বলিউডের নতুন প্রজন্মের অন্যতম সেরা এবং জনপ্রিয় অভিনেতা রনবীর সিং। জনপ্রিয়তা এবং অভিনয় দক্ষতার বিবেচনায় তাকে বলা হয়ে থাকে ভবিষ্যতের শাহরুখ খান। আদিত্য চোপড়ার হাত ধরে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা এই তারকার অর্জনের খাতা ইতিমধ্যে কালজয়ী সিনেমায় সমৃদ্ধ। ‘রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবত’ এর মত সিনেমায় যেমন দেখিয়েছেন অভিনয়ের জাদু তেমনি আছে ‘সিম্বা’ এর মত সিনেমা। ইতিমধ্যে জিতেছেন একাধিক পুরষ্কার। এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৮৩’, ‘জয়েসভাই জোয়ার্দার’ এর মত সিনেমা। আর নির্মানাধীন রয়েছে রোহিত শেঠীর ‘সার্কাস’ এর মত সিনেমা। ফিল্মীমাইক কুইজে আজকে থাকছে রনবীর সিং ভক্তদের জন্য মজার একটি কুইজ। মনোযোগ দিয়ে পরে নির্বাচন করুন সঠিক উত্তর।
১। এই ছবিটি কোন সিনেমার দৃশ্য থেকে নেয়া হয়েছে?

২। অভিনেতা রনবীর সিংয়ের অন্যতম আলোচিত সিনেমা 'রাম-লীলা'। বলতে হবে এই সিনেমায় রনবীরের নাম কি ছিলো?

৩। কোন সিনেমায় রনবীর সিংকে এমন দৃশ্যে দেখা গেছে?

৪। বড়লোকের বিটা রনবীর। বলতে হবে এই সিনেমায় রনবীরের বোনের চরিত্রে কে অভিনয় করেছেন?

৫। কোন সিনেমায় এরকম অদ্ভুত রূপে দেখা গেছে রনবীর সিংকে?

৬। মোটরসাইকেলে চালিয়ে কার কাছে যাচ্ছেন রনবীর সিং? বলতে হবে সিনেমার নাম।

৭। সিনেমার নাম জানেন নিশ্চয় 'গুন্ডে'। বলতে হবে এই সিনেমায় রনবীর সিং অভিনীত চরিত্রের নাম কি ছিলো?

৮। ষ্টাইলিস্ট সিং - যাচ্ছেন কোথায়! বলতে হবে কোন সিনেমার দৃশ্য থেকে নেয়া হয়েছে এই ছবিটি?

৯। রনবীর সিংয়ের শুরু দিকের সিনেমা। বলতে হবে এই সিনেমায় রনবীরের নায়িকা কতজন ছিলেন?

১০। রনবীরের কোন সিনেমাটি ও'হেনরি রচিত ছোট গল্প অবলম্বনে নির্মিত?

আরো পড়ুনঃ
আপনি কি কিং খানের ভক্ত? কুইজে প্রমান দিন আপনার ভক্তি
আপনি একজন দীপিকা ভক্ত? দেখে নিন কেমন ভক্ত আপনি!
নিজেকে আমির খানের ভক্ত দাবি করেন? হয়ে যাক একটা টেস্ট!
সালমান খান ভক্ত পরীক্ষা: ভাইজানের ভক্ত? হয়ে যাক একটা টেস্ট!
হৃত্বিক রোশনের অনেক সিনেমা দেখেছেন? ছবির সাথে সিনেমার নাম মিলিয়ে নিন একবার!
নিজেকে ক্যাটরিনার ভক্ত মনে করেন? দেখে নিন কেমন ভক্ত আপনি!