আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ সিনেমাটি সম্ভবত ২০২৪ সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা। এখনো প্রেক্ষাগৃহে মুক্তির এক মাস বাকি থাকলেও, সিনেমাটি নিয়ে সবার মাঝে উত্তেজনা আকাশচুম্বী। জানা গেছে মুক্তির আগেই হাজার কোটি আয় ছাড়িয়ে গেছে সুকুমার পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেয়া ‘পুষ্পা ২’। প্রেক্ষাগৃহে মুক্তির পর কি হবে সেটা অনেকটাই অনুমেয়।
‘পুষ্পাঃ দ্য রুল’ সিনেমাটি ২০২১ সালের ব্লকবাস্টার ‘পুষ্পাঃ দ্য রাইজ’-এর দ্বিতীয় পর্ব। ‘পুষ্পাঃ দ্য রাইজ’ ভারতীয় বক্স অফিসে ২৬৮ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিলো। আল্লু অর্জুনের দুর্দান্ত অভিনয়, সুকুমারের দক্ষ্য নির্দেশনার সাথে ছিলো দারুণ কিছু গান। প্রথম পর্বের সাফল্যের পরই ধারনা করা হয়েছিলো বক্স অফিস রেকর্ডের খাতা নতুন করে লিখবে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে মুক্তির আগেই হাজার কোটি আয় ছাড়িয়ে গেছে সিনেমাটি। ইতিমধ্যে এই সিনেমার আয় দাঁড়িয়েছে ১০৮৫ কোটি রুপি। এই সিনেমার প্রেক্ষাগৃহে প্রদর্শন স্বত্ব থেকে নির্মাতাদের আয় ৬০০ কোটি রুপি, ভারতীয় সিনেমার ইতিহাসে যা সবচেয়ে বেশী। এরমধ্যে তেলেগু এবং হিন্দি সিনেমার প্রেক্ষাগৃহ স্বত্বের পরিমাণ ৩৭৫ থেকে ৪০০ কোটি রুপি।
তেলুগু এবং হিন্দি ছাড়া ভারতের অন্যান্য রাজ্যের প্রেক্ষাগৃহে প্রদর্শন স্বত্বের পরিমাণ ১০০ কোটি রুপি। অর্থাৎ, শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে সিনেমাটির প্রেক্ষাগৃহ স্বত্ব থেকে আয় দাঁড়িয়েছে ৪৭৫ কোটি রুপি। আর আন্তর্জাতিক বাজারে প্রদর্শন স্বত্বের পরিমাণ ১২৫ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী এই সিনেমার প্রদর্শন স্বত্ব থেকে নির্মাতাদের আয় দাঁড়িয়েছে অবিশ্বাস্য ৬০০ কোটি রুপি।
প্রেক্ষাগৃহ ছাড়াও সিনেমাটির ওটিটি এবং টেলিভিশন স্বত্ব নিয়েও দেখা গেছে ব্যাপক কাড়াকাড়ি। ২৭৫ কোটি রুপিতে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ সিনেমার ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। আর এর টেলিভিশন এবং মিউজিক স্বত্ব বিক্রি হয়েছে যথাক্রমে ৮৫ এবং ৬৫ কোটি রুপিতে। প্রেক্ষাগৃহ স্বত্বের বাইরেই সিনেমাটির মোট আয় হচ্ছে ৪২৫ কোটি রুপি।
বিভিন্ন সুত্রে জানা গেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ সিনেমাটির নির্মান ব্যয় ৫০০ কোটি রুপি। তেলুগু চলচ্চিত্রের অন্যতম ব্যয়বহুল এই সিনেমাটি মুক্তির আগেই আয়ে নতুন রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। মুক্তির আগেই হাজার কোটি আয়ের মাধ্যমে বিনিয়োগের ১১৭% মুনাফা নিশ্চিত করেছে বছরের সবচেয়ে আলোচিত এই সিনেমা। এখন পর্যন্ত উম্মাদনা দেখে মনে হচ্ছে, ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের সবচেয়ে বেশী আয়ের সিনেমা হতে যাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’।
উল্লেখ্য যে, সুকুমার পরিচালিত এই সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এছাড়া সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, প্রকাশ রাজ, জগপতি বাবু এবং জগদীশ প্রতাপ বন্দরী সহ আরো অনেকে। মিথ্রি মুভি মেকার্স প্রযোজিত এই সিনেমাটি আগামী ৬ই ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে।
আরো পড়ুনঃ
‘কুলি’ মুক্তির পর নিজের ইউনিভার্সের সিনেমা শুরু করবেন লোকেশ
বক্স অফিসে ২,০০০ কোটি রুপির বেশী আয় করবে সুরিয়ার ‘কাঙ্গুভা’!
অবশেষে চূড়ান্ত হলো রাম চরনের ‘গেম চেঞ্জার’ সিনেমার মুক্তির তারিখ