ক্যারিয়ারের শেষ সিনেমার কাজ শুরু করলেন থালাপতি বিজয়

ক্যারিয়ারের শেষ সিনেমার

চলচ্চিত্রে নিজের বর্নাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন তামিল সিনেমার সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয়। গত বছরের মাঝামাঝি বিজয় ঘোষণা দিয়েছিলেন চলচ্চিত্র থেকে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দিচ্ছেন তিনি। ইতিমধ্যে নিজের একটি রাজনৈতিক দলও ঘোষণা করেছেন এই তারকা। এরই ধারাবাহিকতায় সিনেমা থেকে অবসরে যাচ্ছেন এই তারকা। সম্প্রতি নিজের ক্যারিয়ারের শেষ সিনেমার কাজ শুরু করেছেন থালাপতি বিজয়।

থালাপতি বিজয় অভিনীত নির্মিতব্য এই সিনেমাটি তার ক্যারিয়ারের ৬৯তম সিনেমা হতে যাচ্ছে। নাম ঠিক না হওয়া এই সিনেমা বর্তমানে ‘থালাপতি ৬৯’ হিসেবে পরিচিত। কিছুদিন আগেই মহরত পূজার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে এর কাজ। বিজয় সহ উক্ত মহরত পূজায় উপস্থিত ছিলেন সিনেমাটির প্রায় সব কলা কুশলীরা। সেখানে বেশ উৎফুল্ল দেখা গেছে এই তারকাকে।

‘থালাপতি ৬৯’ সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা এইচ বিনোথ। আর এতে বিজয়ের বিপরীতে থাকছেন পূজা হেগরে। এর মাধ্যমে দ্বিতীয়বারের মট জুটি বাঁধতে যাচ্ছেন বিজয় এবং পূজা। এর আগে নেলসন দিলিপ কুমারের ‘বিস্ট’ সিনেমায় দেখা গিয়েছিলো এই জুটিকে। বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমার কাজ করতে পেতে পূজা বেশ উচ্ছ্বসিত বলে জানা গেছে। মহরত পূজার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাসও দিয়েছেন এই অভিনেত্রী।

অন্যদিকে, ‘থালাপতি ৬৯’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা ববি দেওল। গত বছর ‘অ্যানিম্যাল’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসা এই তারকা ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন খল অভিনেতা হিসেবে। পূজা এবং ববি দেওল ছাড়াও বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমায় আরো থাকছেন প্রকাশ রাজ, প্রিয়ামনি, গৌতম মেনন এবং মামিথা সহ একঝাক তারকা।

কেভিএন প্রডাকশনসের ব্যানারে বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমাটি প্রযোজনা করছেন ভেংকেট নারায়ানা। এছাড়া সহ প্রযোজনা করছেন এনকে লোহিথ এবং জগদীশ পালানিসামি। আগামী বছরের অক্টোবরে তামিল, তেলুগু এবং হিন্দি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। ক্যারিয়ারের শেষ সিনেমার কাজ শুরুর মাধ্যমে চলচ্চিত্রে নিজের শেষে শুরুটা করে ফেললেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। আগামী বছর শেষবারের মত বড় পর্দায় দর্শকদের সামনে আসবেন এই তারকা।

আরো পড়ুনঃ
৩২ বছর পর আবারো একসাথে বড় পর্দায় রজনীকান্ত এবং অমিতাভ বচ্চন
লোকেশ খানাগরাজের পরবর্তি সিনেমায় সুপারস্টার রজনীকান্ত
‘লিও’ সিনেমার নতুন পোষ্টারে আরো বিধ্বংসী রুপে হাজির হলেন বিজয়

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত