অজয় দেবগণ এবং রোহিত শেঠি: বক্স অফিসে হাজার কোটির জুটি

অজয় দেবগণ এবং রোহিত

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সফল এবং জনপ্রিয় নায়ক-পরিচালক জুটি অজয় দেবগণ এবং রোহিত শেঠি। বিগত এক দশকের বেশী সময় ধরে দর্শকদের বিনোদন দিয়ে আছেন তারা। বড় পর্দায় অজয় দেবগণ এবং রোহিত শেঠি জুটির সিনেমা মানেই অ্যাকশন, কমেডি আর বিনোদনের ধামাকা। মুক্তি প্রতীক্ষিত ‘সিঙ্গাম এগেইন’ সিনেমাটি দিয়ে নতুন মাইলফলকের সামনে এই জুটি।

আগামী ১লা নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে রোহিত শেঠি পরিচালিত অজয় দেবগণ অভিনীত পরবর্তি সিনেমা ‘সিঙ্গাম এগেইন’। দীপাবলিতে সিনেমাটি বক্স অফিসে মুখোমুখি হচ্ছে ‘বুল বুলাইয়া ৩’-এর। বক্স অফিস সংঘর্ষের পরও ১,০০০ কোটির বিরল একটি মাইলফলক অতিক্রম করতে যাচ্ছেন এই নায়ক-পরিচালক জুটি।

অজয় দেবগণ এবং রোহিত শেঠি জুটির প্রথম সিনেমা ‘জমিন’ মুক্তি পেয়েছিলো ২০০৩ সালে। এটি বক্স অফিসে ব্যর্থ হলেও দ্বিতীয় সিনেমা থেকে নতুন অধ্যায়ের সূচনা করেন তারা। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত তাদের দ্বিতীয় সিনেমা ‘গোলমাল’ বক্স অফিসে দারুণ ব্যবসা করতে সক্ষম হয়েছিলো। তৃতীয় সিনেমা ‘সানডে’ ব্যর্থ হলেও, এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি এই জুটিকে।

অজয় দেবগণ এবং রোহিত শেঠির সফল কিন্তু সবচেয়ে কম আয়ের সিনেমা হচ্ছে ‘গোলমাল’। সিনেমাটির মোট আয় ছিলো ২৯.৫০ কোটি রুপি। আর এই জুটির প্রথম ১০০ কোটি আয়ের সিনেমা হচ্ছে ‘গোলমাল থ্রি’। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটি আয় করেছে ১০৬.৩০ কোটি রুপি। আর তাদের সর্বোচ্চ আয়ের সিনেমা হচ্ছে ‘গোলমাল এগেইন’, যার আয়ের পরিমাণ প্রায় ২০৬ কোটি রুপি।

সব মিলিয়ে এখন পর্যন্ত এই জুটির সিনেমাগুলোর মোট বক্স অফিস আয় হচ্ছে ৮০৯.৪৭ কোটি রুপি। আর তাদের একসাথে মোট সিনেমার সংখ্যা দাঁড়িয়েছে ১০টি। আর মাত্র ১৯০.৫৩ কোটি আয় করতে পারলে বক্স অফিসে হাজার কোটির জুটিতে পরিণত হবেন অজয় এবং রোহিত। মুক্তি প্রতীক্ষিত ‘সিঙ্গাম এগেইন’ সিনেমার জন্য এই আয় নিতান্তই মামুলী ব্যাপার।

অজয় দেবগণ এবং রোহিত শেঠির ১০টি সিনেমার মোট আয়ের হিসেব নিম্নরূপ –
ক্রম সিনেমার নাম আয় (কোটি রুপি)
০১ জমিন ১১
০২ গোলমাল ২৯.৫০
০৩ সানডে ২০.৩০
০৪ গোলমাল রিটার্ন্স ৫১.৯০
০৫ অল দ্যা বেষ্ট ৪১.৭৫
০৬ গোলমাল থ্রি ১০৬.৩০
০৭ সিঙ্গাম ১০০
০৮ বল বচ্চন ১০২
০৯ সিঙ্গাম রিটার্ন্স ১৪১
১০ গোলমাল এগেইন ২০৫.৭২

বক্স অফিস সাফল্যের পাশাপাশি এই নায়ক-পরিচালক জুটি বলিউডকে উপহার দিয়েছেন জনপ্রিয় দুটি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে আছে কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’ এবং অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘সিঙ্গাম’। শুধু তাই নয়, অজয়ের ক্যারিয়ারের অন্যতম আইকনিক চরিত্র সিঙ্গাম-কে প্রধান করে প্রতিষ্ঠিত হয়েছে রোহিত শেঠির পুলিশ ইউনিভার্স। ‘সিঙ্গাম এগেইন’ সিনেমাটি এই পুলিশ ইউনিভার্সের অন্যতম বড় সিনেমা হিসেবে উপস্থাপন করতে যাচ্ছেন রোহিত শেঠি।

উল্লেখ্য যে, পুলিশ ইউনিভার্সের সিনেমা হিসেবে ‘সিঙ্গাম এগেইন’ নিয়ে দর্শকদের আগে থেকেই রয়েছে দারুণ আগ্রহ। সেই সাথে সিনেমাটিতে অজয়ের সাথে হাজির হচ্ছেন অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ, রনভীর সিং এবং সালমান খান। তারকাবহুল এই সিনেমাটি শেষ পর্যন্ত বক্স অফিসে কর আয় করে সেটাই এখন দেখার বিষয়।

আরো পড়ুনঃ
অজয় দেবগণের সবগুলো দীপাবলি বক্স অফিস লড়াইয়ের ফলাফল!
সিঙ্গাম এগেইন বনাম ভুল ভুলাইয়া ৩: দিওয়ালী বক্স অফিস লড়াই
অজয় বনাম কার্তিক: মুক্তির আগের লড়াইয়ে উত্তপ্ত বলিউড!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত