৭০টি দেশে একসাথে বিশাল আয়োজনে প্রকাশ করা হবে ‘আদিপুরুষ’ ট্রেলার

‘আদিপুরুষ’ ট্রেলার

প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমাটি ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে। চলতি বছরের সংক্রান্তি উপলক্ষ্যে ১২ই জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিলো বিশাল বাজেটের এই সিনেমাটি। কিন্তু সিনেমাটির টিজার প্রকাশের পর, এর ভিএফএক্স নিয়ে সমালোচনার কারনে পিছিয়ে দেয়া হয়েছিলো ‘আদিপুরুষ’ মুক্তি। আগামী ১৬ই জুন মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। আগামী মাসে মুক্তিকে সামনে রেখে বিশ্বের ৭০টি দেশে একসাথে বিশাল আয়োজনে ‘আদিপুরুষ’ ট্রেলার প্রকাশের পরিকল্পনা চূড়ান্ত করেছেন নির্মাতারা।

আগেই জানা গিয়েছিলো আগামী ৯ই মে বহুল প্রতীক্ষিত ‘আদিপুরুষ’ ট্রেলার প্রকাশ করতে যাচ্ছেন নির্মাতারা। এবার ওম রাউত পরিচালিত সিনেমাটির ট্রেলার এই তারিখে প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে নির্মাতাদের পক্ষ্য থেকে। আর প্যান ইন্ডিয়া দর্শকদের কথা বিবেচনা করে নির্মিত সিনেমাটির ট্রেলার আর দশটি সাধারণ ট্রেলার প্রকাশের মত হচ্ছে না। জানা গেছে বিশ্বের ৭০টি দেশে একসাথে বিশাল আয়োজনে প্রকাশ করা হবে ‘আদিপুরুষ’ ট্রেলার। ইতিমধ্যে ভারতের যেসব প্রেক্ষাগৃহে ট্রেলার প্রদর্শন হবে সেগুলোর তালিকাও প্রকাশ করছেন তারা।

‘আদিপুরুষ’ ট্রেলার প্রকাশ প্রসঙ্গে নির্মাতাদের পক্ষ্য থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে, ‘ইতিমধ্যে প্রকাশিত ঝলকের মাধ্যমে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে যে আগ্রহ জন্ম নিয়েছে সেটি মাথায় রেখে টিম ট্রেলার প্রকাশ নিয়ে বিশাল আয়োজনের প্রস্তুতি নিয়েছে। ট্রেলারটি বিশ্বব্যাপী দর্শকরা উপভোগ করতে যাচ্ছেন, কারণ শুধু ভারতে নয় বিশ্বের ৭০টি দেশে একাসাথে প্রকাশ করা হবে এই ট্রেলার।‘ এর মাধ্যমে ‘আদিপুরুষ’ একটি সত্যকার প্যান ওয়ার্ল্ড সিনেমা হতে যাচ্ছে বলে মনে করছেন ভারতীয় সিনেমা সংশ্লিষ্টরা।

প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়েছে যে, ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্য প্রাচ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দনেশিয়া, থাইল্যান্ড, মালায়শিয়া, হংকং, ফিলিপাইনস, মায়ানমার, শ্রীলঙ্কা, জাপান, আফ্রিকা, যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া এবং ইজিপ্টে একসাথে প্রকাশ করা হবে চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ট্রেলার। দর্শকদের কাছে সিনেমাটির গ্রহণযোগ্যতা নিয়ে আশাবাদ ব্যাক্ত করে বিবৃতিতে আরো বলা হয় যে, ‘এই মহাকাব্যের গল্প দর্শকদের বিমোহিত করবে এবং তাদের দুঃসাহসিক, নাটক এবং অ্যাকশনের জগতে নিয়ে যাবে।‘

‘আদিপুরুষ’ ট্রেলার প্রকাশের ঘোষণার সাথে সিনেমাটির নতুন একটি পোষ্টারও প্রকাশ করেছেন নির্মাতারা। প্রকাশিত পোষ্টারে লর্ড রাম চরিত্রে সিনেমাটির প্রধান তারকা প্রভাসকে দেখা গেছে। পৌরনিক গল্পে নির্মিত সিনেমাটির পোষ্টারে দারুণ সব দর্শনিয় জিনিস দেখা যাচ্ছে। প্রভাসের সাথে সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সাইফ আলী খান, কৃতি শেনন এবং সানি সিং। ‘আদিপুরুষ’ সিনেমায় এই তিন তারকাদের যথাক্রমে রাবণ, সীতা এবং লক্ষণ চরিত্রে দেখা যাবে। ৫০০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালাম ভাষায় প্যান ইন্ডিয়া মুক্তি পাবে।

উল্লেখ্য যে, থ্রিডি অ্যাকশন ড্রামা ‘আদিপুরুষ’ প্রযোজনা করেছেন টি-সিরিজ, ভূষণ কুমার, কৃষাণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার এবং রেট্রোফাইলস-এর রাজেশ নায়ার। প্রভাস, সাইফ, কৃতি এবং সানি ছাড়াও সিনেমাটিতে হনুমানের চরিত্রে দেবদত্ত নাগে, বৎসল শেঠ, সোনাল চৌহান এবং তৃপ্তি তোরাদমল অভিনয় করেছেন। এই সিনেমার প্রযুক্তিগত ক্রুদের মধ্যে চিত্রগ্রহনে রয়েছেন কার্তিক পালানি। অপূর্ব মতিওয়ালে এবং আশিস মাত্রের সম্পাদনায় এর সঙ্গীত রচনা করছেন সঞ্চিত বলহারা, অঙ্কিত বলহারা এবং অজয়-অতুল।

আরো পড়ুনঃ
পিছিয়ে যাচ্ছে ‘আদিপুরুষ’: আগামী বছর প্রভাসের একমাত্র সিনেমা ‘সালার’
আগামী জুনে মুক্তি পাচ্ছে প্রভাসের ‘আদিপুরুষ’: বাজেট বাড়ল ১০০ কোটি
‘আদিপুরুষ’ টিজার সমালোচনায় ফিরে ফিরে আসছে ‘রা ওয়ান’ ভিএফএক্স

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d