শাহরুখ খান – বলিউডের কিং অফ রোমান্স। রোম্যান্টিক সিনেমার অন্যতম জনপ্রিয় এই তারকা তার দীর্ঘ চলচ্চিত্র জীবনে অভিনয় করেছেন অনেক অভিনেত্রীর বিপরীতে। সন্দেহাতীতভাবে কাজলের সাথে শাহরুখ খানের জুটি বলিউডের সর্বকালের সেরা জুটি। তাই, ফিল্মীমাইকের আজকের এই পাঠক জরিপে শাহরুখ-কাজল জুটিকে বিবেচনা কর হয়নি। এই জরিপে শাহরুখ খানের সাথে অন্য অভিনেত্রীদের জুটি নিয়ে পাঠকদের মতামত জানতে চাওয়া হচ্ছে।
নিচের তালিকা থেকে বেছে নিন শাহরুখ খানের সাথে আপনার প্রিয় অভিনেত্রীর জুটি।
১। শাহরুখ খান এবং জুহি চাওলা
শাহরুখ খানের সাথে অন্যতম জনপ্রিয় জুটির অভিনেত্রী জুহি চাওলা। এই জুটি একসাথে ৮টি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাগুলো হচ্ছে – ‘ডর’, ‘রাজু বান গায়া জেন্টলম্যান’, ‘ইয়েস বস’, ‘ফিরবি দিল হ্যা হিন্দুস্থানি’, ডুপ্লিকেট’, ‘রাম জানে’, ওয়ান টু কা ফোর’ এবং ‘ভুতনাত’।
২। শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত
শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম বড় হিট সিনেমা ‘দিলতো পাগল হ্যা’ এবং ‘দেবদাস’ সিনেমার নায়িকা। এছাড়াও এই জুটি একসাথে ‘আঞ্জাম’, ‘কয়লা’, ‘গজ গামিনী’ এবং ‘হাম তোমারে হ্যা সোনম’ সিনেমায় অভিনয় করেছেন।
৩। শাহরুখ খান এবং রানী মুখার্জী
শাহরুখ খানের সাথে অভিনয়কৃত অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এইদুই তারকা জুটি হয়ে অভিনয় করেছেন ‘কুচ কুচ হোতা হ্যা’, ‘পেহেলি’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘চলতে চলতে’, ‘কাভি খুশি কাভি গম’ এবং ‘হ্যা রাম’ সিনেমায়।
৪। শাহরুখ খান এবং প্রীতি জিনতা
ব্যবসায়িক সফলতার বিবেচনায় কাজলের পর শাহরুখ খানের সাথে সবচেয়ে সফল জুটি প্রীতি জিনতার। এই জুটি একসাথে ‘বীর-জারা’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’ এবং ‘কাল হো না হো’ সিনেমায় অভিনয় করেছেন।
৫। শাহরুখ খান এবং দীপিকা পাডুকোন
২০০৭ সালে শাহরুখ খান প্রযোজিত ‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে বলিউডে অভিষিক্ত হয়েছিলেন এই তারকা। এরপর শাহরুখ খানের প্রযোজনায় এই জুটি ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে রি জুটি সিদ্ধার্ত আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমায় অভিনয় করছেন।
৬। শাহরুখ খান এবং আনুশকা শর্মা
শাহরুখ খানের বিপরীতে ‘রব না বানাদি জোড়ি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষিক্ত হয়েছিলেন আনুশকা শর্মা। এরপর এই জুটিকে একসাথে ‘জাব তাক হ্যা যান’, ‘জাব হ্যারি মেট সেজাল’ এবং ‘জিরো’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে।
[Total_Soft_Poll id=”6″]