প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী বক্স অফিসে ‘পুষ্পা ২’ সিনেমার যত রেকর্ড!

প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী বক্স

প্রত্যাশা ছিলো দারুণ কিছুর, কিন্তু মুক্তির পর যা হচ্ছে সেটি কল্পনাতীত! বলছিলাম আল্লু অর্জুনের ‘পুষ্পাঃ দ্যা রুল’ সিনেমার বক্স অফিস আয়ের কথা। ৫ ডিসেম্বর প্যান ইন্ডিয়া মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে রীতিমত তাণ্ডব চালিয়েছে এই সিনেমা। চলুন দেখে নেয়া যাক প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী বক্স অফিসে যত রেকর্ড গড়েছে ‘পুষ্পাঃ দ্যা রুল’।

চারদিনে বর্ধিত প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী বক্স অফিসে ৮২৯ কোটি রুপি আয় করেছে সময়ের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। মুক্তির প্রথম দিন থেকেই অস্বাভাবিক আয়ের ধারা অব্যাহত রেখেছে পুরো সপ্তাহান্তে। প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী বক্স অফিসে দৈনিক গড়ে ২০০ কোটির বেশী আয় করেছে সিনেমাটি। সেইসাথে গড়েছে একাধিক বক্স অফিস রেকর্ড।

তেলুগু সিনেমা হলেও, ‘পুষ্পাঃ দ্যা রুল’ মূলত সবচেয়ে বেশী আয় করেছে হিন্দি সংস্করণ থেকে। ‘জওয়ান’ এবং ‘স্ত্রী ২’-কে পিছনে ফেলে হিন্দিতে সব রেকর্ড এখন এই তেলুগু সিনেমার দখলে। অস্বাভাবিক আয়ের ধারা অব্যাহত রেখে চারদিনে ভারতীয় বক্স অফিসে একাধিক রেকর্ড গড়েছে এটি। ইতিহাসের সবচেয়ে বেশী আয়ের সিনেমা হিসেবে আবির্ভুত হওয়া এখন সময়ের ব্যাপার।

০১। সবচেয়ে বেশী দৈনিক শতকোটি আয়ের সিনেমা
ভারতীয় বক্স অফিসে প্রথম সপ্তাহান্তে সবচেয়ে বেশী দৈনিক শতকোটি আয়ের রেকর্ড গড়েছে ‘পুষ্পাঃ দ্যা রুল’। চতুর্থ দিন ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ১৪৩ কোটি রুপি। এর আগে প্রথম এবং তৃতীয় দিনেও ১০০ কোটির বেশী আয় করেছিলো ‘পুষ্পাঃ দ্যা রুল’। মুক্তির প্রথম চারদিনের মধ্যে তিনদিনই বক্স অফিসে ১০০ কোটির বেশী করেছে এই সিনেমা।

০২। ইতিহাসের সবচেয়ে বেশী দৈনিক আয়
চতুর্থ দিন রবিবার ভারতীয় বক্স অফিসে ‘পুষ্পাঃ দ্যা রুল’ সিনেমাটি আয় করেছে ১৪৩ কোটি রুপি। এর মাধ্যমেএকদিনে বক্স অফিসে সবচেয়ে বেশী আয়ের রেকর্ড গড়েছে এই সিনেমা। এর আগে এসএস রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ ১০২.৩০ কোটি রুপি আয়ের মাধ্যমে এই রেকর্ডের অধিকারী ছিলো। আবারো ভারতীয় বক্স অফিসে তেলুগু সিনেমার দাপট দেখা গেলো।

০৩। দ্রুততম সময়ে ৫০০ কোটির মাইলফলক অতিক্রম
আল্লু অর্জুনের ক্যারিয়ারের প্রথম ৫০০ কোটি রুপির সিনেমা ‘পুষ্পাঃ দ্যা রুল’। শুধু তাই নয়, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে কম সময়ে ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে এটি। চারদিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ৫৩৯.২৫ কোটি রুপি। এর আগে ‘বাহুবলীঃ দ্যা কনক্লুশন’ ৭ দিনে ৫০০ কোটি আয় করতে সক্ষম হয়েছিলো।

০৪। টলিউডের চতুর্থ সর্বোচ্চ আয়ের সিনেমা
মাত্র চারদিনে ভারতীয় বক্স অফিসে চতুর্থ সর্বোচ্চ আয়ের টলিউড সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে ‘পুষ্পাঃ দ্যা রুল’। ইতিমধ্যে এটি পিছনে ফেলে দিয়েছে ‘বাহুবলীঃ দ্যা বিগিনিং’ সিনেমার আয়কে। ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ আয়ের তিনটি টলিউড সিনেমা হচ্ছে যথাক্রমে ‘বাহুবলীঃ দ্যা কনক্লুশন’ (১০৩১ কোটি রুপি), ‘আরআরআর’ (৭৭২ কোটি রুপি) এবং ‘কালকি ২৮৯৮এডি’ (৬৫৩.২১ কোটি রুপি)।

০৫। নবম সর্বোচ্চ আয়ের ভারতীয় সিনেমা
মাত্র চারদিনে ভারতীয় চলচ্চিত্রের (সব ভাষায়) ইতিহাসে নবম সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে ‘পুষ্পাঃ দ্যা রুল’। ৫৩৯.২৫ কোটি রুপি আয়ের মাধ্যমে সিনেমাটি পিছনে ফেলে দিয়েছে ‘বাহুবলীঃ দ্যা বিগিনিং’ এবং ‘গাদার ২’ সিনেমাগুলোকে। চারদিন শেষে ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশী আয়ের সিনেমার তালিকায় নবম স্থানে রয়েছে ‘পুষ্পা ২’।

০৬। হিন্দি সিনেমার বাজারে যত রেকর্ড
তেলুগু ভাষার একটি সিনেমা হিন্দিতে বক্স অফিস রেকর্ড লিখেছে নতুন করে। হিন্দিতে সিনেমাটির রেকর্ডগুলোর মধ্যে রয়েছে – সবচেয়ে বড় উদ্বোধনী (৭০+ কোটি রুপি), টানা চারদিন ৫০ কোটির বেশী আয়, তিনদিন ৭০ কোটির বেশী আয়, একদিনে সবচেয়ে বেশী আয় (৮৫+ কোটি রুপি), দ্রুততম সময়ে ২০০ কোটি রুপি, দ্রুততম সময়ে ৩০০ কোটি রুপি, প্রথম সপ্তাহান্তে সবচেয়ে বেশী আয় ইত্যাদি।

প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী বক্স অফিসে ‘পুষ্পাঃ দ্যা রুল’ সিনেমাটি যেরকম আয় করেছে সেটি যেকোন বিবেচনায় অবিশ্বাস্য। বিশেষ করে সিনেমাটির হিন্দি সংস্করণের আয়কে কল্পনাতীত, অবিশ্বাস্য, অসম্ভব বললেও কম বলা হবে। আগামী দিনগুলোতে কত রেকর্ড নতুন করে লিখতে হবে সেটি সময়ই বলে দিবে।

আরো পড়ুনঃ
উদ্বোধনী দিনে সব রেকর্ড ভেঙ্গে শুরু হলো ‘পুষ্পা ২’ বক্স অফিস যাত্রা
বিশ্বব্যাপী রেকর্ড উদ্বোধনী পেয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পাঃ দ্যা রুল’
শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে ‘পুষ্পা ২’!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত