যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ভারতের সবচেয়ে বড় সিনেমাটিক ইউনিভার্সগুলোর অন্যতম। ‘টাইগার’, ‘ওয়ার’ এবং ‘পাঠান’ সিনেমাগুলোর ব্যাপক সাফল্যের পর এই ইউনিভার্সের একটি নারী স্পাই ভিত্তিক চলচ্চিত্র নির্মান করছেন। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট এবং শর্ভারী ওয়াহ। সম্প্রতি আলিয়া ভাট অভিনীত স্পাই থ্রিলার ‘আলফা’ সিনেমাটি মুক্তির সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন নির্মাতারা।
সম্প্রতি যশরাজ ফিল্মসের পক্ষ্য থেকে জানা গেছে আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে আলিয়া ভাট অভিনীত স্পাই থ্রিলার ‘আলফা’ সিনেমাটি। মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা না করা হলেও, এটা অনুমেয় যে, ২০২৫ সালের ক্রিসমাস উপলক্ষ্যে মুক্তি পাবে স্পাই অ্যাকশন গল্পের এই সিনেমা। এছাড়া একই বছরের আগস্টে মুক্তি পাবে স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘ওয়ার ২’। এতে মুখোমুখি হচ্ছেন হৃতিক রোশন এবং দক্ষিণের জনপ্রিয় তারকা এনটিআর জুনিয়র।
উল্লেখ্য যে, স্পাই ইউনিভার্সের সপ্তম সিনেমা হতে যাচ্ছে আলিয়া ভাট অভিনীত ‘আলফা’। সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘এক থা টাইগার’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করেছিলো এই ইউনিভার্স। এরপর একে একে মুক্তি পেয়েছে ‘টাইগার জিন্দা হ্যাঁ’, ‘ওয়ার’, ‘পাঠান’ এবং ‘টাইগার থ্রী’। বর্তমানে নির্মানাধীন রয়েছে ‘ওয়ার ২’। সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, ‘ওয়ার ২’ সিনেমার গল্প থেকেই এগিয়ে যাবে ‘আলফা’ সিনেমার গল্প।
আগামী বছরের ক্রিস্টমাসে মুক্তি পাবে আলিয়া ভাট এবং সর্ভরী অভিনীত সিনেমা “আলফা”। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারী স্পাই সিনেমা হতে যাচ্ছে এটি। #ফিল্মীমাইক #Filmymike #alpha #aliabhatt #SharvariWagh #YRFSpyUniverse #War2 #YashRajFilms #YRF50 pic.twitter.com/5pr2937ZSh
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) October 4, 2024
আলিয়া ভাট অভিনীত স্পাই থ্রিলার ‘আলফা’ সিনেমাটিতে প্রধান খল চরিত্রে অভিনয় করছেন ববি দেওল। গত বছর মুক্তিপ্রাপ্ত এই তারকার ‘অ্যানিম্যল’ দারুন জনপ্রিয়তা পাওয়ার প্রেক্ষিতে খল চরিত্রে ববি দেওলের চাহিদা এখন তুঙ্গে। রনবীর কাপুরের পর এবার পর্দায় ববি দেওলের সাথে লড়াইয়ে নামছেন তার বাস্তবের স্ত্রী আলিয়া ভাট। সাথে থাকছেন শর্ভারী ওয়াহ।
‘আলফা’ সিনেমাটি পরিচালনা করছেন নতুন নির্মাতা শিভ রাওয়ালি। স্পাই ইউনিভার্সে তিনি নতুন মাত্রা যোগ করার ব্যাপারে আশাবাদী। এছাড়া সিনেমাটিতে থাকছে আরো কিছু চমক। সূত্র মতে এতে অতিথি চরিত্রে হাজির হচ্ছেন হৃতিক রোশন। পাশাপাশি ‘পাঠান’ চরিত্রে শাহরুখ খানের উপস্থিতির গুঞ্জনও শোনা যাচ্ছে। আলিয়া ভাট, শর্ভারী, ববি দেওল ছাড়া সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করছেন অনিল কাপুর।
আরো পড়ুনঃ
‘ওয়ার ২’ সিনেমা দিয়ে স্পাই ইউনিভার্সের যুক্ত হতে যাচ্ছেন কিয়ারা
‘টাইগার থ্রী’ পরবর্তি স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘ওয়ার ২’