সংক্রান্তি উৎসবকে সামনে রেখে মুক্তি পেয়েছে রাম চরণ এবং কিয়ারা আদভানি অভিনীত সিনেমা ‘গেম চেঞ্জার’। শংকর পরিচালিত সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিলো ব্যাপক। তবে মুক্তি পর সাধারণ দর্শকদের মাঝে এটি নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে প্রথম দিনে ‘গেম চেঞ্জার’ বক্স অফিস আয় দেখা গেছে বিতর্ক।
জানা গেছে, প্যান ইন্ডিয়া মুক্তিপ্রাপ্ত সিনেমাটি তেলুগুতে গড়পড়তা উদ্বোধনী পেয়েছে। আর তেলুগু ছাড়া অন্য ভাষায় এই সিনেমার আয় প্রত্যাশার চেয়ে কম বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও সিনেমাটির আয় প্রত্যাশার চেয়ে অনেক কম। আর প্রথম দিনে হিন্দিতে সিনেমাটির আয় ১০ কোটির চেয়ে কম ছিলো।
তবে নির্মাতাদের প্রদত্ত হিসেবে ‘গেম চেঞ্জার’ বক্স অফিস আয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে ব্যাপক সমালোচনা। নির্মাতাদের হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে এই সিনেমার উদ্বোধনী দিনের আয়ের পরিমাণ ১৮৬ কোটি রুপি। তবে এটিকে ভারতীয় সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় কারসাজি হিসেবে অভিহিত করছেন ট্রেড বিশেষজ্ঞরা।
নির্মাতাদের হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে উদ্বোধনী দিনে ‘গেম চেঞ্জার’ সিনেমার আয় ১৮৬ কোটি রুপি। তবে ট্রেড বিশেষজ্ঞদের হিসেবে প্রথম দিনের আয় ৮৫ কোটি রুপি!#ফিল্মীমাইক #FilmyMike #gamechanger #ramcharan #kiaraadvani #shankar #SJSuryah pic.twitter.com/VSfurNaxAS
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) January 11, 2025
সিনেমা সংক্রান্ত বিভিন্ন ট্রেড বিশেষজ্ঞদের মতে প্রথম দিনে বিশ্বব্যাপী এই সিনেমার আয় ছিলো মাত্র ৮০ কোটি রুপি। সে হিসেবে নির্মাতাদের প্রদত্ত আয়ের সাথে ট্রেড বিশেষজ্ঞদের আয়ের হিসেবের পার্থক্য ১০৬ কোটি রুপি। সাধারণত মূল আয়ের চেয়ে নির্মাতারা ১০% বেশী ঘোষণা করে থাকেন। কিন্তু ‘গেম চেঞ্জার’ নির্মাতারা প্রথম দিনেই আয় দেখিয়েছেন ১০০% এর বেশী।
প্রাথমিক ধারণা অনুযায়ী, ভারতীয় বক্স অফিসে সিনেমাটির নেট আয় ৫১ কোটি রুপি। এর মধ্যে তেলুগু সংস্করণ থেকে এর আয়ের পরিমাণ ছিলো ৪১.২৫ কোটি রুপি। আর দ্বিতীয় সর্বোচ্চ আয় এসেছে হিন্দি সংস্করণ থেকে। হিন্দিতে প্রথম দিনে ‘গেম চেঞ্জার’ বক্স অফিসে আয় করেছে ৭.৫ কোটি রুপি। আর গ্রোস আয়ের হিসেবে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয়ের পরিমাণ ৬১ কোটি রুপি।
ভারতের মত আন্তর্জাতিক বাজারেও খারাপ অবস্থায় রয়েছে ‘গেম চেঞ্জার’। আন্তর্জাতিক বাজারে সিনেমাটির প্রথম দিনের আয় ছিলো মাত্র ১৯ কোটি রুপি। উদ্বোধনী দিনে ‘গেম চেঞ্জার’ বক্স অফিস আয়ের হিসেব নীচে দেওয়া হলো –
ভারতীয় বক্স অফিসে নেট আয় – ৫১ কোটি রুপি
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় – ৬১.১ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে গ্রোস আয় – ১৯ কোটি রুপি
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয় – ৮০.১ কোটি রুপি
দিল রাজু প্রযোজিত এই সিনেমাটির বাজেট আনুমানিক ৪০০ কোটি রুপি। সিনেমাটির চারটি গানেই ৭৫ কোটি রুপি খরচ করেছেন পরিচালক শংকর। প্রথম দিনের আয় বিবেচনা করলে বক্স অফিসে ডিজাস্টারের পথেই এগুচ্ছে সিনেমাটি। সংক্রান্তির ছুটিতে দক্ষিণ ভারতীয় বক্স অফিসে আয় কিছুটা ভালো হলেও, বক্স অফিসে এর শেষ রক্ষা হবে বলে মনে হচ্ছে না।
আরো পড়ুনঃ
অ্যাকশন আর ভায়োলেন্সে মালয়ালাম বক্স অফিস চমক ‘মারকো’
ডিজাস্টারের খাতায় নাম লিখিয়েছে বরুণ ধাওয়ানের ‘বেবি জন’
চতুর্থ সপ্তাহেও নতুন রেকর্ড গড়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পাঃ দ্যা রুল’