অ্যাটলির নতুন সিনেমায় সালমান খানঃ সাথে মেগাস্টার কামাল হাসান

অ্যাটলির নতুন সিনেমায় সালমান

শাহরুখ খানকে নিয়ে নির্মিত ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে প্যান ইন্ডিয়া তারকা খ্যাতি পেয়েছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটি ১,১৬০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিলো। ‘জওয়ান’-এর ঐতিহাসিক সাফল্যের কারনে এই মুহুর্তে সবচেয়ে কাঙ্ক্ষিত নির্মাতাদের মধ্যে অন্যতম অ্যাটলি। সম্প্রতি জানা গেছে অ্যাটলির নতুন সিনেমায় সালমান খানকে দেখা যাবে। সাথে থাকছেন তামিল কিংবদন্তী অভিনেতা কামাল হাসান।

অ্যাটলির নতুন সিনেমায় সালমান খানের অভিনয়ের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও, সিনেমাটি নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন এই নির্মাতা। আগামী বছরের প্রথমভাগে অ্যাটলির নতুন সিনেমায় সালমান খান কাজ শুরু করতে যাচ্ছেন। এদিকে এই সিনেমায় অন্য প্রধান চরিত্রের জন্য অ্যাটলির তামিল কিংবদন্তী অভিনেতা কামাল হাসানের সাথে আলোচনা করছেন।

তবে সিনেমাটিতে কামাল হাসানের অভিনয় এখনো নিশ্চিত নয়। সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সুত্রে জানা গেছে, কামাল হাসান অভিনয় না করলে, বিকল্প হিসেবে আছেন তামিলের আরেক কিংবদন্তী তারকা রজনীকান্ত। জানা গেছে, অ্যাটলির স্বভাব সুলভ অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হবে সিনেমাটি। আর এতে সমান্তরাল চরিত্রে দেখা যাবে সালমান খান এবং কামাল হাসানকে।

এদিকে সিনেমাটিতে সালমান খানের নায়িকা কে হচ্ছেন সেটি এখনো নিশ্চিত করে জানা যায়নি। প্রথমে শোনা যাচ্ছিলো এতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন তৃশ্না কৃশনান। এরপর সেটিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন সংশ্লিষ্টরা। তবে কিছুদিন আগে গুঞ্জন উঠেছিলো অ্যাটলির নতুন সিনেমায় সালমান খানের বিপরীতে থাকছেন কাজল আগারওয়াল। তবে সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য যে, সালমান খানকে নিয়ে নির্মিতব্য সিনেমাটির অ্যাটলির ক্যারিয়ারের ষষ্ট সিনেমা হতে যাচ্ছে। ‘জওয়ান’ সিনেমার আগে অ্যাটলি চারটি সিনেমা পরিচালনা করেছিলেন। এর মধ্যে তিনটি সিনেমার প্রধান চরিত্রে ছিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। সিনেমাগুলো হচ্ছে ‘থেরি’, ‘মার্সাল’ এবং ‘বিগিল’। আর এই নির্মাতার প্রথম সিনেমা ছিলো ‘রাজা রানী’, যার প্রধান চরিত্রে ছিলেন লেডি সুপারস্টার নয়নতারা।

আরো পড়ুনঃ
সালমান ভক্তদের জন্য দারুন খবর! কিসের ইঙ্গিত দিলেন সাজিদ নাদিওয়ালা
‘অ্যানিম্যাল’ দিয়ে বাজিমাত: আসছে দশকে রাজত্ব করবেন রনবির কাপুর!
শাহরুখ খানের নতুন সিনেমা নিয়ে আলোচনাঃ কে থাকছেন পরিচালনায়?

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত