৫ ডিসেম্বর মুক্তির পর বিশ্বব্যাপী বক্স অফিসে আলোড়ন তুলেছে আল্লু অর্জুনের ‘পুষ্পাঃ দ্যা রুল’। ভারতীয় সিনেমা হিসেবে উদ্বোধনী দিনে সবচেয়ে বেশী আয়ের রেকর্ড গড়েছে এই সিনেমা। পাশাপাশি হিন্দিতে সর্বোচ্চ উদ্বোধনী পাওয়া সিনেমা হিসেবে ‘জওয়ান’-কে পিছনে ফেলে দিয়েছে ‘পুষ্পা ২’। জানা গেছে, দুই দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে প্রথম পর্বকে ছাড়িয়ে গেছে ‘পুষ্পা ২’।
বিশ্বব্যাপী রেকর্ড উদ্বোধনীর পর দ্বিতীয় দিনেও ভালো আয়ের ধারা অব্যাহত রেখেছে সিনেমাটি। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন সিনেমাটির আয় করেছে মাত্র ২৫ থেকে ৩০ ভাগ। রেকর্ড উদ্বোধনীর পর বক্স অফিসের এই পতন স্বাভাবিক বলেই মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। আর এর মাধ্যমে দুই দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে প্রথম পর্বকে ছাড়িয়ে গেলো ‘পুষ্পাঃ দ্যা রুল’ সিনেমাটি।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, দুইদিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৪২১ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। প্রথম দিনে সিনেমাটির আয় ছিলো প্রায় ২৬০ কোটি রুপি। যদিও নির্মাতাদের হিসেবে উদ্বোধনী দিনে আয়ের পরিমাণ ছিলো ২৯৪ কোটি রুপি। প্রথম দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির বেশী আয় করতে সক্ষম হয়েছে ‘পুষ্পা ২’।
দ্বিতীয় দিনে ভারতীয় বক্স অফিসে সাব ভাষায় সিনেমাটির মোট আয় ছিলো ৯০ কোটি রুপির একটু বেশী। এর মধ্যে টানা দ্বিতীয় দিনের মত হিন্দিতে ‘পুষ্পাঃ দ্যা রুল’ সিনেমাটি আয় করেছে ৫০ কোটি রুপির বেশী। বলিউডের সব সিনেমাকে পিছনে ফেলে, হিন্দিতে সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে তেলুগু সিনেমা ‘পুষ্পা ২’। অবশিষ্ট সব রেকর্ডও শুধু সময়ের ব্যাপার।
মুক্তির দ্বিতীয় দিনে ভারতীয় প্রেক্ষাগৃহে সিনেমাটির দর্শক সমাগম ছিলো দারুণ পর্যায়ের। তেলুগুতে সিনেমাটির দর্শক সমাগম ছিলো ৫৩% এর মতো। এরপরই রয়েছে হিন্দি সংস্করণ, যেখানে সিনেমাটি দেখতে দর্শক সমাগম ছিলো ৫১.৬৬%। আর তামিল, কন্নড় এবং মালয়ালাম সংস্করণে দর্শক সমাগম ছিলো যথাক্রমে ৩৮.৫৩%, ৩৫.৯৭% এবং ২৭.৩০%।
এদিকে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা’ সিরিজের প্রথম সিনেমা ‘পুষ্পাঃ দ্যা রাইজ’ বিশ্বব্যাপী বক্স অফিসে মোট আয় করেছিলো মাত্র ৩৫০ কোটি রুপি। প্রথম পর্ব মুক্তির পর থেকেই ‘পুষ্পাঃ দ্যা রুল’ নিয়ে দর্শকদের আগ্রহ ছিলো আকাশচুম্বী। মুক্তির পর বক্স অফিস আয়েও ছিলো তার প্রতিফলন। দুর্দান্ত উদ্বোধনীর মাধ্যমে দুই দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে প্রথম পর্বকে ছাড়িয়ে গেছে এটি।
এসএস রাজামৌলী পরিচালিত ‘বাহুবলী’ সিরিজের মাধ্যমে প্যান ইন্ডিয়া সিনেমার জোয়া শুরু হয়েছিলো। সেই ধারাবাহিকতায় প্যান ইন্ডিয়া ব্লকবাস্টার হয়েছিলো আরো কয়েকটি সিনেমা, যার মধ্যে ‘আরআরআর’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’ উল্লেখযোগ্য। এবার ‘পুষ্পাঃ দ্যা রুল’ সিনেমাও নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এর মাধ্যমে নতুন প্যান ইন্ডিয়া সুপারস্টার হিসেবে আবির্ভুত হয়েছেন আল্লু অর্জুন।
প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ সিনেমায় আল্লু অর্জুন পুষ্পা রাজ চরিত্রে অভিনয় করছেন। আগের পর্বের ধারাবাহিকতায় সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। তবে দ্বিতীয় পর্বে আল্লু অর্জুনের সাথে মূল লড়াইটা হতে যাচ্ছে ফাহাদ ফাসিলের। ‘পুষ্পা ২’ সিনেমার প্রধান খলচরিত্র ভানওয়ার সিং শেখাওয়াত হিসেবে হাজির হয়েছেন এই তারকা।
আরো পড়ুনঃ
উদ্বোধনী দিনে বিশ্বব্যাপী সব রেকর্ড ভেঙ্গে শুরু হলো ‘পুষ্পা ২’ বক্স অফিস যাত্রা
বিশ্বব্যাপী রেকর্ড উদ্বোধনী পেয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পাঃ দ্যা রুল’
শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে ‘পুষ্পা ২’!