গত বছরের ডিসেম্বরে মুক্তি ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছিলো অনন্য মামুন পরিচালিত আলোচিত সিনেমা ‘নবাব এল এল বি’। পরবর্তীতে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনুমতির জন্য জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জমা দেয়া হয়েছিল বহুল আলোচিত এই সিনেমা। তবে প্রদর্শনের পর সিনেমাটির ১১টি দৃশ্যে আপত্তি খুঁজে পেয়েছেন সেন্সর বোর্ডের সদস্যরা। দৃশ্যগুলো বাদ দিয়ে সিনেমাটি আবারও সেন্সরে জমা দেওয়ার জন্য চিঠি দেয়া হয়েছিলো সিনেমাটির নির্মাতা অন্যন্য মামুনকে। সেই দৃশ্যগুলোর সংশোধন শেষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
মুক্তির ছাড়পত্র পাওয়ার পরই প্রেক্ষাগৃহে ‘নবাব এল এল বি’ সিনেমাটির ঘোষনা দিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঘোষনা অনুযায়ী আগামী ২৫শে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত এই সিনেমা। মুক্তির বিষয়টি নিশ্চিত করে পরিচালক অনন্য মামুন বলেন, ‘সেন্সর জটিলটা কাটিয়েছি। ৯ মিনিটের মতো দৃশ্যে কর্তন করে মুক্তির অনুমতি পেয়েছি। সেন্সর ছাড়পত্রও হাতে এসেছে সোমবার।‘
View this post on Instagram
শাকিব খানের সিনেমা মুক্তি মানেই সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি। কিন্তু ‘নবাব এল এল বি’ সিনেমাটি কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জানা গেছে শাকিব খান অভিনীত এই সিনেমার মুক্তিকে কেন্দ্র করে বন্ধ থাকা কিছু সিনেমা হল খুলছে। এ প্রসঙ্গে অনন্য মামুন আরো বলেন, ‘কত হলে মুক্তি পাচ্ছে সেটা আগামী সপ্তাহে নিশ্চিত জানাতে পারবো। তবে তালাবদ্ধ বেশকিছু সিনেমা হল এই ছবি দিয়ে নতুন করে আবার খুলতে যাচ্ছে। সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে চলবে এতটুকু বলতে পারি।‘
‘নবাব এলএলবি’ সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। আর শাকিব খানের বিপরীতে ছিলেন অগ্নিকন্যা খ্যাত মাহিয়া মাহি। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, স্পর্শিয়া, রাশেদ অপু, শায়েদ আলী, সুমন আনোয়ার, সুষমা, তন্ময়, সীমান্ত, শামীম মৃধা, আনোয়ার। ছবিতে গান গেয়েছেন ইমরান, কোনাল, অন্তরা মিত্র, সুপ্রতীপ ভট্টাচার্য।
আরো পড়ূনঃ
সেন্সর ছাড়পত্র পেল শাকিবের ‘নবাব এল এল বি’: শীগ্রই প্রেক্ষাগৃহে মুক্তি
‘নবাব এল এল বি’র ১১ দৃশ্যে সেন্সর বোর্ডের আপত্তি: পুনর্বার জমা দেয়ার প্রস্তুতি
শাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক শাহিন সুমন!