ক্লিওপেট্রা চরিত্রে অভিনয়ের জন্য সমালোচনার জবাবে কি বললেন গাল গ্যারোট?

ক্লিওপেট্রা চরিত্রে

সম্প্রতি পেটি জেনকিন্স পরিচালিত নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ‘ওয়ান্ডার ওমেন’ খ্যাত অভিনেত্রী গাল গ্যারোট। ইজিপ্টের রানী ক্লিওপেট্রার জীবনী নিয়ে নির্মিতব্য এই সিনেমায় ক্লিওপেট্রার ভূমিকায় দেখা যাবে তাকে। তবে ঘোষনার পর থেকেই এই চলছে সমালোচনা। সমালোচকদের মতে এই চরিত্রে ইজরায়েলি নয় কোন আরব বা আফ্রিকান অভিনেত্রীর অভিনয় করা উচিত।

অবশেষে সমালোচনার জবাবে মুখ খুললেন এই অভিনেত্রী। বিবিসি এরাবিকের সাথে আলাপকালে ক্লিওপেট্রাকে একজন ম্যাকডোমিয়ান উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথমত আপনাদের সবাইকে মানতে হবে যে ক্লিওপেট্রা আসলে একজন ম্যাকডোমিয়ান। আমাদের টিম ক্লিওপেট্রা চরিত্রে অভিনয়ের জন্য একজন ম্যাকডোমিয়ান খুজছিলাম কিন্তু সেরকম কাউকে পাওয়া যায়নি। আর আমি ক্লিওপেট্রার ব্যাপারে খুবই আগ্রহী।’

তিনি আরো বলেন, ‘পৃথিবী জুড়ে আমার বন্ধু রয়েছে যাদের মধ্যে মুসলিম, খ্রিষ্টান, ক্যাথলিক, নাস্তিক, বুদ্ধিষ্ট কিংবা জিউস আছে… কিন্তু মানুষ মানেই মানুষ। আর আমি ক্লিওপেট্রার ঐতিহ্য এবং সম্মানটাকে বহন করতে চাই।’ ক্লিওপেট্রার প্রতি তার ভালোলাগার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘যে কেউই এই সিনেমা বানাতে পারবে কিন্তু এই চরিত্রে প্রতি আমার আবেগের কারনে এটাকে আমি নিজের মত করে করবো।’

 

View this post on Instagram

 

A post shared by Gal Gadot (@gal_gadot)

এদিকে সিনেমাটি পরিচালনা করবেন নারী নির্মাতা পেটি জেনকিন্স। অক্টবরে সিনেমাটির ঘোষনা দিয়ে নিজের ইনস্টাগ্রামে গাল গ্যারোট লিখেন, প্রথমবারের মত এই গল্পটা দুই দিকে থেকেই পুরোপুরি নারীর চোখে উপস্থাপন হবে – ক্যামেরার সামনে এবং পিছনে। আমরা আশা করি নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে লড়াই করার জন্য এই সিনেমা পৃথিবীর সকল নারী এবং মেয়েদের উৎসাহ জোগাবে।

এদিকে গত ২৫শে ডিসেম্বর মুক্তি পেয়েছে এই অভিনেত্রী-পরিচালক জুটির সিনেমা ‘ওয়ান্ডার ওমেন ৮৪’।

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d