রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হয়েছিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আফরান নিশো। সিনেমাটি বক্স অফিসে দারুন ব্যবসা করতে সক্ষম হয়েছিলো। এরপর কেটে গেছে বেশ লম্বা সময়। নতুন সিনেমার অপেক্ষায় থাকা এই তারকার ভক্তদের জন্য পাওয়া গেছে দারুন সুখবর। জানা গেছে শিহাব শাহীন পরিচালিত সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন আফরান নিশো!
নাম ঠিক না হওয়া এই সিনেমাটির বিষয়ে ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে সংশ্লিষ্ট একটি সুত্র থেকে। সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ভারতের এসভিএফ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে যে, আগামী অক্টোবরে এই সিনেমার দৃশ্যধারন শুরু হতে পারে। আর সিনেমাটি মুক্তির জন্য আগামী বছরের কোন একটি ঈদকে বেছে নিতে পারেন নির্মাতারা।
চলতি বছরের মে মাসে ভারতের এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ আয়োজনে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা পাওয়া গিয়েছিলো। নতুন এই প্রতিষ্ঠানের ব্যানারে দুইটি সিনেমায় চুক্তিবদ্ধ হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এরমধ্যে শিহাব শাহীন পরিচালিত সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন আফরান নিশো। অন্য সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।
নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে নিশো বলেন, ‘এসভিএফ এবং আলফা-আই এন্টারটেইনমেন্টেরের সঙ্গে আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি হয়েছে। তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি, আমি আনন্দিত।‘ এদিকে সিনেমাটি নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘আমাদের কিছু পরিকল্পনা আছে। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেসব জানাব।’
অভিষিক্ত সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে নির্মাতা হিসেবে প্রশংসা কুড়িয়েছেন শিহাব শাহীন। আফরান নিশোকে নিয়ে নির্মিতব্য সিনেমাটি তার দ্বিতীয় নির্মান হতে যাচ্ছে। কয়েক মাস ধরে নতুন এই সিনেমার দৃশ্যধারন শুরু করার প্রস্তুতি নিচ্ছেন শিহাব শাহীন ও তার দল। সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই দৃশ্যধারন শেষে পোস্ট-প্রোডাকশনের কাজে হাত দিবেন এই নির্মাতা।
‘সুড়ঙ্গ’ সিনেমার পর লম্বা বিরতি দিয়ে শিহাব শাহীন পরিচালিত সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন আফরান নিশো। এই বিরতি প্রসঙ্গে নিশো বলেন, ‘যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময় দেওয়াটা খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে, এই কাজের প্রতিটি ধাপের সঠিক সমন্বয়। সমন্বয় যতটা ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। সে জন্য তো সময় দিতেই হবে।‘
উল্লেখ্য যে, নিজের প্রথম সিনেমায় বক্স অফিসে আফরান নিশো মুখোমুখি হয়েছিলেন সুপারস্টার শাকিব খানের। নিশোর ‘সুড়ঙ্গ’ এবং শাকিবের ‘প্রিয়তমা’ একই দিনে মুক্তি পেয়েছিলো। শেষ পর্যন্ত বক্স অফিস আয়ের দিক থেকে ‘প্রিয়তমা’ থেকে পিছিয়ে থাকলেও ‘সুড়ঙ্গ’ দর্শকপ্রিয়তা পেয়েছিল। এছাড়া সব শ্রেণীর দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিলেন নিশো। এরপরই সিনেমায় নিয়মিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন এই অভিনেতা।
আরো পড়ুনঃ
মুখোমুখি শাকিব এবং জিৎ: আবারো বক্স অফিস লড়াইয়ে দুই সুপারস্টার
রোমান্স, অ্যাকশন আর থ্রিলারে ভরপুর ‘দরদ’: জানা গেলো মুক্তি তারিখ
এবার জিৎকে নিয়ে রাফীর সিনেমা ‘লায়ন’: সাথে আছেন শরিফুল রাজ