শাকিব খানের ‘দরদ’ মুক্তিতে প্রেক্ষাগৃহ মালিকদের ঈদের উৎসব

শাকিব খানের ‘দরদ’ মুক্তিতে

গত দেড় যুগের বেশী সময় ধরে ঈদ মানেই শাকিব খানের সিনেমা। এছাড়া সাম্প্রতিক সময়ে দুই ঈদে মুক্তি পেয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা। বাকী সময় দেশীয় প্রেক্ষাগৃহে থাকে স্থবিরতা। আর চলতি বছরে রাজনৈতিক পটপরিবর্তনের পর উল্লেখযোগ্য কোন সিনেমাই মুক্তি পায়নি। তবে ১৫ নভেম্বর শাকিব খানের ‘দরদ’ মুক্তিতে প্রেক্ষাগৃহ মালিকদের মাঝে দেখা গেছে ঈদের আমেজ।

চলতি বছরের কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘তুফান’ বক্স অফিসে দারুণ ব্যবসা করতে সক্ষম হয়েছে। এরপর দেশীয় সিনেমার প্রেক্ষাগৃহে যে অচলাবস্থা দেখা গিয়েছিলো সেখান থেকে উত্তরণে এগিয়ে আসলেন সময়ের সবচেয়ে বড় তারকাই। ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সিনেমাগুলোর পর ‘দরদ’ প্রেক্ষাগৃহে দর্শক ফেরাবে এমনটাই আশা করছেন সবাই!

১৫ নভেম্বর শাকিব খানের ‘দরদ’ মুক্তিতে প্রেক্ষাগৃহগুলোতে অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে। ঈদে বড় বাজেটের সিনেমার মুক্তিতে অভিস্থ সবাই মেতেছেন ‘দরদ’ উম্মাদনায়। মুক্তির দুই দিন আগে মাল্টিপ্লেক্সগুলোতে শুরু হয়েছিলো সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি। সেই সাথে দেশের একক পর্দার প্রেক্ষাগৃহগুলোও সেজেছে ‘দরদ’ পোষ্টারে।

বাংলাদেশের সর্বাধুনিক চেইন মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স তাদের সবগুলো শাখায় ‘দরদ’ সিনেমার দৈনিক ২২টি প্রদর্শনী চলবে। এসকেএস টাওয়ার, সনি, সীমান্ত সম্ভারে প্রথমদিনের অগ্রীম টিকেট বিক্রিতে ভালো সাড়া দেখা গেছে। এছাড়া লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও অগ্রিম টিকিট নিয়ে দর্শকদের আগ্রহ সন্তোষজনক বলে জানা গেছে।

সিনেমাটির পরিচালক অনন্য মামুন সূত্রে জানা গেছে, সারা দেশে প্রায় ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দরদ’। অগ্রিম টিকেট বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, ‘সারাদেশে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখাতেই ‘দরদ’ মুক্তি পাচ্ছে। দর্শক রেসপন্স খুব ভালো।‘ দর্শক চাহিদার প্রেক্ষিতে ইতিমধ্যেই মাল্টিপ্লেক্সে সিনেমাটির প্রদর্শনী বাড়ানো হচ্ছে। এটির সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্র করেছেন মামুন।

শাকিব খানের ‘দরদ’ মুক্তিতে প্রেক্ষাগৃহ মালিকদের প্রত্যাশা নিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘ঈদেই শাকিব খানের ছবি মুক্তি পাবে এমন কোন কথা ছিল না। ইন্ডাস্ট্রির ছবি স্বল্পতার কারণে এমন পরিস্থিতি হয়েছে যে, এই সময়ে শাকিবের ছবি মুক্তিকে অনেক বড় মনে হচ্ছে।শাকিবের অনেক বড় একটা ফ্যানবেইজ আছে। তার ছবি মুক্তি পেলে হল মালিকরা উপকৃত হন।‘

বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনার ‘দরদ’ একযোগে মুক্তি পাচ্ছে বিশটি দেশে। আন্তর্জাতিকভাবে সবমিলে কতগুলো সিনেমা হলে ‘দরদ’ মুক্তি পাচ্ছে তার সঠিক হিসেবটি এখনও দিতে পারছেন না নির্মাতা ও প্রযোজক অনন্য মামুন। শাকিব খানের ‘দরদ’ মুক্তিতে প্রেক্ষাগৃহ মালিকদের উত্তেজনার অন্যতম কারণ হচ্ছে এর ট্রেলার। সিনেমাটির ট্রেলার এবং গান বেশ প্রশংসিত হয়েছে সব মহলে।

রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ‘দরদ’ সিনেমায় শাকিব খানের চরিত্রের নাম ‘দুলু মিয়াঁ’। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড নায়িক সোনাল চৌহান। ২০০৮ সালে ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ সিনেমার মাধ্যমে বলিউডের পর্দায় অভিষিক্ত হয়েছিলেন সোনাল। হিন্দি ছাড়াও তেলেগু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আরো পড়ুনঃ
তোপের মুখে ‘দরদ’ নিয়ে পরিকল্পনা জানালেন অনন্য মামুন
নতুন সিনেমার কাজে এক মাসের জন্য মুম্বাই গেলেন শাকিব খান
শাকিব খানের বিপরীতে ভিনদেশি নায়িকাঃ দেখে নিন তালিকা

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত