এসএস রাজামৌলী পরিচালিত ‘বাহুবলী’ সিনেমার দ্বিতীয় পর্ব ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ মুক্তির পর প্যান-ইন্ডিয়া বক্স অফিসের সব রেকর্ড উলটপালট করে দিয়েছিলো। এরপর আর কোন সিনেমা সেই রেকর্ডকে স্পর্শ করতে পারেনি। অবশেষে বক্স অফিসে ‘বাহুবলী’ সিনেমার রেকর্ডকে ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার ২’। জানা গেছে মুক্তির প্রথম দিনে ‘বাহুবলী’কে পিছনে ফেলে নতুন প্যান-ইন্ডিয়া গড়ল ‘কেজিএফ ২’ সিনেমাটি।
ভারতে প্যান-ইন্ডিয়া সিনেমা হিসেবে মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমাটি। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালাম – সব ভাষা মিলিয়ে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে প্রথম দিনের আয়ের নতুন রেকর্ড তৈরি করেছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মুক্তির প্রথম দিনে শুধু ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৩৫ কোটি রুপি। প্রথম দিনের আয়ের হিসেবে এটিই নতুন প্যান-ইন্ডিয়া রেকর্ড।
This is the biggest national issue now! ⚠️
Thank you, everyone ❤️#KGFChapter2 @Thenameisyash @prashanth_neel @VKiragandur @hombalefilms @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @excelmovies @AAFilmsIndia @VaaraahiCC @DreamWarriorpic @PrithvirajProd #KGF2BoxOfficeMonster pic.twitter.com/5NWmHKZqBw
— Hombale Films (@hombalefilms) April 15, 2022
এর আগে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ সিনেমাটি মুক্তির প্রথম দিনে ভারতীয় বক্স অফিস থেকে আয় করেছিলো ১২১ কোটি রুপি। প্রশান্ত নীল পরিচালিত নতুন এই প্যান-ইন্ডিয়া সিনেমা বক্স অফিসের রেকর্ডের খাতায় আবারো পরিবর্তন নিয়ে আসলো। প্যান-ইন্ডিয়া রেকর্ডের পাশাপাশি সিনেমাটির হিন্দি সংস্করণও নতুন রেকর্ড করেছে। হিন্দি সিনেমার বাজার থেকে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে নাম লিখিয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’।
হিন্দি সিনেমার ক্ষেত্রে মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিলো ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’ সিনেমার দখলে। প্রথম দিনে সিনেমাটির বক্স অফিস আয় ছিলো ৫০.৭৫ কোটি রুপি। বলিউডের সিনেমার বাজারে বলিউড সিনেমার রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ল কন্নড় ভিত্তিক প্যান-ইন্ডিয়া সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার ২’। মুক্তির প্রথম দিনে সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছে ৫৩ কোটি রুপি। হিন্দির মত অন্যান্য জায়গায়ও রেকর্ড পরিমাণ ব্যবসা করছে সিনেমাটি।
এদিকে তেলুগু ভাষায়ও সিনেমাটি দুর্দান্ত ব্যবসা করতে সক্ষম হয়েছে। প্যান-ইন্ডিয়া সিনেমাটির মোট আয়ের হিসবে নীচে দেওয়া হলো –
ভাষা | নেট আয় (কোটি রুপি) | গ্রোস আয় (কোটি রুপি) |
হিন্দি | ৫৩.০০ | ৬৩.৮৬ |
কার্নাটাকা | ২০.০০ | ২৪.১০ |
অন্দ্র প্রদেশ/তেলেঙ্গা | ২৫.০০ | ৩০.১২ |
তামিল নাড়ু | ৮.০০ | ৯.৬৪ |
কেরালা | ৬.০০ | ৭.২৩ |
মোট | ১১২.০০ | ১৩৪.৯৪ |
অন্যদিকে বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি দর্শক এবং সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির ভূয়সী প্রশংসা করছেন ভারতের আলোচিত চিত্র-সমালোচকরা। সবাই সিনেমাটিকে ব্লকবাস্টার হিসেবে উল্লেখ করেছেন। নির্মাতা প্রশান্ত নীলের পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে ইয়াশ এবং সঞ্জয় দত্তের অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন সবাই। অনেকের মতে সিনেমাটিতে সঞ্জয় দত্তের প্রথম দৃশ্যটি ভারতীয় সিনেমার জন্য মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, ১৪ই এপ্রিল ভারতের পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশে কন্নড়, তামিল, তেলুগু, হিন্দি এবং মালায়ালাম মোট পাঁচটি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এদিকে তামিল এবং হিন্দিতে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমাকে বক্স অফিসে লড়তে হবে আরো একটি বড় বাজেটের সিনেমার সাথে। ১৩ই এপ্রিল মুক্তি পেয়েছে তামিল সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত ‘বিস্ট’ সিনেমাটি। তবে প্রাথমিক ধারনা অনুযায়ী তামিল নাড়ু ছাড়া অন্য সব জায়গায় এগিয়ে থাকবে ইয়াশের ‘কেজিএফ ২’।
প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত ‘কেজিএফ’ সিনেমার এই সিক্যুয়েলটি বর্তমানের অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। প্রথম পর্বে দেখা দিয়েছিলো গারোরাকে হত্যার মাধ্যমে নারাচিতে নিজের অবস্থান শক্ত করেছে রকি। দ্বিতীয় পর্বে দেখা যাবে তার নতুন যাত্রা। ‘কেজিএফ ২’ সিনেমায় ইয়াশের সাথে এবার যুক্ত হয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত এবং রাবিনা ট্যন্ডন। এছাড়া দ্বিতীয় পর্বের একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় তারকা প্রকাশ রাজকে।
আরো পড়ুনঃ
প্রশংসিত ‘কেজিএফ চ্যাপ্টার ২’: প্রথম দিনে বক্স অফিসে আয়ের নতুন রেকর্ড!
অগ্রিম টিকেট বিক্রিতে দুইদিনে ‘আরআরআর’কে ছাড়িয়ে গেলো ‘কেজিএফ ২’
বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক স্ক্রিনে মুক্তি পাচ্ছে ইয়াশে ‘কেজিএফ চ্যাপ্টার ২’