২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত মালায়লাম মেগাষ্টার মোহনলাল অভিনীত সিনেমা ‘দৃশ্যাম’ বছরের সবচেয়ে বড় ব্যবসা সফল সিনেমা ছিল। শুধু তাই নয় পরবর্তীতে সিনেমাটি তামিল, তেলুগু, কন্নড় এবং হিন্দি ভাষায় পুননির্মান করা হয় এবং সিনেমাগুলো সমানভাবে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। এরমধ্যে সিনেমাটির হিন্দি সংস্করনে অভিনয় করেছেন অজয় দেবগন। ফিল্মীমাইকের আজকের কুইজে থাকছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যাম’সিনেমা। দেখে নিন কতটুকু মনে আছে আপনার এই সিনেমার ঘটনা।
১। 'দৃশ্যাম' সিনেমায় বিজয় সালঙ্কার (অজয় দেবগন) এর ক্যাবল কোম্পানির নাম কি ছিল?

২। অজয়ের মেয়ে অঞ্জুর (ঈশিতা দত্ত) নেচার ক্যাম্পের খরচ কত ছিল?

৩। অজয়ের স্ত্রী নন্দিনী (শ্রিয়া সারান) তার সন্তানদের কোন স্কুলে পড়াতে চায়?

৪। 'দৃশ্যাম' সিনেমায় সাব-ইন্সপেক্টর লক্ষ্মীকান্ত গাইতোন্ডে মার্টিনের কাছে কত টাকা পাওনা ছিল?

৫। 'দৃশ্যাম' সিনেমায় অক্টবরের ২ এবং ৩ তারিখে কোথায় যেতে চেয়েছিলো?

৬। শ্যামের মৃত্যুর পর তার ব্যবহৃত কোন জিনিসটা অক্ষত থেকে গিয়েছিলো?

৭। 'দৃশ্যাম' সিনেমায় অজয় শ্যামের যে হলুদ গাড়ীটি খাদে ফেলেছিলো তার নাম্বার প্লেট কি ছিল?

৮। 'দৃশ্যাম' সিনেমায় অজয় শ্যামের সিম সম্বলিত মোবাইলটি যে ট্রাকে ফেলেছিলো সেটা কোন স্টেটের ছিল?

৯। 'দৃশ্যাম' সিনেমায় সালঙ্কার পরিবার যে রেস্টুরেন্টে পাও ভাজি খেয়েছিলো তার নাম কি ছিল?

১০। 'দৃশ্যাম' সিনেমায় টাবু কোন চরিত্রে অভিনয় করেছিলেন?

আরো পড়ুনঃ
‘কেজিএফ’ ভক্ত পরীক্ষা: কতটা মনোযোগ দিয়ে দেখলেন?
নবাব এল এল বিঃ কতটা মনোযোগ দিয়ে আপনি দেখলেন সিনেমাটি?
‘দৃশ্যাম ২’ হিন্দি রিমেক: থাকছেন অজয় দেবগন এবং টাবু