প্রত্যাশা ছিলো বিশাল কিছুর! মুক্তির আগে অগ্রিম টিকেট বিক্রিতেও ছিলো সেই উম্মাদনা। তবে মুক্তির পর সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পাঃ দ্যা রুল’। ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তিপ্রাপ্ত সিনেমাটি রীতিমত সুনামি হিসেবে হাজির হয়েছে প্রেক্ষাগৃহে। উদ্বোধনী দিনে বিশ্বব্যাপী সব রেকর্ড ভেঙ্গে বক্স অফিস যাত্রা শুরু করেছে সিনেমাটি।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পাঃ দ্যা রাইজ’ দিয়ে প্যান ইন্ডিয়া আলোড়ন তুলেছিলেন সুকুমার এবং আল্লু অর্জুন। এরপর থেকেই সিনেমাটির দ্বিতীয় পর্ব নিয়ে দর্শকদের মাঝে ছিলো ব্যাপক উত্তেজনা। প্রায় তিন বছর পর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে এর দ্বিতীয় পর্ব ‘পুষ্পাঃ দ্যা রুল’। অগ্রিম টিকেট বিক্রি থেকে শুরু করে উদ্বোধনী দিনের আয় – সব কিছুতেই ছিলো রেকর্ডের বন্যা।
দর্শকদের আগ্রহ বিবেচনায় বিশ্বব্যাপী ১২,০০০ এর বেশী পর্দায় মুক্তি পেয়েছিলো সিনেমাটি। তেলুগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালাম এবং বাংলা – মোট ছয়টি ভাষায় প্যান ইন্ডিয়া মুক্তিপ্রাপ্ত এই সিনেমা উদ্বোধনী দিনে বিশ্বব্যাপী সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। চলুন দেখে নেয়া যাক মুক্তির প্রথম দিনে ‘পুষ্পাঃ দ্যা রুল’ সিনেমা যে রেকর্ডগুলো ভেঙ্গে দিয়েছে, তার কিছু ঝলক!
০১। বিশ্বব্যাপী বক্স অফিসে ভারতীয় সিনেমা হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী
মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ‘পুষ্পাঃ দ্যা রুল’ আয় করেছে ২৬০ কোটি রুপি। এর মাধ্যমে ভারতীয় সিনেমা হিসেবে সর্বোচ্চ উদ্বোধনীর রেকর্ড গড়েছে সিনেমাটি। এর আগে বিশ্বব্যাপী বক্স অফিসে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিলো এসএস রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ সিনেমার। প্রথম দিনে সিনেমাটির বিশ্বব্যাপী বক্স অফিসে আয় ছিলো ২২৪ কোটি রুপি।
০২। ভারতীয় বক্স অফিসে প্রথমদিনে সর্বোচ্চ আয় (নেট)
ভারতীয় বক্স অফিসে সব ভাষায় প্রথমদিনে সর্বোচ্চ আয় (নেট)-এর রেকর্ড গরেছিলো ‘আরআরআর’। রাজামৌলী পরিচালিত এই সিনেমাটির প্রধান দুটি চরিত্রে ছিলেন রাম চরণ এবং এনটিআর জুনিয়র। ‘পুষ্পা’ দ্বিতীয় পর্ব দিয়ে সেই রেকর্ডও ভেঙ্গে দিয়েছেন আল্লু অর্জুন। উদ্বোধনী দিনে ভারতীয় বক্স অফিসে ‘পুষ্পাঃ দ্যা রুল’ সিনেমাটি আয় (নেট) করেছে ১৭৮ কোটি রুপি।
০৩। হিন্দি ভাষায় প্রথম দিনে সর্বোচ্চ আয়
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ হিন্দি ভাষায় ভারতীয় বক্স অফিসে আয় (নেট) করেছিলো ৬৫.৫০ কোটি রুপি। এবার সেই রেকর্ডও নিজের করে নিয়েছেন আল্লু অর্জুন। ‘পুষ্পাঃ দ্যা রুল’ সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে প্রথম দিনে আয় হয়েছে ৭২ কোটি রুপি। দক্ষিণের একটি সিনেমার হিন্দি বাজারে এরকম উদ্বোধনী যেকোন বিচারে অবিশ্বাস্য।
এছাড়া আরো অসংখ্য ছোট বড় রেকর্ড ইতিমধ্যে নিজের দখলে নিয়েছেন আইকন স্টার আল্লু অর্জুন। এমনকি অগ্রিম টিকেট বিক্রির ক্ষেত্রেও অন্যদের চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে আছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। ইতিহাসে প্রথমবারের মতো বুক মাই শো’তে প্রতি ঘণ্টায় ১ এক লাখের বেশী টিকেট বিক্রির রেকর্ডও গড়েছে সিনেমাটি।
রেকর্ড বিবেচনায় সব দিকেই এখন প্রথম অবস্থানে রয়েছে আল্লু অর্জুনে ‘পুষ্পাঃ দ্যা রুল’। শুধুমাত্র একটি ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে এই সিনেমা। প্রথম দিনে ভারতে প্রায় ৭১ লাখ দর্শক এই সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখেছেন। ১ কোটির বেশী দর্শক নিয়ে প্রথম অবস্থানে রয়েছে এসএস রাজামৌলী পরিচালিত ‘বাহুবলী – দ্যা কনক্লুশন’ সিনেমাটি। তবে বাকী সব ক্ষেত্রেই ভারতীয় সিনেমার নতুন রেকর্ড গড়েছে ‘পুষ্পা ২’। সামনের দিনগুলোতে নতুন আরো রেকর্ডের হিসেব করতে প্রস্তুত থাকুন।
আরো পড়ুনঃ
বিশ্বব্যাপী রেকর্ড উদ্বোধনী পেয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পাঃ দ্যা রুল’
শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে ‘পুষ্পা ২’!
মুক্তির আগেই যে রেকর্ড ভেঙ্গে দিলো আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’