‘বরবাদ’ সিনেমায় এবার শাকিব খানের সঙ্গী ওপার বাংলার রিয়া

‘বরবাদ’ সিনেমায় এবার

শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হয়েছিলেন কলকাতা বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটির ব্যাপক সাফল্যে রাতারাতি আলোচনায় চলে আসেন ইধিকা। সর্বশেষ দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নিজের অবস্থান শক্তিশালী করেছেন তিনি। ‘বরবাদ’ সিনেমায় এবার শাকিব খানের সঙ্গী হচ্ছেন ওপার বাংলার ছোট পর্দার আরো এক অভিনেত্রী।

গত বছর নিজের দাম্পত্য জীবন নিয়ে খারাপ সময় পার করেছেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় খলনায়িকা রিয়া গঙ্গোপাধ্যায়। তবে সেই সময়কে পিছনে ফেলে বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। জানা গেছে ‘বরবাদ’ সিনেমায় এবার শাকিব খানের সাথে অভিনয় করতে যাচ্ছেন রিয়া। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।

শাকিব খানের সঙ্গে পর্দায় কাজ করার সুযোগ পেয়ে দারুণ উত্তেজনায় ভাসছেন রিয়া। সিনেমার জগতে এই নতুন শুরু তার জন্য এক বড় অর্জন, যা তাকে পর্দায় নতুনভাবে আত্মপ্রকাশ করতে সাহায্য করবে। শোনা যাচ্ছে, ‘বরবাদ’ সিনেমায় ইধিকা পালের বড় বোনের চরিত্রে অভিনয় করবেন রিয়া। যদিও চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে নারাজ এই অভিনেত্রী।

তবে জানা গেছে, কোন মেকআপ ছাড়াই পর্দায় হাজির হচ্ছেন রিয়া। সিনেমাটিতে সম্পূর্ণ ন্যাচারাল লুকে রিয়াকে উপস্থাপন করতে যাচ্ছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তাঁর সত্যিকারের চুলে লম্বা বিনুনি আর চোখের তলায় জমে থাকা সত্যিকারের কালি নিয়েই ধরা দেবেন রিয়া। এমনকি ইধিকার সাথে দৃশ্যেও কোন মেকআপ নিচ্ছেন না এই অভিনেত্রী।

সিনেমাটিতে নিজের চরিত্র প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমাকে কী ভাবে দেখা যাবে তা পর্দার জন্য তোলা থাক। আমি এখন কিছুই বলতে পারব না। তবে এটা বলতে পারি, যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই আপনারা দেখতে পাবেন আমাকে।‘ সিনেমায় মেকআপ না থাকলেও, শাকিবের সাথে ছবি তোলার সময় সেজেগুজে থাকবেন বলে রসিকতা করেন তিনি।

‘মিঠিঝোরা’, ‘অমর সঙ্গী’ এর মত ধারাবাহিকে নিয়মিত ছোট পর্দায় দেখা যায় তাঁকে। তবে আপাতত ছোট পর্দার অভিনয় স্থগিত করছেন তিনি। রিয়া মন দিয়েছেন বাংলাদেশের সিনেমায়। ইতিমধ্যেই কলকাতা এবং মুম্বইয়ে সিনেমাটির দৃশ্যধারন সম্পন্ন করেছেন তিনি। ভিসা সংক্রান্ত জটিলতা শেষ হলেও বাংলাদেশে আসছেন রিয়া। এখন ইধিকার সঙ্গে নিজের অংশের কাজ করছেন তিনি।

উল্লেখ্য যে, গত বছর একাধিক ব্যক্তিগত ও পেশাদার ঝড়ের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়েছে রিয়াকে। তবে এখন তিনি সম্পূর্ণ নতুন উদ্যমে পর্দায় ফিরছেন। ২০২৪ এর সাফল্যকে নিজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন রিয়া। শাকিবের সাথে এই নতুন সিনেমা এবং চরিত্র তাকে তার অভিনয় জীবনের নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে বলে বিশ্বাস করেন তিনি।

আরো পড়ুনঃ
‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুকে ভয়ঙ্কর রুপে হাজির শাকিব খান
আগামী ঈদে আবারো বক্স অফিসে মুখোমুখি শাকিব এবং নিশো
শাকিব খানকে নিয়ে রাফীর ‘তাণ্ডব’: জানুয়ারিতে শুরু হচ্ছে দৃশ্যধারন

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত