ফাস্ট এন্ড ফিউরিয়াস ১০: জানা গেলো সিনেমাটির মুক্তির নতুন তারিখ

ফাস্ট এন্ড ফিউরিয়াস ১০

করোনা মহামারী শেষে গত ২৫ জুন আমেরিকা ও কানাডায় মুক্তি পেয়েছিলো ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নবম পর্ব ‘এফ ৯’। মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছিলো হলিউডের বহুল প্রতীক্ষিত এই সিনাম। হলিউডের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্যা হলিউড রেপোর্টাসের প্রতিবেদন অনুযায়ী মহামারীতে মুক্তি পেয়ে আয়ের রেকর্ড গরেছিলো ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’ সিনেমাটি। ২০২৩ সালের ৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিলো ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমার দশম পর্ব। তবে জানা গেছে পিছিয়ে যাচ্ছে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ১০’ সিনেমাটির মুক্তি।

হলিউডের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হলিউড রিপোর্টারের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিলে নয় বরং ১৯ মে মুক্তি পাবে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ১০’ সিনেমাটি। যদিও আসন্ন ছবিটির মুক্তির তারিখ পেছানোর সঠিক কারণ সম্পর্কে জানা যায়নি। প্রাথমিকভাবে সিনেমাটি ২০২৩ সালের ২৪শে মার্চ মুক্তির কথা থাকলেও পিছিয়ে এপ্রিলে নির্ধারন করা হয়েছিলো নতুন তারিখ।

এদিকে জানা গেছে, শেষ হতে যাচ্ছে দুই দশকের জনপ্রিয় এই সিরিজটি। মার্কিন সাময়িকী ভ্যারাইটির তথ্য মোতে, ১১তম সংস্করণ দিয়ে শেষ হচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমার সিরিজ। উল্লেখ্য যে, ২০১৯ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘স্টার ওয়ার্সঃ দ্যা স্কাই ওয়াকার্স’ এরপর বক্স অফিসে সবচেয়ে বড় শুরু করেছিলো ‘এফ ৯’। আমেরিকা এবং কানাডার বাজারের ৭০ মিলিয়ন মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয়ের পরিমান দাঁড়িয়েছে ৪০০ মিলিওন মার্কিন ডলার।

উক্ত প্রতিবেদন অনুযায়ী, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ – এর ১০ম ও ১১তম সংস্করণটি পরিচালনা করতে যাচ্ছেন জাস্টিন লিন। শেষ দুই পর্বে সুপারহিরোদের জীবনের ওপর গল্প দেখানো হবে। উল্লেখ্য যে, জাস্টিন লিন এর আগে সিরিজটির তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং নবম সংস্করণ পরিচালনা করেছেন।

দ্য ইউনিভার্সেল পিকচারের প্রযোজনায় এই সিরিজটি শুরু হয়েছিল ২০০০ সালে। আর মুক্তি প্রতীক্ষিত ‘এফ নাইন’ সিনেমাটির গল্প লিখেছেন ড্যান ক্যাসেই এবং পরিচালনা করেছেন জাস্টিন লিন। ‘এফ নাইন’ সিনেমাটিতে অভিনয় করেছেন ভিন ডিজেল, মিশাল রদ্রিগেস, টাইরেস গিবসন, ক্রিস লিডাক্রিস ব্রিজ, জর্ডানা ব্রিউস্টার। অতিথি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় রেসলার জন সিনাকে। এ ছাড়া সপ্তম সিরিজে মারা যাওয়া সাং কাঙেরো ফিরছেন এই সিনেয়াতির নবম পর্বে।

আরো পড়ুনঃ
১১তম সংস্করণ দিয়ে শেষ হচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমার সিরিজ
মহামারীতে মুক্তি পেয়ে আয়ের রেকর্ড গড়ল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’
সবচেয়ে লম্বা সময় ধরে চলা বিশ্বের আলোচিত ১৫টি সিনেমা ফ্র্যাঞ্চাইজি

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d