প্রাথমিক প্রদর্শনিতে প্রশংসিত ‘বিস্ট’: বক্স অফিসে তাণ্ডবের অপেক্ষায় থালাপতি

প্রশংসিত ‘বিস্ট’

প্রশংসিত ‘বিস্ট’

প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১৩ই এপ্রিল মুক্তি পাচ্ছে চলতি বছরের তামিল সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘বিস্ট’। সম্প্রতি প্রকাশের পরপরই ভিডিও শেয়ারিং প্লাটফর্মে ঝড় তুলেছে তামিলের চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত এই সিনেমাটির ট্রেলার। ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মোট পাঁচটি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ইতিমধ্যে বক্স অফিসে ঝড়ের ইঙ্গিত দিয়েছে এই সিনেমাটি। জানা গেছে প্রাথমিক প্রদর্শনিতে প্রশংসিত ‘বিস্ট’ সিনেমা দিয়ে বক্স অফিসে তাণ্ডবের অপেক্ষায় আছেন থালাপতি বিজয়।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখে ১৩ই এপ্রিল ভোর ৪টা থেকে শুরু হচ্ছে সিনেমাটি প্রদর্শনি। ভারত এবং ভারতের বাইরে অগ্রিম টিকেট বিক্রিতে বেশ কয়েকটি মাইলফলক অতিক্রম করেছে বিজয়ের ‘বিস্ট’। এছাড়া সেন্সর বোর্ডের সদস্যদের প্রশংসার পাশাপাশি প্রাথমিক প্রদর্শনিতে প্রশংসিত ‘বিস্ট’ সিনেমা। গল্প এবং চিত্রনাট্যের সাথে সিনেমাটিতে বিজয়ের অভিনয় বেশ আলোচিত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বিজয়ের সিনেমা মানেই তামিল নাড়ু বক্স অফিসে রেকর্ডের ফুলঝুরি। এবার তার সাথে যুক্ত হয়েছে প্যান-ইন্ডিয়া মুক্তি। বিজয় অভিনীত সর্বশেষ ‘মাষ্টার’ সিনেমাটি প্যান-ইন্ডিয়া মুক্তির পর ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছিলো। এছাড়া সম্প্রতি ‘পুষ্পা’ এবং ‘আরআরআর’ সিনেমা দুটির প্যান-ইন্ডিয়া বাণিজ্যিক সাফল্য ‘বিস্ট’ নির্মাতাদের নতুন সম্ভাবনার আলো দেখাচ্ছে। ‘বিস্ট’ সিনেমার মাধ্যমে ভারতজুড়ে বক্স অফিসে থালাপতি বিজয়ের তাণ্ডব দেখা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে বিজয়ের ‘বিস্ট’ সিনেমাটির মুক্তিকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন কর্পোরেট অফিসে ছুটির আবেদনের ধুম পড়েছে। বিষয়টি বিবেচনা করে তামিলের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ১৩ই এপ্রিল অফিস বন্ধ রাখারও ঘোষনা দিয়েছে। এছাড়া সিনেমাটির তেলুগু, হিন্দি, কন্নড় এবং মালায়ালাম সংস্করণ নিয়ে নির্মাতাদের প্রত্যাশা আকাশচুম্বী। ১৪ই এপ্রিল ‘কেজিএফ ২’ মুক্তির কারনে প্রথম দিনে ‘বিস্ট’ সিনেমাটির সর্বোচ্চ আয়ের বিষয়টি নিশ্চিতের পরিকল্পনা করছেন নির্মাতারা।

উল্লেখ্য যে, ‘বিস্ট’ ট্রেলার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বিজয়ের ভক্তদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে প্রেক্ষাগৃহে। একজন সোলজার চরিত্রে বীররাঘবন হিসেবে বিজয় ছিলেন মুগ্ধতার উদাহরণ। ২ মিনিট ৫৬ সেকেন্ডের ট্রেলার থেকে আরো বোঝা গেছে যে সরকার এবং সন্ত্রাসী সংগঠনের মধ্যকার সমঝোতাকারী হিসেবে কাজ করছেন সেলভারাঘবন। অন্যদিকে পূজা হেগকে সন্ত্রাসীদের কাছে একজন জিম্মি হিসেবে দেখানো হয়েছে আর অপর্না দাসকে দেখা যাবে মন্ত্রীর মেয়ের চরিত্রে।

প্রসঙ্গত, সান পিকচার্স প্রযোজিত ‘বিস্ট’ সিনেমায় থালাপাতি বিজয়ের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগ। এছাড়া সিনেমাটিতে আরো একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করছেন মালায়লাম অভিনেত্রী অপর্না দাস। আর সিনেমাটির সংগীত পরিচালনা করছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে আবারো বক্স অফিসে ঝড় তুলতে আসবেন তামিলের বর্তমানে সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকা থালাপাতি বিজয়।

আরো পড়ুনঃ
অগ্রিম টিকেট বিক্রি দিয়েই ‘ভালিমাই’ মোট সংগ্রহ ছাড়িয়ে গেলো বিজয়ের ‘বিস্ট’
যুক্তরাষ্ট্রে বড় আয়োজনে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের নতুন সিনেমা ‘বিস্ট’
যে কারনে কুয়েতে নিষিদ্ধ হলো থালাপতি বিজয়ের সিনেমা ‘বিস্ট’!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d