জানা গেলো ‘পুষ্পা ২’ সিনেমার ধামাকাদার আইটেম প্রকাশের বিস্তারিত

‘পুষ্পা ২’ সিনেমার ধামাকাদার

আগামী ৫ই ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আল্লু অর্জুন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২: দ্যা রুল’। সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতীক্ষিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। সম্প্রতি ট্রেলার প্রকাশের মাধ্যমে শুরু হয়েছে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা। এবার জানা গেলো জানা গেলো ‘পুষ্পা ২’ সিনেমার ধামাকাদার আইটেম প্রকাশের বিস্তারিত।

‘পুষ্পা ২’ সিনেমার প্রচারণার জন্য বিশাল প্রস্তুতি নিয়েছেন নির্মাতার। পাটনাতে একটি বিশাল ইভেন্টের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। উক্ত অনুষ্ঠানে প্রায় ২ লাখের মত দর্শক উপস্থিত ছিলেন বলে দাবী করছেন আয়োজকরা। আর পরবর্তী ইভেন্টের জন্য সিনেমাটির শিল্পী কুশলীরা যাচ্ছেন চেন্নাই, কোচি এবং মুম্বাই।

প্রচারণার অংশ হিসেবে এই প্রতিটি ইভেন্টে প্রকাশ করা হবে সিনেমাটির বিভিন্ন উপাদান। আগামী ২৪ নভেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ সিনেমার পরবর্তী ইভেন্ট। জানা গেছে উক্ত ইভেন্টে প্রকাশিত হতে যাচ্ছে সিনেমাটির ধামাকাদার আইটেম সঙ। ট্রেলারে গানটির একঝলকে উম্মাদনায় মেতেছিলেন ভক্তরা। এবার তাদের জন্য প্রকাশ্যে আসছে পুরো গ্না।

জানা গেলো ‘পুষ্পা ২’ সিনেমার ধামাকাদার আইটেম ‘কিসিক’ প্রকাশ্যে আসছে ২৪ নভেম্বর। গানটির সঙ্গীত পরিচালক হিসেবে আছেন দেবী শ্রী প্রাসাদ। আর এতে আল্লু অর্জুনের সাথে নাচতে দেখা যাবে শ্রীলীলাকে। ২৪ নভেম্বর গানটি প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণাও ইতিমধ্যে দিয়েছেন নির্মাতারা। চলতি মাসের প্রথম সপ্তাহে শেষ হয়েছে গানটির দৃশ্যধারনের কাজ।

এর আগে ‘পুষ্পা’ প্রথম পর্বের আইটেম গানে পারফর্ম করেছিলেন সামান্থা রুথ প্রভু। দ্বিতীয় পর্বের আইটেম গানের জন্য প্রথমিকভাবে একাধিক বলিউড অভিনেত্রীকে বিবেচনা করেছিলেন নির্মাতা সুকুমার। বিবেচনায় ছিলেন ‘স্ত্রী’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কিন্তু শিডিউল জটিলতার কারণে শ্রদ্ধা কাপুর অসম্মতি জানালে, শ্রীলীলাকে চূড়ান্ত করেন নির্মাতারা।

‘পুষ্পা ২’ সিনেমায় আল্লু অর্জুন পুষ্পা রাজ চরিত্রে অভিনয় করছেন। আগের পর্বের ধারাবাহিকতায় সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। তবে দ্বিতীয় পর্বে আল্লু অর্জুনের সাথে মূল লড়াইটা হতে যাচ্ছে ফাহাদ ফাসিলের। ‘পুষ্পা ২’ সিনেমার প্রধান খলচরিত্র ভানওয়ার সিং শেখাওয়াত হিসেবে হাজির হচ্ছেন এই তারকা।

সুকুমার রচিত ও পরিচালনায় এই সিনেমাটির সহ-লেখক হিসেবে আছেন শ্রীকান্ত ভিসা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন মিথ্রি মুভি মেকার্স ব্যানারের নবীন ইয়েরনেনি এবং ইয়ালামঞ্চিলি রবি শঙ্কর মিরোস্লা। মোট ছয়টি ভাষায় প্যান ইন্ডিয়া মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালাম এবং কন্নড়ের পাশাপাশি বাংলায় মুক্তি পেতে যাচ্ছে ‘পুষ্পা ২’।

আরো পড়ুনঃ
ট্রেলার দিয়ে শুরু হলো ‘পুষ্পা ২’ সিনেমার রেকর্ড ভাঙ্গাগড়ার যাত্রা!
শুরু হয়ে গেছে বিশ্বব্যাপী ‘পুষ্পা’ ঝড়ঃ প্রকাশ্যে আসছে ট্রেলার
বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক পর্দায় মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত