সানি দেওলের ‘লাহোরঃ ১৯৪৭’ মুক্তির তারিখ চূড়ান্ত করছেন আমির খান!

সানি দেওলের ‘লাহোরঃ ১৯৪৭’

অভিনেতা এবং প্রযোজক হিসেবে ২০২৫ সালে একাধিক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান। নিজের অভিনীত ‘সীতারে জমিন পার’ ছাড়াও সানি দেওলের ‘লাহোরঃ ১৯৪৭’ সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন এই তারকা। এছাড়া তার প্রযোজিত ‘এক দিন’ এবং ‘প্রিতম পিয়ারে’ সিনেমাগুলোও মুক্তি পাচ্ছে আগামী বছর।

সম্প্রতি জানা গেছে সিনেমাগুলো মুক্তির তারিখ চূড়ান্ত করার কাজ শুরু করেছেন আমির খান। সংশ্লিষ্ট একটি সুত্র অনুযায়ী, রাজকুমার সন্তোষী পরিচালিত সানি দেওলের ‘লাহোরঃ ১৯৪৭’ সিনেমাটি আগস্টে মুক্তি পরিকল্পনা করছে আমির খান প্রডাকশন্স। দেশভাগের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি মুক্তি জন্য ভারতের স্বাধীনতা দিসবকে সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করছেন নির্মাতারা।

সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে, ‘লাহোরঃ ১৯৪৭ বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে এবং আমির খান এটি আগস্টে মুক্তির পরিকল্পনা করছেন। প্রযোজক হিসেবে তিনি মনে করছেন আগস্টের ছুটির কারণে বক্স অফিসে সুবিধাজনক অবস্থানে থাকবে সিনেমাটি। এছাড়া ১৯৪৭ সালের আগস্টেই ভারত-পাকিস্থান ভাগ হয়েছিলো।‘ সম্পাদনা শেষ হলেই তারিখ চূড়ান্ত করা হবে।

১৯৪৭ সালের দেশ ভাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে সানি দেওলের ‘লাহোরঃ ১৯৪৭’ সিনেমাটি। ইতিমধ্যে সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী সংশ্লিষ্টরা। এর মাধ্যমে ভারত-পাকিস্থান লড়াইয়ের আরো একটি সিনেমায় হাজির হচ্ছেন সানি দেওল। ‘লাহোরঃ ১৯৪৭’ মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ার পর নিজের অভিনীত এবং প্রযোজিত অন্য সিনেমাগুলো মুক্তির তারিখ চূড়ান্তের কাজ শুরু করবেন আমির খান।

এদিকে এই সিনেমাগুলো নিয়ে ইউটিউবের সাথে আলোচনা করছেন আমির খান। ইউটিউব যুক্তরাষ্ট্র এবং ভারত প্রধানের সাথে বিগত কয়েক মাস ধরে ধারাবাহিক আলোচনা করছেন এই তারকা। এমনকি ইউটিউবে এই সিনেমাগুলোর সরাসরি প্রিমিয়ারের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন আমির খান। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি আমির খান প্রডাকশন্স।

এ প্রসঙ্গে সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে, ‘আমির ইতিমধ্যেই প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মগুলিতে চলচ্চিত্রের প্রিমিয়ারের বিরুদ্ধে এবং তার চলচ্চিত্রগুলি প্রদর্শনের জন্য তিনি ইউটিউবের সাথে বিভিন্ন ধারণা নিয়ে আলোচনা করছেন। আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে সরাসরি ডিজিটাল প্রিমিয়ার, পোস্ট থিয়েট্রিকাল স্ট্রিমিং, পে-পার-ভিউ মডেল এবং আরও অনেক কিছু।‘

সূত্রটি আরো জানিয়েছে, ‘একজন প্রযোজক হিসাবে, আমির লাহোরঃ ১৯৪৭ সিনেমার জন্য একটি নেতৃস্থানীয় প্লাটফর্মের সাথে ৭০ কোটি রুপির চুক্তি করেছিলেন। কিন্তু তিনি আপাতত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারণ তিনি তার পুরো বিষয়টি নিয়ে ইউটিউবের সাথে একটি বিকল্প মাধ্যম তৈরি করার প্রক্রিয়া শুরু করেছেন।‘ এখন সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

আরো পড়ুনঃ
তিন পর্বে নির্মিত হতে যাচ্ছে রনবীর কাপুরের সিনেমা ‘অ্যানিম্যাল’
দীনেশ ভিজানের প্রযোজনায় নতুন হরর থ্রিলার সিনেমায় আলিয়া ভাট
শুরু হচ্ছে শাহরুখ খানের ‘কিং’: বড় আয়োজনের প্রস্তুতি সুজয় ঘোষের

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত