ঘটনা প্রবাহের এক দশক পার করলো ঢালিউড। তবে এই এক দশকে ধারাবাহিকভাবে নিম্নমুখী ছিল ঢালিউডে নির্মিত সিনেমার মান এবং সংখ্যা। মাঝেমধ্যে দুই একটি সিনেমা নিয়ে আলোচনা ছাড়া এই দশ বছরের অর্জন ছিল শূন্যের কোটায়। আর এই মানসম্পন্ন সিনেমা এবং দর্শক টানতে পারার মত তারকার অভাবে ধারাবাহিকভাবে কমেছে দেশের প্রেক্ষাগৃহের সংখ্যা। অন্যদিকে এফডিসি সংশ্লিষ্ঠদের একসাথে কাজ করার বদলে দেখা গেছে অন্তর্কোন্দলের। বিভিন্ন সমিতিকে ঘীরে শিল্পী-নির্মাতাদের সিনেমার নির্মান বা অভিনয়ের চেয়ে রাজনৈতিক কর্মকান্ডে বেশী সরব থাকতে দেখা গেছে। যেখানে শিল্পীরা নিজেদের সৌহার্দ আর সম্পর্কের সেতুবন্ধনের পরিবর্তে নির্বাচনকে ঘীরে হয়েছে সংঘাতের মত ঘটনা।
বিগত দশ বছরের ঢালিউডের সিনেমা, তারকা এবং ঘটনা প্রবাহকে নিয়ে আমাদের এই পাঠক জরিপ। ফিল্মীমাইক পাঠকদের দৃষ্টিতে ঢালিউডের সেরা নির্বাচনে এই আয়োজন। ১০ বছরের এই আয়োজন থেকে নির্বাচন মোটেও সহজ নয়, তবুও আমরা চেষ্টা করেছি সেরাগুলোকে বেঁচে নিতে। এরমধ্যে সবচেয়ে বাজে সিনেমার তালিকা সত্যিকার অর্থে অনেক দীর্ঘ। এখানে মোটামুটি আলোচিত বা বিবেচনার যোগ্য এমন সিনেমাই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরে অনেক বাজে সিনেমা আছে যেগুলো এমনকি এই তালিকায় সংযুক্ত হওয়ার যোগ্য নয় বলে মনে হয়েছে আমাদের।
[crowdsignal poll=10751320]
[crowdsignal poll=10751324]
[crowdsignal poll=10751325]
[crowdsignal poll=10751327]
[crowdsignal poll=10751330]
[crowdsignal poll=10751331]
[crowdsignal poll=10751334]
[crowdsignal poll=10751335]
[crowdsignal poll=10751338]
[crowdsignal poll=10751339]
আরো পড়ুনঃ
যৌথ প্রযোজনার সিনেমা: বেছে নিন আপনার পছন্দের সিনেমাটি
শাকিব খানের অসমাপ্ত সিনেমা: বেছে নিন আপনার প্রত্যাশিত সিনেমাটি
ঈদে মুক্তির আওয়াজ তোলা সিনেমাগুলো থেকে বেছে নিন আপনার পছন্দেটি