বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’। মুক্তির সময় যত কাছে আসছে, সিনেমাটি নিয়ে সবার উম্মাদনা ততোই বাড়ছে। গত ৩০ নভেম্বর শুরু হয়েছে ভারতীয় প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’ অগ্রিম টিকেট বিক্রি। শুরু ৪৮ ঘণ্টার মধ্যেই সম্ভাব্য বক্স অফিস সুনামী হিসেবে আবির্ভুত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
‘পুষ্পা ২’ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আগে থেকেই ছিলো। সর্বশেষ বেশ কয়েকটি শহরে এই সিনেমার প্রচারণায় অংশ নেন আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা সহ অন্যরা। এই ইভেন্টগুলোতে প্রকাশ করা হয়েছে এই সিনেমার ট্রেলার এবং দুটি গান। ইভেন্টেগুলোর মাধ্যমে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে উম্মাদনা কয়েকগুণ বাড়াতে সক্ষম হয়েছেন নির্মাতারা।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ‘পুষ্পা ২’ অগ্রিম টিকেট বিক্রি শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ৩২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। সব মিলিয়ে ভারতে প্রায় ৭ লাখ টিকেট অগ্রিম বিক্রি হয়েছে। এর মধ্যে টুডি, থ্রীডি, আইম্যাক্স এবং ফোরডি ভার্শন রয়েছে। সিনেমাটি নিয়ে দর্শকদের উম্মাদনা বিবেচনায় বাকী দুই দিনে প্রেক্ষাগৃহে টিকেট বিক্রিত হিড়িক পরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারতে মোট ছয়টি ভাষায় মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। এরমধ্যে অগ্রিম টিকেট বিক্রিতে সবচেয়ে বেশী এগিয়ে আছে তেলুগু সংস্করণ। অগ্রিম টিকেট বিক্রি থেকে ‘পুষ্পা ২’ সিনেমাটির তেলুগু সংস্করণের আয় হয়েছে ১০.৮৭ কোটি রুপি। আর ৭.৬ কোটি রুপি বিক্রির মাধ্যমে দ্বিতীয় অবস্থানে রয়েছে এই সিনেমার হিন্দি সংস্করণ।
এছাড়া টিকেট বিক্রির সংখ্যার দিক থেকেও তেলুগুর সাথে সমান্তরালে রয়েছে হিন্দি সংস্করণ। প্রথম ৪৮ ঘণ্টায় সিনেমাটির তেলুগু সংস্করণের অগ্রিম টিকেট বিক্রি হয়েছে ২ লাখ ৭৭ হাজারের একটু বেশী। অন্যদিকে, হিন্দি সংস্করণের অগ্রিম টিকেট বিক্রির সংখ্যা ২ লাখ ৬৬ হাজারের একটু বেশী। একটি আঞ্চলিক সিনেমার হিন্দিতে এরকম অগ্রিম টিকেট বিক্রি সচরাচর দেখা যায় না।
এদিকে, এখন পর্যন্ত পিছিয়ে থাকলেও দ্রুত অগ্রিম টিকেট বিক্রিতে গতি পাচ্ছে সিনেমাটির তামিল এবং কন্নড় সংস্করণ। তামিলে চলমান সাইক্লোন ফেঙ্গালের কারণে প্রচণ্ড বৃষ্টিতে টিকেট বিক্রি তুলনামূলক কম। তবে সময়ের সাথে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে, অগ্রিম টিকেট বিক্রিরতে তামিল সংস্করণ শামিল হবে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা।
ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সাড়া ফলতে সক্ষম হয়েছে এই সিনেমা। উত্তর আমেরিকায় ৪ ডিসেম্বর হতে যাচ্ছে এই সিনেমার প্রিমিয়ার। সেখানেও অভাবনীয় সাফল্য পাচ্ছে সিনেমাটি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র প্রিমিয়ারে ২ মিলিয়ন মার্কিন ডলারের টিকেট বিক্রি করতে সক্ষম হয়েছে এটি। সেই সাথে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা সহ অন্যান্য জায়গায়ও দেখা যাচ্ছে ব্যাপক উম্মাদনা।
উল্লেখ্য যে, চাহিদা বিবেচনায় বিশ্বব্যাপী ১২,০০০-এর বেশী পর্দায় মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ সিনেমাটি। তেলুগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালাম এবং বাংলা ভাষায় মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা। জানা গেছে, এই সিনেমার বাজেট আনুমানিক ৪৫০ কোটি রুপি। চলতি বছরে ‘কালকি’ সিনেমাটির পর দ্বিতীয় ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে ১,০০০ কোটি রুপির সিনেমা হতে যাচ্ছে ‘পুষ্পা ২’।
আরো পড়ুনঃ
বিশ্বব্যাপী বক্স অফিসে যে রেকর্ডগুলো তাড়া করবে ‘পুষ্পা ২’!
ট্রেলার দিয়ে শুরু হলো ‘পুষ্পা ২’ সিনেমার রেকর্ড ভাঙ্গাগড়ার যাত্রা!
‘পিলিং’ নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়াঃ চলছে নাচ নিয়ে বিতর্ক