তামিলনাড়ু বক্স অফিসে নতুন ইতিহাস তৈরি করলো রজনীকান্তের ‘আন্নাথে’

বক্স অফিসে নতুন ইতিহাস

বক্স অফিসে নতুন ইতিহাস

দিওয়ালী উপলক্ষ্যে মুক্তি পেয়েছে সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘আন্নাথে’। সিরুথাই শিভা পরিচালিত সিনেমাটিতে রজনীকান্তের অভিনয় নিয়ে আরো একবার উম্মাদনায় মেতেছেন তার ভক্তরা। মুক্তির পর বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। মুক্তির প্রথম দিনে সিনেমাটির আয়ের রেকর্ড নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও ইতিমধ্যে তামিলনাড়ু বক্স অফিসে নতুন ইতিহাস তৈরি করেছে রজনীকান্তের ‘আন্নাথে’। প্রথম তিনদিনে তামিলনাড়ু বক্স অফিসে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড করেছে এই সিনেমা।

ভারতীয় বক্স অফিস সংক্রান্ত পোর্টাল বক্স অফিস ইন্ডিয়ার হিসেব অনুযায়ী রজনীকান্তের ‘আন্নাথে’ সিনেমাটি মুক্তির পর প্রথম তিনদিনে শুধু তামিলনাড়ু বক্স অফিসে আয় করেছে ৫৩.৫০ কোটি রুপি। তামিল সিনেমার ইতিহাসে তামিলনাড়ুতে তিনদিনে ৫০ কোটি রুপি আয় করা প্রথম সিনেমা হিসেবে অনন্য ইতিহাস তৈরি করেছে ‘আন্নাথে’। তামিলনাড়ু বক্স অফিসে নতুন ইতিহাস তৈরি করলেও অন্যান্য জায়গায় সিনেমাটির আয়ের পরিমাণ ভালো হচ্ছেনা। তামিলনাড়ু ছাড়া বাকী এলাকাগুলো থেকে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৩.৫০ কোটি রুপি।

করোনা পরবর্তি সময়ে তামিলনাড়ুতে প্রথম তিনদিনের এই আয়কে দুর্দান্ত বলে উল্লেখ করেছে বক্স অফিস ইন্ডিয়া। তামিলনাড়ু বক্স অফিসে প্রেক্ষাগৃহের সাথে আয়ের শেয়ার নিয়ে বেশ কিছু জটিলতা থাকে। করোনা এবং এই জটিলতার মধ্যেও সিনেমাটি তামিলনাড়ুতে যে পরিমাণ ব্যবসা করেছে তা চেন্নাইয়ে আগে কখনো দেখা যায়নি। বিশেষ করে চেন্নাইয়ে কিছু প্রেক্ষাগৃহে সিনেমাটি যে ঝড় তুলেছে সেটা অনেক ব্লকবাস্টার সিনেমার ক্ষেত্রেও দেখা যায়নি। সব মিলিয়ে প্রথম সপ্তাহে সিনেমাটির সম্ভাব্য আয়ের পরিমাণ দাঁড়াচ্ছে ৮৫ কোটি রুপি।

প্রসঙ্গত, প্রায় ২৬ বছর পর দিওয়ালীতে মুক্তি পেতে পেয়েছে এই সুপারস্টারের কোন সিনেমা। সর্বশেষ ১৯৯৫ সালে মুক্তি দিওয়ালীতে মুক্তি পেয়েছিলো রজনীকান্ত অভিনীত সিনেমা ‘মুথু’। রজনীকান্তের সিনেমা সাধারণত তামিল নতুন বছর এবং পংগাল উপলক্ষ্যে মুক্তি পেয়ে থাকে। আর প্রতিবারের মত এবারও বক্স অফিসে ঝড় তুলেছে রজনীকান্তের সিনেমা।

উল্লেখ্য যে, সান পিকচার্সের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন সিরুথাই শিবা। রজনীকান্তের সাথে অ্যাকশন নির্ভর সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নয়নতারা, কীর্তি সুরেশ, মীনা, খুশবু, জ্যাকি শ্রফ, জগপতি বাবু, প্রকাশ রাজ ও বেলা রামমূর্তি প্রমুখ। আর সিনেমাটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন ডি ইম্মান। প্রায় দুই দশক পর ‘আন্নাথে’ সিনেমায় গ্রামীণ চরিত্রে দেখা গেছে সুপারস্টার রজনীকান্তকে।

আরো পড়ুনঃ
বিজয়কে পিছনে ফেলে তামিলনাড়ু বক্স অফিসে রজনীকান্তের নতুন রেকর্ড!
মুক্তির প্রথম দিনে তামিলনাড়ু বক্স অফিস মাতানো সেরা পাঁচটি সিনেমা
দিওয়ালীতে মুক্তিপ্রাপ্ত সুপারস্টার রজনীকান্তের ব্যবসা সফল পাঁচটি সিনেমা

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d