চলতি বছরের মুক্তি প্রতীক্ষিত অন্যতম আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। দীপঙ্কর দীপন পরিচালিত তারকাবহুল সিনেমাটির চিত্রায়ন শেষে চলছে ডাবিং এবং সম্পাদনার কাজ। আগামী ঈদুল আজহা’তে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। মুক্তিকে কেন্দ্র করে আজ (২৩শে ফেব্রুয়ারি) একটি অনুষ্ঠানের মাধ্যমে জিটিভি’তে প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। আজ (২৩শে ফেব্রুয়ারি) একটি অনুষ্ঠানের মাধ্যমে জিটিভি’তে প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার।
‘ঢাকা এটাক’ সিনেমার সাফল্যের পর থেকেই নির্মাতা দীপঙ্কর দীপনের প্রতি দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। তার স্বভাবতই ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা নিয়ে সবার প্রত্যাশাও অনেক। তাই সম্প্রতি প্রকাশিত টিজারের প্রেক্ষিতে, চলুন দেখে নেয়া যাক সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ কেমন এবং এখন পর্যন্ত সিনেমাটির ফার্স্টলুক এবং টিজার দর্শকদের প্রত্যাশার কতটুকু পূরণ করতে সক্ষম হয়েছে।
১। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার তারকা নির্বাচন: তারকাবহুল সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ এ অভিনয় করেছেন ঢালিউডের একঝাঁক তারকা। চিত্রনায়ক রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বনিক, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান ও মনোজ প্রামানিকসহ অনেকে। দেখে নেয়া যাক সিনেমাটির তারকা নির্বাচন নিয়ে দর্শকদের মতামত কি?
২। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার লোগো: লোগো উম্মোচনের মাধ্যমেই সবার আগে সামনে আসে সিনেমাটির আসল অভিব্যক্তি। সুন্দরবনের অহংকার বাঘের অবয়ব আছে এর লোগোর উপরের ভাগে।
৩। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ফার্স্টলুক পোষ্টার: অনেক আগেই প্রকাশ করা হয়েছিল সিনেমাটির ফার্স্টলুক পোষ্টার, যেখানে দেখা গেছে হ্যালিকাপ্টার থেকে কমান্ডো ষ্টাইলে নামছেন একজন টিম মেম্বার।
৪। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার টিজার: অনেক প্রতীক্ষার পর প্রকাশ করা হলো সিনেমাটির টিজার। প্রকাশিত টিজারে এরসাথে সংশ্লিষ্ঠ সবার ত্যাগ এবং পরিশ্রমের সুস্পষ্ট ছাপ দেখা গেছে।
আরো পড়ুনঃ
টিজারে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার এক ঝলক [ভিডিও]
শুটিং শেষে শুরু হলো ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ডাবিং: শীঘ্রই মুক্তির ঘোষনা
প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় ভারতীয় অভিনেত্রী দর্শনা বনিক
তিন ছবিতে তিনটি ভিন্ন ধরনের চরিত্রে নুসরাত ফারিয়াঃ সাথে আছে বঙ্গবন্ধুর বায়োপিক