সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা ‘জংলি’ মুক্তি পাচ্ছে আগামী ঈদুল ফিতরে। সদ্য প্রকাশিত মোশন পোষ্টারে ক দুর্ধর্ষ রূপে হাজির হয়েছেন এই তারকা। মুখ ভর্তি গোঁফ দাঁড়ি, জিহ্বা দিয়ে ঝরঝর করে রক্ত সাথে চোখে মুখে হিংস্রতা ও তৃপ্তির ছাপ। গাঁ শিউরে ওঠার মতো লুক দিয়েই ঈদুল ফিতরে মুক্তির মিছিলে সিনেমাটি যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন সিয়াম।
প্রকাশের পরেই সিয়ামের ‘জংলি’ সিনেমার লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। প্রথম দর্শনে সিয়ামকে চিনতে পারা অনেকের জন্যই ছিলো একটি চ্যালেঞ্জ। এছাড়া মোশন পোস্টারটির ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিলো দুর্দান্ত। বাংলা সিনেমার নিয়মিত দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে এটি। ইতিমধ্যে চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে ‘জংলি’।
সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ পরিচালনা করেছেন নির্মাতা এম রাহিম। এর আগে সিয়ামকে নিয়ে ‘শান’ নামে একটি সিনেমা তৈরি করেছিলেন তিনি। সিনেমাটি দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলো। ‘জংলি’ সিনেমায় সিয়ামের সাথে অভিনয় করেছেন বুবলী এবং দীঘি। এছাড়া এতে আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।
আগামী ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘জংলি’। একটি মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তি নিশ্চিত করেছেব এই তারকা।#ফিল্মীমাইক #FilmyMike #BanglaCinema #BanglaMovie #Jongli #SiamAhmed #MRahim #Bubly #Dighi pic.twitter.com/Gl03m839sB
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) January 9, 2025
এর আগে এতে নিজের চরিত্রটি প্রসঙ্গে সিয়াম আহমেদ ফেসবুকে লিখেন, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। জংলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এ বছর। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবু প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি।‘
‘জংলি’ সিনেমার সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। আর এতে একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। কিছুদিন আগে তাহসানের গানটি প্রকাশ করেছিলেন নির্মাতারা। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন যে, গানে আরো একাধিক চমক রেখেছেন এম রহিম। নিজের চরিত্রকে ফুটিয়ে চুলতে দীর্ঘ সাত মাস চুল কাটেননি বলেও জানান সিয়াম আহমেদ।
আজাদ খানের গল্পে ‘জংলি’ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ‘জংলি’। বিগত বছর বেশ কয়েকবার ঘোষণা এলেও আলোর মুখ দেখেনি সিয়াম অভিনীত সিনেমা ‘জংলি’। তবে এবার আনুষ্ঠানিকভাবেই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করলেন নির্মাতারা।
ঈদুল ফিতরে মুক্তির মিছিলে সিয়ামের সিনেমা ‘জংলি’ যুক্ত হওয়ায় নড়েচড়ে বসছেন ঢালিউড সংশ্লিষ্টরা। কারণ আগেই ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা দিয়েছে শাকিব খানের ‘বরবাদ’ এবং আফরান নিশোর ‘দাগী’ সিনেমাগুলোর নির্মাতারা। এই তালিকায় এবার ‘জংলি’ যুক্ত হওয়ায় ঈদে বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন তিন জনপ্রিয় তারকা শাকিব খান, আফরান নিশো এবং সিয়াম আহমেদ।
আরো পড়ুনঃ
যে কারনে সাত মাস ধরে চুল কাটেননি চিত্রনায়ক সিয়াম আহমেদ!
‘বরবাদ’ সিনেমায় এবার শাকিব খানের সঙ্গী ওপার বাংলার রিয়া
আগামী ঈদে আবারো বক্স অফিসে মুখোমুখি শাকিব এবং নিশো