানা না গেলেও, ‘কিক ২’ নামটাই যথেষ্ট।
গত দীপাবলিতে মুক্তি পেয়েছিলো রোহিত শেঠি পরিচালিত সিনেমা ‘সিঙ্গাম এগেইন’। সিনেমাটির ক্লাইম্যাক্সে এসে সবাইকে দারুণ চমক দিয়েছেন এই নির্মাতা। এতে সালমান খানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’-এর পরের পর্বের ঘোষণা দিয়েছেন সালমান খান এবং রোহিত শেঠি। এই ফ্র্যাঞ্চাইজির পরের পর্বের নাম হচ্ছে ‘মিশন চুলবুল’, আর এটি পরিচালনা করছেন রোহিত শেঠি।
আগেই জানা গিয়েছিলো যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের একটি সিনেমা একসাথে হাজির হচ্ছেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান এবং সালমান খান। নাম ঠিক না হওয়া এই সিনেমাটি আপাতত ‘টাইগার ভার্সেস পাঠান’ হিসেবে পরিচিত। স্পাই ইউনিভার্সের শক্তিশালী এই দুই স্পাইকে মুখোমুখি হতে দেখা যাবে সিনেমাটিতে।
এদিকে সম্প্রতি সালমান খানের সাথে দেখা করেছেন ‘এক থা টাইগার’ এবং ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত নির্মাতা কবির খান। জানা গেছে, সালমান খানকে ‘বাব্বার শের’ নামে একটি সিনেমার প্রস্তাব দিয়েছেন এই নির্মাতা। সালমান খান এবং কবির খানের পূনর্মিলনীর এই সম্ভাবনায় ইতিমধ্যে দারুণ উম্মাদনা প্রকাশ করছেন এই তারকার ভক্তরা। আবারো ‘এক থা টাইগার’-এর মত দারুণ কিছুর প্রত্যাশা করছেন সবাই।
সালমান খানের আসন্ন সিনেমার তালিকায় ‘সিকান্দার’ এবং অ্যাটলি কুমারের সিনেমা ছাড়া বাকীগুলোর ব্যাপারে বিস্তারিত এখনো জানা যায়নি। তবে ‘কিক ২’ নির্মান নিয়ে কোন অনিশ্চয়তা এই মুহুর্তে নেই। বর্তমানে সাজিদ নাদিওয়ালা এই সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন বলে জানা গেছে। অ্যাটলি পরিচালিত সিনেমার পরই শুরু হতে পারে ‘কিক ২’ সিনেমার কাজ। সবকিছু ঠিক থাকলে, ২০২৬ সালেই মুক্তি পাবে সালমান খানকে নিয়ে অ্যাটলির সিনেমা।
উপরে আলোচিত সবগুলো সিনেমাই বক্স অফিসে ঝড় তোলার সম্ভাবনা রাখে। এই সিনেমাগুলো ধারাবাহিকভাবে মুক্তি পেলে, আবারো বক্স অফিসে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন সালমান খান। আর সালমান খানের বক্স অফিস রাজত্ব পুনরুদ্ধারের এই যাত্রা শুরু হবে আগামী বছরের ঈদে। ‘সিকান্দার’ সিনেমার মাধ্যমে আবারো ঈদে সিনেমা নিয়ে ফিরছেন এই তারকা। আর ঈদ এবং সালমান খান মানেই – বক্স অফিস ঝড়!
আরো পড়ুনঃ
পুনর্জন্ম নিয়ে অ্যাটলির নতুন সিনেমাঃ যোদ্ধা চরিত্রে সালমান খান
‘বাজীগর’ সিক্যুয়েল: নেতিবাচক চরিত্রে ফিরছেন বলিউড বাদশা!
‘ককটেল’ সিক্যুয়েল নিয়ে আসছে ম্যাডডক: প্রধান চরিত্রে শাহিদ কাপুর